![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের নষ্ট রাজনীতির নোংরা আক্রমনে নষ্ট হয়ে গেছে দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এদেশের অনেক সম্ভাবনার অপঃমৃত্যু ঘটেছে, অনেক সম্ভাবনা গলা টিপে খুন করেছেন আমাদের সম্মানিত রাজনীতিবিদরা শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতে গিয়ে.......
বিশ্বমঞ্চে দেশের একমাত্র মাথা তুলে দাড়ানোর যায়গা ক্রিটাঙ্গনকে কলঙ্কিত ও ধ্বংস করতে ২০১১ বিশ্বকাপ এর পর থেকেই দেশি-বিদেশী চক্র উঠে পড়ে লাগে..........দেশের ক্রিকেটাঙ্গনের উন্নয়নে গত ৩-বছরে লক্ষ্যনীয় কোন পদক্ষেপ বিসিবিকে নিতে দেখা যায়নি....এমনকি T20 বিশ্বকাপ লক্ষ্য করে কক্সবাজারে স্টেডিয়াম বানানোর পরিকল্পনাও আলোর মুখ দেখেনি.......সর্বস্তরে সমন্বয়হীনতা ও অদক্ষ ব্যবস্থাপনার প্রভাব পড়ছে দেশের ক্রিকেটে.........যার প্রমান গত ১ বছরে আন্তর্জজাতিক অঙ্গনে ক্রিকেটারদের পারফরমেন্সে.....আইপিএল এর আদলে বিপিএল এর মত অর্থকারী আয়োজনেই ক্রিকেটের কর্তাব্যক্তিরা ব্যস্ত.........নামকাওয়াস্তে জাতীয় লিগ নামের একটা টুর্নামেন্ট চালানো হয়.......অন্যদিকে বোর্ড কর্তাব্যক্তিদের আত্মীয়-স্বজনদের ক্রিকেট দলে যায়গা অক্ষুণ্ন রাখতে আশরাফুল-সাকিবদের শূলে চড়ানো এখন খুব সাধারণ ব্যাপার.........সাকিব-আশরাফুল অবশ্যই নির্দোষ নয়......কিন্তু শাস্তির ধরণ ও তাদের সাথে সংশ্লিষ্টদের বারবার পার পেয়ে যাওয়া, এ সকল ঘটনায় ক্রিকেট সংশ্লিষ্টনয় এমন ব্যক্তিদের হস্তক্ষেপ, দেশের মহামান্য সাংবাদিক বাবাজীদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে নিরলস নোংরা প্রচারনায় সংকিত হতে বাধ্য হচ্ছি.........এ দেশের ক্রিকেটের মেরুদন্ড ভেঙ্গে যেতে হয়তো আর খুব বেশি সময় লাগবে না।
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:১৭
সৈকত (কচ্ছপ) বলেছেন: আপনে মুড়ি খান আর ভারতীয় চ্যানেলে সিরিবাল দেখেন।
২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:২৬
হাদী নয়ন বলেছেন: সব চলে যাচ্ছে নষ্টদের হাতে।পাপন গং শেষ করে দিবে আমাদের ক্রিকেট।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৪
হরিণা-১৯৭১ বলেছেন: ক্রিকেট আমাদের খেলা নয়, উহাকে নিয়ে এত হাউকাউ ভালো লাগে না।