নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরের বাড়ির পিঠা খাইতে বড়ই মিঠা ।

কিরকুট

আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।

কিরকুট › বিস্তারিত পোস্টঃ

ফোকাস অন ইয়োর ঔন বিজনেস

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯









সম্পূর্ণ ন গ্ন এক ব্রিটিশ নারী চাইনিজ ড্রাইভারের টেক্সিতে উঠলো। ড্রাইভার বারবার নারীটির দিকে তাকাচ্ছে, তার পুরো শরীর দেখছে। নারীটি একটু ভীত হয়ে জানতে চাইলো, "তুমি কি কখনো ন গ্ন নারী দেখোনি? এভাবে তাকাচ্ছো কেন?"

চাইনিজ ড্রাইভার বললো, "ম্যাডাম, আমি তোমাকে দেখছি না, লক্ষ্য করছি যে তোমার শরীরে বা সাথে কিছুই নেই, তাহলে তুমি আমার টেক্সি ভাড়াটা দেবে কি করে?"

মোরাল অব দ্যা স্টোরি হইলো, সিচুয়েশন যাই হোক, ফোকাস অন ইয়োর ঔন বিজনেস। ওই নারীর সৌন্দর্য দেখার চেয়েও তোমার গাড়িভাড়া পাওয়ার নিশ্চয়তা জরুরী। নিজের ফোকাস অন্য কোনকিছুর জন্য সরাইছো তো ম র ছো।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৮

কামাল১৮ বলেছেন: আমাদের ফোকাস এখন রাষ্ট্রে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করা। এখান থেকে আমরা সরছি না।সবাইকে ওহাবী বানিয়ে ছাড়বো ইনশাল্লা।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪০

কিরকুট বলেছেন: মনে থাকে যেনো । পড়ে না আবার দেখি পালটি মারছেন ।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কী কী বিষয়, বা কোন বিষয়ের উপর ফোকাস দেয়া উচিত বলে মনে করেন?

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৯

কিরকুট বলেছেন: যার যার ফোকাস তার তার বিষয় । এই যেমন ধরুন আমার ফোকাস শান্তিময় জীবন যাপন করা । হেঁসে খেলে সুখে দুঃখে পার করে দেয়া ।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আমার ফোকাস হচ্ছে নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠা করা ।
সারা দেশকে জাদুঘর দিয়ে ভরে দেওয়া হবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪১

কিরকুট বলেছেন: কালেকশান শুরু করে দিন ।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৭

জ্যাকেল বলেছেন: আফসোস লীগের জ্বালা দেখে বড্ড মজা লাগে। হেঃ হেঃ হেঃ

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৮

কিরকুট বলেছেন: আপনার কি চোখ উঠছে ? সব দিকেই লীগ দেখেন ।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৪

নতুন বলেছেন: চাইনিজরা আসলেই এমন ভাবে নিজেদের ব্যবসাটা বোঝে তাই তারা বিশ্বে এই অবস্থানে আছে।

বাঙ্গালীদের নেই কাজ তো খই ভাজ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১২

কিরকুট বলেছেন: বাংগালী গপ্প দিতে পছন্দ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.