নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ আলম

খালিদ আলম › বিস্তারিত পোস্টঃ

ভারতে মন্দিরে ঈদের নামাজ পড়েছে মুসল্লিরা!!!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

ভারতে দক্ষিণ মুম্বাইয়ের কোলাবায় ঈদুল আজহায় নামাজ আদায় করেছে গণপতি (গণেশ দেবতা) মন্দিরে!! আর এটিকে হিন্দু-মুসলিমদের এক সম্প্রীতির !!! দৃষ্টান্ত স্থাপন বলে মিডিয়া প্রচার করছে। আর মুসলমানরা এদিন ঈদের নামাজ পড়তে সহযোগিতা করছে সেখানকারই হিন্দুরা।


শুক্রবার সকাল ঠিক ৭টায় মন্দিরের পার্শ্ববর্তী মাদরাসা রাহমাতিয়া তালিমুল কোরআন মসজিদের বাইরে ঈদের জামাতের আয়োজন করা হয়। কিন্তু স্থানীয় মুসল্লিদের স্থান সঙ্কুলান হচ্ছিল না। আর কী করা! পরে আগত মুসলমানরা নামাজ আদায় করেন গণপতি মন্দিরে। মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১৩শ মুসল্লি এদিন ঈদের নামাজ আদায় করেছেন মন্দিরের ভেতর।

সেবা সংঘের সদস্য সন্তোষ নায়েক বলেন, এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। চার বছর আগে রোজার ঈদেও এমন ঘটনা ঘটেছিল। এখানে জাতপাতের কোনো ভেদাভেদ নেই। হিন্দুরাও মুসলমানদের উৎসবে যোগ দিয়ে থাকেন।’ তার কথার সত্যতাও মেলে। এবারের ঈদুল আজহায় কাওয়ালি গানের আয়োজন করা হয়। হিন্দুরাও এতে অংশ নেয়। পরে মুসলমানরাও আরতিতে যোগ দেয়। কোলাবায় গণেশ উৎসবের ৭০ জনের ওই কমিটির ৩০ জনই মুসলমান।

সৌহার্দ-সম্প্রতি, সৌজন্যমূলক আচারণ সবকিছুই মানুষের কাছে মানুষের প্রাপ্য। সবাই সবার ধর্ম পালন করবে সেটিও ঠিক আছে। কিন্তু প্রত্যেক ধর্মের কিছু সকিয়তা রয়েছে। অজ্ঞতার কারণে আমরা প্রতিনিয়ত কতগুলো মৌলিক বিষয়কে কিছুই মনে না করে অমান্য করছি। যেগুলির ফলে আমরা কখন যে দ্বীন থেকে খারিজ হয়ে যাচ্ছি টেরই হয়তো পাচ্ছি না। সৃষ্টিকর্তা আমাদের জ্ঞান দান করুন, সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। ( আমিন)

লিংক- http://www.banglamail24.com/news/108739

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

ইমরান আশফাক বলেছেন: নামাজ চলাকালীন সময়ে ঐ মূর্তিটার উপর অন্তত: একটা চাদর দিয়ে ঢেকে রাখা উচিত ছিলো।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:

মনে হচ্ছে, হিন্দু ধর্মই সবচেয়ে বেশী সময় টিকবে পৃথিবীতে; কারণ, উহা সময়ের সাথে তাল মিলাচ্ছে/

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

খালিদ আলম বলেছেন: এটি কোন কারণ হতে পারে না গাজী ভাই। ইসলামকে বুঝতে হলে কুরআন-হাদীস বুঝতে হবে। যে ব্যক্তি ইসলাম সম্পর্কে অজ্ঞ তাকে বা তাদের বিবেচনা করে ওই ধর্ম সম্পর্কে মন্তব্য ভবিষৎ বাণী ফলপ্রসূ হবে বলে মনে হয় না।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

নাসিম আহামেদ বিজয় বলেছেন: সুন্দর ঘটনা । :)

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

Md SaRower HosSain বলেছেন: যে ঘরে মূর্তি সেখানে আবার সালাত!!!

আল্লাহ আমাদের ইসলাম ধর্মের মূল বিধান শিক্ষা করার তৈফিক দান করুন (আমিন )

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

Md SaRower HosSain বলেছেন: (আমিন)। সুন্দর কথা বলেছেন ।

//কিন্তু প্রত্যেক ধর্মের কিছু সকিয়তা রয়েছে। অজ্ঞতার কারণে আমরা প্রতিনিয়ত কতগুলো মৌলিক বিষয়কে কিছুই মনে না করে অমান্য করছি। যেগুলির ফলে আমরা কখন যে দ্বীন থেকে খারিজ হয়ে যাচ্ছি টেরই হয়তো পাচ্ছি না। সৃষ্টিকর্তা আমাদের জ্ঞান দান করুন, সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। ( আমিন)//

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

বিজন শররমা বলেছেন:

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩০

এ আর ১৫ বলেছেন: ঘরে মুর্তি থাকলে কি নামাজ হয় যারা এই প্রশ্ন করেছেন তার উত্তর নিচের লিংকে আছে -- আল্লাহ তালার কোন আকৃতি নাই সুতরাং তাকে দেখা যায় না

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

মাঘের নীল আকাশ বলেছেন: আমলে আমলে সয়লাব...!

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

হোসাইন-ই বলেছেন: এ রকম জায়গায় নামাজ হবে কি?...
আমার মনে হয় হবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.