নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ আলম

খালিদ আলম › বিস্তারিত পোস্টঃ

নিজের অজান্তে যেন মুসলমান থেকে খারিজ না হয়ে যায়!!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনকালে দূর্ঘটনায় বৃহস্পতিবার পদদলিত হয়ে কমপক্ষে ৭১৭ জন হাজির মৃত্যু হয়। আহতও হয়েছেন অনেকে। যদিও মৃতু্্যকে এড়িয়ে যাওয়া কোন জীবের পক্ষে সম্ভব নয়। তবুও মানুষ হিসেবে এতগুলি মানুষের মৃত্যু আসলেই অত্যন্ত মর্মান্তিক। ঘটনাটি নিয়ে এখন সাড়া বিশ্বে চলছে আলোচনা।

বিশ্ব মুসলমানদের সবচেয়ে পবিত্র মাটিতে এমন দূর্ঘটনার পর তথাকথিত মুক্তমনা নামধারী কিছু দুষ্টচক্র এটিকে নিয়ে শুরু করেছে হীন রাজনীতি। আল্লাহ নির্দেশিত বৃত্তবান মুসলমানদের জন্য ফরজ হজ্জকে তারা ব্যবসা বলে চালাচ্ছেন।

সম্প্রতি সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন-আবদুল্লাহ আল-শেখ হজের সময় পদদলিত হয়ে সাত শ'র বেশি মানুষের মৃত্যুর ঘটনাকে 'মানুষের নিয়ন্ত্রণের বাইরে' বলে বর্ণনা করে বলেন, এদের ভাগ্য এবং নিয়তিতে যা লেখা ছিল, তা ছিল অবশ্যম্ভাবী।
মুসলমানদের যে তাকদীরে বিশ্বাস না রাখলে কাফির হয়ে যায় তা নিয়ে আবার সহজ-সরল মুসলমানদের উল্টা পাল্টা বোঝাতে সক্রিয় হয়ে উঠেছে ও্ই সকল কুচক্রীরা।

ইসলমান বিরোধী ও্ই সকল কুচক্রীদের আমার কিছুই বলার নেই। এরা তো দুনিয়া ও আখিরাতে এর ফল ভোগ করবেই। আমি শুধু ধর্মে বিশ্বাসী ভাইদের উদ্দেশ্যে বলব, আমরা ওইসব কুচক্রীদের কথায় কর্ণপাত করে ধর্মের বিরুদ্ধচারণ এমনভাবে না করি যা আমাদের কাফির- মুরতাদ বানিয়ে দেয়। আামদের ধর্মের বিরুদ্ধাচারণকারীদের থেকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন ইসলাম কখনও মানবতার বিরুদ্ধে যায় না। মানবতার শান্তির দিশারীই হচ্ছে ইসলাম।

আবার ইসলামের নীতিভ্রষ্ট হয়ে কোন মুসলমান নামধারী কোন ব্যক্তির কুকর্মের দায়ভারও ইসলাম ধর্মের নয়। জ্ঞানের স্বল্পতা, অজ্ঞাতার কারণে আমরা প্রতিনিয়ত ধর্মের বিরুদ্ধে কথা বলে বসছি। আসুন আমরা ধর্ম সম্পর্কে ( যে কোন ধর্ম) না জেনে কিছু না বলি, বেশি বেশি তওবা করি। আল্লাহ আমাদের জ্ঞান দান করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের অন্যায়ের প্রতিবাদ করার সাহস দান করুন। ( আমিন)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
ওইসব কুচক্রীদের কথায় কর্ণপাত করলে -
মুসলমান থেকে খারিজ হয়ে যাবে?
বঊ তালাক হয়ে যাবে?
ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে যাবে?

উপায় একটাই কাফফারা - ১০,০০১ টাকা।
এরপর হজুরের কাছে তাওবা।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১

অন্ধবিন্দু বলেছেন:
আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.