নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরের বাড়ির পিঠা খাইতে বড়ই মিঠা ।

কিরকুট

আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার দেশের উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।

কিরকুট › বিস্তারিত পোস্টঃ

নারীর জীবন: লড়াই করাটাই যেন তার স্বাধীনতা

১২ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৫




বাংলাদেশে মেয়ে হয়ে জন্ম নেওয়া মানে জীবনের শুরু থেকেই অসংখ্য অদৃশ্য বাধা অতিক্রম করা। ধনী বা গরিব পরিস্থিতি আলাদা হলেও মূল চ্যালেঞ্জগুলো প্রায় একই।

নারীদের জন্য সমাজে শালীন ও সভ্য হওয়ার একটি পূর্বনির্ধারিত কাঠামো আছে। এই কাঠামোর বাইরে পা রাখলেই শুরু হয় সামাজিক আদালত যেখানে বিচারক সবাই, কিন্তু ন্যায়বিচার নেই। পরিসংখ্যান বলে ব্র্যাকের ২০২৩ সালের এক জরিপে দেখা গেছে, ৭৮% নারী জানিয়েছেন তারা পোশাক বেছে নেওয়ার সময় চারপাশের মানুষের প্রতিক্রিয়া নিয়ে ভাবেন এবং ভয় পান ।

আগে স্কুল বা কলেজের সামনে মৌখিক হয়রানি ছিল স্বাভাবিক দৃশ্য, এখন একই মানসিকতা চলে এসেছে অনলাইনে, আরও মারাত্মক ভাবে। বাংলাদেশে ২০২৪ সালের সাইবার ক্রাইম ডেটা অনুযায়ী, অনলাইনে হয়রানির শিকারদের মধ্যে ৭০% নারী।

যখন কোনো নারী যৌন সহিংসতার শিকার হন, অপরাধীর শাস্তি দাবির বদলে ভিক্টিমের অতীত, পোশাক বা জীবনধারা নিয়ে আলোচনা শুরু হয়। বাংলাদেশ মহিলা পরিষদের রিপোর্ট (২০২৩) অনুযায়ী, গত বছরে নথিভুক্ত ধর্ষণ মামলার মাত্র ৩% এ অপরাধীর শাস্তি হয়েছে।

নারীর শরীর নিয়ে মন্তব্য এখানে একধরনের বিনোদন হয়ে দাঁড়িয়েছে। কেউ ওজন বাড়ালে বা কমালে, গঠন বদলালে সংবাদ, গসিপ, মন্তব্য সব শুরু হয়। WHO এর মতে, বিশ্বে ৪০% নারী জীবনের কোনো না কোনো সময়ে বডি শেইমিংয়ের শিকার হন। বাংলাদেশে এ নিয়ে সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই, তবে অনলাইন জরিপে ৮২% নারী বলেছেন, তারা শরীর নিয়ে নেতিবাচক মন্তব্য শুনেছেন।

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় প্রায়ই দেখা যায় প্রচলিত গড়নের বাইরে থাকা নারীরা জয়ী হচ্ছেন। এটা প্রমাণ করে সৌন্দর্য মানে কেবল শারীরিক মাপ নয়, বরং আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও দক্ষতার সমন্বয়।

নারীদের প্রতি সামাজিক ও সাংস্কৃতিক বাধা মানে দেশের অর্ধেক জনগোষ্ঠীর শক্তি অব্যবহৃত রাখা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের লিঙ্গ বৈষম্য প্রতিবেদন ২০২৪ এ বাংলাদেশ ১৪৬ দেশের মধ্যে ৫৯তম স্থানে, কিন্তু অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ এর সূচকে স্থান ১৪২। এর মূল কারণ নারীর কর্মক্ষেত্রে প্রবেশে সামাজিক বাধা।

