নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরের বাড়ির পিঠা খাইতে বড়ই মিঠা ।

কিরকুট

আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার দেশের উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।

কিরকুট › বিস্তারিত পোস্টঃ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ: প্রশ্ন নয়, গর্ব ও চেতনার উত্তরাধিকার

২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০৯

১৯৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে কোন প্রশ্ন করা যাবে না, এই বাক্যটি অনেকের কানে অদ্ভুত শোনাতে পারে। গণতন্ত্রে প্রশ্ন করা তো নাগরিকের অধিকার , তাহলে কেন মুক্তিযুদ্ধের মতো একটি ঐতিহাসিক ঘটনা নিয়ে প্রশ্ন তুলতে নিষেধ করা হচ্ছে ।

এর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসে, অনুভব করতে হবে সেই বেদনাদায়ক দিনগুলোর ভয়াবহতা এবং উপলব্ধি করতে হবে এ জাতির জন্ম কেমন রক্তঝরা পথ পেরিয়ে হয়েছে।

মুক্তিযুদ্ধঃ একটি জাতির জন্ম
১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নিয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি, বাংলাদেশ। পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর নির্যাতন, গণহত্যা, ধর্ষণ, গ্রাম-নগর ধ্বংস এই সবকিছু পেরিয়ে দেশের লাখ লাখ মানুষ নিজের জীবন দিয়ে তৈরি করেছে একটি স্বাধীন ভূখণ্ড।

এ যুদ্ধ ছিল অস্তিত্বের, ছিল ন্যায়ের। এখানে প্রশ্ন নেই, এখানে কেবল উত্তরাধিকার রয়েছে গৌরবের, আত্মত্যাগের, আর জাতীয় চেতনার।

প্রশ্ন নয়, অপপ্রচার রুখে দাঁড়ানো জরুরিঃ
প্রশ্ন, শব্দটি যখন ইতিহাসচর্চায় আসে, তখন তা গবেষণা, অনুসন্ধান, ও বিশ্লেষণের হাতিয়ার হয়। কিন্তু মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 'প্রশ্ন' অনেক সময় আরেকটি রূপ নেয় অস্বীকার, বিকৃতি, কিংবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের হাতিয়ার হয়ে ওঠে।

যখন কেউ প্রশ্ন তোলে, মুক্তিযুদ্ধ কি আদৌ প্রয়োজন ছিল? কিংবা এত মানুষ আসলেই মারা গিয়েছিল, তখন এটি আর ইতিহাসচর্চা থাকে না, বরং শহীদদের আত্মত্যাগে সরাসরি আঘাত হয়ে দাঁড়ায়। তখনই বলা হয়, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা যাবে না।

মুক্তিযুদ্ধ, কোনো বিতর্ক নয়, এক আদর্শঃ
মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলা মানে কি আমরা বলছি সেই মা'দের কষ্টকে মিথ্যা প্রমাণ করতে চাই, যাঁদের চোখের সামনে সন্তান শহীদ হয়েছিল না কি সেই নারীকে অস্বীকার করতে চাই, যিনি পাকিস্তানি সেনাদের বর্বরতার শিকার হয়েছিলেন । না, তা হতে পারে না।
তাই যখন বলা হয় মুক্তিযুদ্ধ প্রশ্নাতীত, তখন সেটা কোনো কর্তৃত্ববাদী অবস্থান নয় বরং ইতিহাসের রক্তচিহ্নিত সত্যকে রক্ষার একটি জাতিগত দায়।

প্রজন্ম বদলায়, ইতিহাসচর্চার ধরণও বদলায়। তবে এমন কিছু সত্য আছে যা প্রশ্নের ঊর্ধ্বে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সেই সত্যগুলোর একটি।

আমরা প্রশ্ন করতে পারি কিভাবে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন হবে, কিভাবে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়া যাবে।

কিন্তু আমরা প্রশ্ন তুলতে পারি না মুক্তিযুদ্ধের যৌক্তিকতা, তার প্রয়োজনীয়তা, মৃতের সংখ্যা, ধর্ষিতের সংখ্যা কিংবা তার সত্যতাকে নিয়ে।

