![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলকাতা: বিবাহিত মানুষদের পরিচয় গোপন রেখে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়াতে সহায়তার জন্য ডেটিং ওয়েবসাইট ‘অ্যাশলে ম্যাডিসন’ কুখ্যাত। এর স্লোগান ‘লাইফ ইজ শর্ট। হ্যাভ অ্যান অ্যাফেয়ার।’কিন্তু একদল হ্যাকার ইন্টারনেটে ফাঁস করে দিয়েছে ‘অ্যাশলে ম্যাডিসন’-এর ক্রেতাদের তালিকা। আর সেই তালিকা বলছে, সারা বিশ্ব জুড়ে ‘অ্যাশলে ম্যাডিসন’-এর শরণাপন্ন হয়ে বিয়ের বাইরে শারীরিক সম্পর্কে জড়াচ্ছে অসংখ্য মানুষ! এদের সিংহভাগই আবার ভারতীয়!
হ্যাকাররা কিন্তু বিশ্বশুদ্ধ লোককে জব্দ করার জন্য তাদের তালিকা ফাঁস করে দেয়নি। তারা চেয়েছিল, বিবাহ-বহির্ভূত সম্পর্ককে প্রশ্রয় দিচ্ছে যে ওয়েবসাইট, সেটা বন্ধ হোক। ওয়েবসাইটকে একটা হুমকিও দিয়েছিল তারা। ‘অ্যাশলে ম্যাডিসন’ কথা শোনেনি, তাই ইউজারদের তালিকার কিছুটা ফাঁস হয়েছে ইন্টারনেটে! পরে হয়ত আরো আসবে! হ্যাকারদের ফাঁস করা তালিকা বলছে, ভারতে বিবাহ-বহির্ভূত শারীরিক সম্পর্কের রাজধানীও দিল্লি। নয়াদিল্লিতে এই ওয়েবসাইটে গিয়ে বিয়ের বাইরে যৌন সম্পর্ক পাতিয়েছেন ৩৮,৬৫২ জন। তার ঠিক পরেই রয়েছে মুম্বই— সেখানে পরিসংখ্যানটা ৩৩,০৩৬ জনের।
এমনিতেই নানান রকম ব্যাপারে গোঁড়া বলে দক্ষিণীদের একটা বদনাম আছেই, ‘অ্যাশলে ম্যাডিসন’-এর ক্ষেত্রেও সেই গোঁড়ামি কাজ করেছে ভালরকম। তাই চেন্নাইয়ে দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে সাড়া দিয়েছেন মাত্র ১৬,৪৩৪ জন। আর বাঙালিরা? খোলামেলা স্বভাবের সদর্থক-নঞর্থক দিকগুলো আর অর্থনৈতিক কার্যকারণ নিয়ে কলকাতায় অনুরাগীর সংখ্যা ১১,৮০৭।
অবশ্য, শুধু মেট্রো শহরগুলো নয়। হায়দরাবাদে ১২,৮২৫ জন ‘অ্যাশলে ম্যাডিসন’ অনুরাগীদের খোঁজ দিয়েছে হ্যাকাররা। বেঙ্গালুরুর উচ্ছ্বল জীবনযাত্রা নিয়ে রক্ষণশীলরা যতই চোখ কপালে তুলুন না কেন, সেখানে সংখ্যাটা ১১,৫৬১। আহমেদাবাদে ৭০০৯ জন, চণ্ডীগড়ে ২৯১৮ জন, জয়পুরে ৫০৪৫ জন, লখনৌতে ৩৮৮৫ জন অনুরাগী মিলেছে। হিসেবের দিক দিয়ে দেখলে ভারতে বিয়ের মর্যাদা এখনও পর্যন্ত পটনাতেই বেশি। সেখানে এই ওয়েবসাইটকে স্বীকৃতি দিয়েছেন গুণে গুণে ঠিক ২৫২৪ জন।
এই পরিসংখ্যান হাতে আসার পরেই একটা প্রশ্ন অনিবার্য আকার নেয়। ‘অ্যাশলে ম্যাডিসন’-এর এই ভারতীয় অনুরাগীরা কি সবাই পুরুষ? না কি সমান তালে বিয়ের বাইরে শারীরিক সম্পর্ক চাইছেন ভারতীয় নারীরাও?
তথ্য অনুযায়ী ভারতীয় নারীরা কিন্তু এখনও ‘এক চুটকি সিন্দুর কি কিমত’ নিয়ে যথেষ্ট বেশি ওয়াকিবহাল পুরুষদের তুলনায়। তাছাড়া হ্যাকারদের ফাঁস করা ডেটা বলছে, এই ওয়েবসাইটের ইউজারদের মধ্যে প্রায় ৯৫ ভাগই পুরুষ।
তাদের সুখের ছলনায় ভোলানোর জন্য দিনে অনেকগুলো করে নকল মহিলাদের প্রোফাইল তৈরি করে ‘অ্যাশলে ম্যাডিসন’! ২০১২ সালে এই ওয়েবসাইটেরই এক কর্মী, ডোরিয়ান সিলভা, নকল প্রোফাইল বানাতে বানাতে এক সময়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে সংস্থার বিরুদ্ধে মামলা করেন। তিন সপ্তাহের মধ্যে হাজারেরও বেশি নকল প্রোফাইল তৈরি করতে গিয়ে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন মহিলা।
তাহলে? হ্যাকাররা কি এত কিছু জানিয়ে শেষ পর্যন্ত উপকারই করল ‘অ্যাশলে ম্যাডিসন’ অনুরাগী বিশ্বের প্রায় ৩ কোটি বিবাহিত পুরুষদের?
গোপন জীবন প্রকাশ্যে আসার কিছু খেসারত তো দিতে হবেই। তাছাড়া, হ্যাক হয়ে যাওয়ার পরে সাহস করে আর কেউ এই ওয়েবসাইটে যাবেনও না! কিন্তু, বিবাহিত জীবন? আর ভারত? তার কী হবে?
সূত্র: আনন্দবাজার পত্রিকা
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭
প্রামানিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
গেম চেঞ্জার বলেছেন: কামডা ভালাই হইছে ।