![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার দেশের উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।
বাংলাদেশে আগ্নেয়গিরি আছে কি না—এই প্রশ্নটি অনেকের মনেই আসে, বিশেষ করে ভূগোল বা প্রকৃতিপ্রেমী মানুষদের। যেহেতু বিশ্বজুড়ে আগ্নেয়গিরি বিস্ফোরণের ভয়াবহ চিত্র আমাদের চোখে পড়ে, তাই স্বাভাবিকভাবে আমরা জানতে চাই: আমাদের দেশ কি এমন কোনো প্রাকৃতিক ঝুঁকির মধ্যে আছে?
সংক্ষিপ্ত উত্তর:
বাংলাদেশে বর্তমানে কোনো সক্রিয় (Active) কিংবা নিদ্রিত (Dormant) আগ্নেয়গিরি নেই। তবে অতীতে ভূ-তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কিছু আগ্নেয় কার্যকলাপের চিহ্ন পাওয়া গেছে।
আগ্নেয়গিরি কীভাবে তৈরি হয়?
আগ্নেয়গিরি সাধারণত টেকটোনিক প্লেটের সীমানায়, যেখানে একটি প্লেট অন্যটির নিচে চলে যায়, সেই জায়গায় সৃষ্টি হয়। এই ধরনের প্লেট সংঘর্ষের ফলে ভূপৃষ্ঠের নিচে গলিত শিলা বা ম্যাগমা চাপের কারণে উপরে উঠে এসে বিস্ফোরণের মাধ্যমে লাভা, ছাই ও গ্যাস বের করে দেয়—এটাই আগ্নেয়গিরি।
বাংলাদেশের টেকটোনিক অবস্থান
বাংলাদেশের অবস্থান ভারতীয় ও বার্মা প্লেটের সংযোগস্থলে, যা ভূকম্পনের জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু এই প্লেট সীমানা আগ্নেয়গিরির সৃষ্টি করার মতো সক্রিয় নয়। তাই বাংলাদেশে এখনো কোনো আগ্নেয়গিরির সৃষ্টি হয়নি।
আগ্নেয় শিলার অস্তিত্ব: পার্বত্য চট্টগ্রামে ইতিহাস
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে বান্দরবান ও খাগড়াছড়ি এলাকায় কিছু আগ্নেয় শিলা (igneous rock) পাওয়া গেছে। যেমন:
ব্যাসল্ট (Basalt)
ট্র্যাপ শিলা (Trap rocks)
এই শিলাগুলো প্রমাণ করে, বহু লক্ষ বছর আগে ওই এলাকায় আগ্নেয় কার্যকলাপ ঘটে থাকতে পারে। তবে এগুলো এখন সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়।
তাহলে কি আগ্নেয়গিরির ঝুঁকি নেই?
বর্তমানে কোনো আগ্নেয়গিরি নেই বলেই চূড়ান্তভাবে বলা যায় না যে ভবিষ্যতে কখনো হবে না। তবে বিজ্ঞানীরা মনে করেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী আগ্নেয়গিরির ঝুঁকি অত্যন্ত কম।
বাংলাদেশ এখনো আগ্নেয়গিরি মুক্ত একটি দেশ। যদিও পার্বত্য অঞ্চলে আগ্নেয় শিলার অস্তিত্ব অতীতের কিছু ভূতাত্ত্বিক ঘটনার সাক্ষ্য দেয়, তবুও বর্তমানে আমরা কোনো সক্রিয় আগ্নেয়গিরির আওতায় নেই। তবে ভূমিকম্পের ঝুঁকি আছে, তাই সচেতনতা ও প্রস্তুতি থাকা অত্যন্ত জরুরি।
২| ২৬ শে জুলাই, ২০২৫ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: জানলাম।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম।