নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরের বাড়ির পিঠা খাইতে বড়ই মিঠা ।

কিরকুট

আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার দেশের উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।

কিরকুট › বিস্তারিত পোস্টঃ

মুর্শিদাবাদের মাটির নিচে লুকিয়ে থাকা কোটি বছরের কাহিনি

২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:২৭




আমরা মুর্শিদাবাদ বললেই নবাব সিরাজ, পলাশীর যুদ্ধ আর গৌড়ের ইতিহাস মনে করি। কিন্তু এই জেলার মাটির নিচে লুকিয়ে আছে এক বিশাল প্রাগৈতিহাসিক অধ্যায় যেখানে রয়েছে আগ্নেয়গিরির লাভা, সমুদ্রের উথান পতন, প্রাচীন মানুষের বসতি এবং জীবাশ্মের বিস্ময়কর গল্প।

যখন মাটির বুক ফুঁড়ে বেরিয়েছিল আগুন

আজ থেকে প্রায় ১৯ কোটি বছর আগে, মেসোজোয়িক যুগে, জলঙ্গির আশপাশে তৈরি হয়েছিল বিশাল লাভার আস্তরণ। পরবর্তী সময়ে, ১৪ কোটি বছর আগে, মুর্শিদাবাদের উত্তর-পশ্চিমে ঘটে ভয়াবহ অগ্ন্যুৎপাত। এই লাভা জমাট বেঁধে তৈরি করে রাজমহল ট্র্যাপ, যা ক্লে মিশ্রিত ব্যাসল্ট পাথরে গঠিত। প্রায় ১৩ কোটি বছর আগে জলঙ্গির তীরে প্রথম চর দেখা দেয় যা ছিল নতুন ভূমির জন্মের সূচনা।

সমুদ্রের উত্থান ও পতন এবং নতুন ভূখণ্ডের সৃষ্টি

প্রাচীন যুগে সমুদ্র বারবার উঠে এসে এই অঞ্চলকে ঢেকে দিয়েছে, আবার সরে গিয়েও নতুন নতুন ভূমি তৈরি করেছে।

৭ কোটি বছর আগে, জলঙ্গির নিচে ১০৪০ ফুট গভীরে চুনাপাথর ও বেলেপাথরের স্তর জমা হয়েছিল।

৩ থেকে দেড় কোটি বছর আগে, মুর্শিদাবাদ সম্পূর্ণ সমুদ্রের নিচে ডুবে ছিল।

পরে সমুদ্র সরে গেলে পলাশী ও দেবগ্রাম এলাকায় পলি জমতে শুরু করে এবং ধীরে ধীরে মুর্শিদাবাদ স্থলভাগে রূপ নেয়।

কর্ণসুবর্ণের জন্মকথা

আজকের রাঙামাটি চাঁদপাড়া, যা এককালে রাজা শশাংকের রাজধানী কর্ণসুবর্ণ নামে পরিচিত ছিল, গড়ে ওঠে প্রায় ৫০ লক্ষ বছর আগে। এর মাটি তৈরি হয়েছিল রেডরাফ ও ল্যাটেরাইট ক্লে দিয়ে।

প্রাচীন মানুষের আগমন

রাজমহল পাহাড় থেকে নেমে আসা নদীগুলির ধারে গুমানী, পাগলা, দ্বারকা, ব্রাহ্মণী, ময়ূরাক্ষি, অজয়, কোপাই মানুষের প্রথম বসতি গড়ে ওঠে। তখনকার বাসিন্দারা ছিলেন অস্ট্রিক ও কোল ভাষাভাষী জনগোষ্ঠী। এদের মধ্যেই ছিল পিথেকানথ্রোপাস, যাদের আত্মীয় প্রাচীন চীনের পিকিং মানব। পরে দ্রাবিড় জনগোষ্ঠী এসে এই অঞ্চলে মিশে যায় এবং নতুন সমাজ গড়ে ওঠে।

জলহস্তীর জীবাশ্ম এক অভুতপূর্ব আবিষ্কার

১৯৯৫ সালে বেলডাঙ্গার মাড্ডা গ্রামে খাল খোঁড়ার সময় পাওয়া যায় এক বিশাল জলহস্তীর মাথার খুলি, যা প্রায় ২০ হাজার বছরের পুরোনো। আশ্চর্যের বিষয়, মাড্ডা নামের অর্থই হলো জলের গরু যা অস্ট্রিক ভাষার আমআড্ডা শব্দ থেকে এসেছে।

বঙ্গ নাম কোথা থেকে এলো?

বঙ্গ শব্দের উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে। অনেকের মতে, এটি এসেছে সাঁওতাল, কোল , মুন্ডাদের দেবতা বোঙ্গা থেকে। আবার ভাষাচার্য সুকুমার সেন মনে করেন, বঙ্গ অর্থ তুলা উৎপাদনকারী দেশ, যদিও তুলার চাষ শুরু হয় আরও অনেক পরে।

গৌড় থেকে মুর্শিদাবাদ

একসময় এই অঞ্চলকে বলা হতো উত্তর লাঢ়ম, পরে গৌড়দেশ নামে পরিচিত হয়। রাজা শশাংকের শাসনামলে রাজধানী ছিল কর্ণসুবর্ণ। পাল আমলে গড়ে ওঠে মহীপাল নগর। অবশেষে ১৭০৪ সালে মুর্শিদকুলি খাঁর নাম অনুসারে মুর্শিদাবাদ নামকরণ করা হয়।

অতীতের আড়ালে বিস্ময়কর ধনভাণ্ডার

আজ আমরা মুর্শিদাবাদকে নবাবি ঐতিহ্যের জন্য চিনি, কিন্তু এই ভূমির প্রতিটি স্তরে লুকিয়ে আছে ২০ কোটি বছরের ভূগর্ভস্থ ইতিহাস। আগ্নেয়গিরির লাভা, সমুদ্রের ঢেউ, নদীর জন্ম, প্রাচীন মানুষের পদচিহ্ন আর জলহস্তীর জীবাশ্ম সব মিলিয়ে এই অঞ্চল এক অমূল্য গবেষণার খনি।

সুত্রঃ

০১। B. Biswas & S. Sengupta (1973) – Geological Survey of India এর গবেষণা পত্র, যেখানে রাজমহল ট্র্যাপ ও মেসোজোয়িক লাভা স্তর সম্পর্কে বিশদ তথ্য রয়েছে।
০২। Nihar Ranjan Ray (Bangalar Itihas: Adi Parba) – ‘বঙ্গ’ নামের উৎপত্তি, প্রাচীন গঙ্গারিডি রাজ্য ও কর্ণসুবর্ণ সম্পর্কিত ঐতিহাসিক তথ্য।
০৩। Atul Sur (Ancient Bengal) – প্রাগৈতিহাসিক বঙ্গ ও অস্ট্রিক ভাষাভাষী গোষ্ঠীর বিষয়ে গবেষণা।
০৪। Sukumar Sen (Bhashacharchar Itihas) – ‘বঙ্গ’ শব্দের ভাষাগত বিশ্লেষণ।
০৫। Geological Survey of India (Records & Memoirs) – মুর্শিদাবাদ অঞ্চলের ভূতাত্ত্বিক স্তর, চুনাপাথর, বেলেপাথর ও প্লাইস্টোসিন মাটি সম্পর্কে তথ্য।
০৬। Indian Anthropological Studies – অস্ট্রিক ও কোল ভাষাভাষী প্রাচীন জনগোষ্ঠী এবং নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কিত গবেষণা।
০৭। ১৯৯৫ সালের বেলডাঙ্গা মাড্ডা গ্রামের জলহস্তীর জীবাশ্ম আবিষ্কার সংক্রান্ত স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন ও পরবর্তী গবেষণা নিবন্ধ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাহ্ চমৎকার বিষয় নিয়ে চমৎকার ভাবে লিখেছেন।

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:০৭

কিরকুট বলেছেন: রাজনীতি নিয়ে লিখতে আর ভালো লাগে না । তাই এইসবে মন দিলাম । বিভিন্ন জায়গা থেকে তথ্য একট্টা করে ছাপিয়ে দিলাম । ব্যাস । সহজ ও কম বুদ্ধিবৃত্তিক কর্মকান্ড ।

২| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৪১

ইপিআর সৈনিক বলেছেন:




আপনার পড়ালেখা কোন বিষয়ে?

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:১০

কিরকুট বলেছেন: সাধারন বিএ পাশ

৩| ২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: ভালো লেগেছে পড়ে।

২৮ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:১০

কিরকুট বলেছেন: ধন্যবাদ ।

৪| ২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৫

ইপিআর সৈনিক বলেছেন:



জিওলোজী ও অন্যান্য সায়েন্স এই ব্লগে চলার কথা নয়; জাতির দরিদ্র শ্রেণীর আর্থিক সমস্যা ও টিকে থাকার সংগ্রাম নিয়ে লিখতে পারেন কিনা দেখেন।

৫| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ১১:৩২

শায়মা বলেছেন: অনেক ভালো লাগলো ভাইয়া। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.