নারীর প্রতি সম্মান কোনো অতিরিক্ত সুবিধা নয় এটি মৌলিক মানবাধিকার। নারীকে ছোট করা মানে আসলে পুরো সমাজের আকার ছোট করে দেওয়া। সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত হলেই উন্নয়ন বাস্তবে সম্ভব হবে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: নারীর মুক্তি বা স্বাধীনতা শুধু সুযোগ পাওয়ার নাম নয়, বরং প্রতিদিনের লড়াইয়ের মধ্য দিয়েই তার অস্তিত্বের স্বীকৃতি হয়।

১২ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০৯

কিরকুট বলেছেন: আমরা কি পারিনা নারীর জীবন কে দুর্বিষহ না করে সহজ করে দিতে।

২| ১২ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৭

বিজন রয় বলেছেন: বর্তমান বাংলাদেশে শুধু পুরুষ জন্ম নিক আর তারা যেন হুজুর হয়।

১২ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০৬

কিরকুট বলেছেন: আপনি বড্ড নিষ্ঠুর। একবারো আমাদের কথা ভাবলেন না। পেছন্ থাকবে?

৩| ১২ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:২৮

জুল ভার্ন বলেছেন: অন্তত বাংলাদেশে নারীর জীবন মানেই- লড়াই করে বেঁচে থাকা।
তবে লড়াইটা শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং নিজের অধিকার আদায়, যোগ্যতা প্রমাণ আর সম্মান কুড়ানোর জন্য।
মেয়েটা গ্রামে হোক বা শহরে-
শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা, এমনকি দৈনন্দিন যাতায়াতেও তাকে লড়াই করতে হয়। কখনও সামাজিক রীতির সঙ্গে, কখনও পরিবারের বাধার সঙ্গে, কখনও কর্মক্ষেত্রের বৈষম্যের সঙ্গে।

তবুও-
আমাদের নারীরা থেমে নেই।
তারা এগিয়ে যাচ্ছে, হোঁচট খাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে।
কারণ, এই লড়াই শুধু তার নিজের নয়- আগামী প্রজন্মের পথ আরও উজ্জ্বল করে দেওয়ার লড়াই।
নারীর লড়াই মানেই পরিবর্তনের সূচনা।

১২ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

কিরকুট বলেছেন: একদম ঠিক বলেছেন—নারীর প্রতিটি সংগ্রামই আগামী প্রজন্মের জন্য পরিবর্তনের বীজ বপন করে।

৪| ১২ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬

বিজন রয় বলেছেন: আমি তো নিষ্ঠুর হতে চাই নাই, এই সমাজ আমাকে নিষ্ঠুর করেছে।

কেন, টি এস সি তে নারী মূর্তি ঝুলিয়ে তাকে বেশ্যা বলা হয় নাই?

১২ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

কিরকুট বলেছেন: কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়।
তাই বলে কি কাকুর রে কামড় মানুষের শোভা পায়।

৫| ১২ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৩১

কামাল১৮ বলেছেন: পুরুষই মুক্ত না,নারী তো দুরকা বাত।নারী পুরুষ উভয়েই শোষিত।অতিরিক্ত নারী পুরুষ কতৃত শোষিত।

১৩ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:১৪

কিরকুট বলেছেন: সকল অন্যায় অবিচার থেকে সমাজ মুক্তি পাক ।

৬| ১৩ ই আগস্ট, ২০২৫ রাত ১:৪৭

লোকমানুষ বলেছেন: পোশাক, শরীর, জীবনধারা—সবকিছুতেই বিচার চলে, কিন্তু অপরাধীর নয়, ভিক্টিমের। এই মানসিকতা বদলানো জরুরি। নারীর প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়ন শুধু কাগজে থাকবে, বাস্তবে নয়।

১৩ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:১৫

কিরকুট বলেছেন: আগে মানসিকতার উন্নয়ন দরকার । কেবল মাত্র পুরুষের নয় নারীরও । কারন ৬০ ভাগ নারীই নারী দ্বারা শোষিত ।

৭| ১৩ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: যুগ যুগ ধরে নারীদের নিয়ে শুধু বড় বড় কথা বলা হচ্ছে। ফলাফল শূন্য।

১৩ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:১৬

কিরকুট বলেছেন: সঠিক কথা কিন্তু তাই বলে আলোচনা বন্ধ করা যাবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.