নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ আলম

খালিদ আলম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনে মিয়ানমারকে কড়া প্রতিবাদ!! সরব তুরস্ক

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

আরাকানে রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা অভিযানের নামে আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমার সামরিক বাহিনীর হেলিকপ্টার বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত কয়েকদিনে তিন দফায় মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে।

মিয়ানমারে চরম দমন ও নির্যাতনের শিকার হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে সীমান্তে জড়ো হয়েছে। এর মধ্যে উখিয়া সীমান্তে জড়ো হওয়া রোহিঙ্গাদের উপর দিয়ে উড়ে যায় মিয়ানমারের সামরিক বাহিনীর হেলিকপ্টার। এর আগে গত ২৬ অগাস্ট বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছিল মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

মিয়ানমারে মুসলমানদের উপর নির্যাতনের পাশাপাশি এবার হিন্দুদের উপরও নির্যাতন চালানো হচ্ছে। মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসছে শত শত হিন্দু পরিবার। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের নিবাস রাখাইন রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে
জাতিসংঘের হিসাব মতে গত এক সপ্তাহে প্রায় ৪০ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে।

এরদোগানের হুশিয়ারি : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন, নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের চলমান সহিসংতার মধ্যে নিঃসঙ্গ ছেড়ে দিতে পারি না। বুধবার আঙ্কারার প্রেসিডেন্ট ভবনে এক বৈঠকে এরদোগান বলেন, রাখাইনে আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে তুরস্ক। তিনি বলেন, ‘এ ব্যাপারে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা হয়েছে এবং মিয়ানমারকে চাপ দেয়ার আহ্বান জানানো হয়েছে।’

রাখাইন রাজ্যে বিরাজমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাংলাদেশের রাষ্ট্রপতিকে এরদোগানের টেলিফোন করেন তিনি বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিরাজমান পরিস্থিতি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর দেশটির সেনাবাহিনীর চালানো নিপীড়ন ও অভিযানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

ত্রিকোণমিতি বলেছেন: মিয়ানমার রে উড়াইয়া দিমু,,,
'কিম' ভাইয়ের সাথে কথা হইছে...... মিশাইল রেডি করতাছে :P

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯

বাকরখানি বলেছেন: শিরোনাম পৈড়া মনে হৈসিল বাংলাদেশের উপ্রে হেলিকপ্টার উড়নের প্রতিবাদ কর্সে তুর্কীরা।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৮

রিমন সাঁই বলেছেন: মিয়ানমারকে উপযুক্ত জবাব দেয়া উচিৎ .....!!! প্রয়োজনে সামরিক হামলার হুমকি।
সীমা লঙ্ঘন সংক্রান্ত বিষয়ে, আমি উত্তর কোরিয়া পন্থি.../

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২১

কুকরা বলেছেন: মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসছে শত শত হিন্দু পরিবার !!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

খালিদ আলম বলেছেন: আগের পোসট টি পরুন.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.