কারণ, এ যুদ্ধ ছিল আমাদের অস্তিত্বের, এই ইতিহাস আমাদের আত্মপরিচয়ের।

এটা প্রশ্ন নয়, এটা আমাদের চেতনা।

মন্তব্য ১৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার লিখেছেন।

২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪৭

কিরকুট বলেছেন: চমৎকার লিখে লাভ কি? এরা যেই লাউ সেই কদু।

২| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: ফজলুর রহমান কট =p~

২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪৮

কিরকুট বলেছেন: প্রকৃতি শুধু একজনের জন্য কুয়া বানায় না।

৩| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১১:১৬

কামাল১৮ বলেছেন: সমন্বয়করা বর্তমান প্রজন্মকে অন্দকার্ ঠেলে দিচ্ছে।

২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১১:২৩

কিরকুট বলেছেন: এখন আর সমন্বায়ক বলে কিছুই নাই। ধান্দাবাজ আছে।

৪| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১১:১৭

কামাল১৮ বলেছেন: @ সৈয়দ,বগল বাজান।

২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১১:২৩

কিরকুট বলেছেন: আজ উনি বাজাবে কাল অন্যকেউ। বগল কিন্তু বাজতেই থাকবে।

৫| ২৭ শে আগস্ট, ২০২৫ রাত ৩:৪২

নিমো বলেছেন: তবে দুই হাজার বলাটা বেমানান, ৩ লক্ষ্য হইলে হিসাবে মিলে মোটামুটি। ৩০ লক্ষ্য কেমন জানি বেখাপ্পা লাগে এই বক্তব্যটা ব্লগে রেখেছেন জনৈক পুরানমানব। এটাই প্রশ্নের আসল উদ্দেশ্য, যা ব্যারিস্টার ফুয়াদ, ইসহাক দারও বলতে চান। ব্লগের বাকী গুপ্ত,ছুপা, লুঙ্গি জা-শিরাও চিনির প্রলেপ দিয়ে এটাই বলতে চান। উনাদের বলি দিল পরিস্কার করেন। যতই চেষ্টা করেন পাকিস্তানের গণহত্যার দায় থেকে মুক্তি ঘটবে না।

২৭ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৪১

কিরকুট বলেছেন: যেখানে খোদ ফাকিস্তানি জেনারেল বলছে ১২ থেকে ১৮ লাখ সেখানে আপনার ৩০ লাখে কি কারনে অসস্তি লাগে?

৬| ২৭ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:১৭

রাজীব নুর বলেছেন: সামুতে থাকবে শুধু মুক্তিযুদ্ধের পক্ষের লোক।
৭১ এর পরাজিত শক্তি সামুতে থাকতে পারবে না।

২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩৯

কিরকুট বলেছেন: ডেমক্রেসি তা বলে না। ৭১ এর পরাজিত শক্তি কে বিচারের আওতায় এনে তাদের কে শুকরের গর্তে ঢুকিয়ে রাখতে হবে।

৭| ২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মুক্তিযুদ্ধ অবশ্যই গর্বের কিন্তু তা নিয়ে ভারতীয় দালালদের ব্যবসা করতে দেওয়া হবেনা।

২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩৭

কিরকুট বলেছেন: ভালো কথা ভারতীয় দালালদের ব্যবসা করতে দেবেন না। এটা তো সুখবর। কিন্তু ফাকিস্তানি গুখোর গুলা রে যে ফ্রী ভিসায় ঢুকাচ্ছে তার বেলায় কি?

৮| ২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০৫

সপ্তম৮৪ বলেছেন: দেশে যে এতো পাকিমনা রাজাকারের ছানাপোনা আছে তাদের মানবাধিকারের কথা ভাববেন না, তাইলে তো আপনি ফেসিস্ট।
আদিলুর , ফটো শহিদুল , মাহমুদুচুর রহমান , আসিফ নজরুল এইসব মেধাবী মানবদের এবং তাদের ভক্তদের যে জ্ঞান তাদের জ্ঞানের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস বীরত্ব সব তুচ্ছ। তাঁরা যা বলেন সেটাই সঠিক।

২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪৩

কিরকুট বলেছেন: হ্যাঁ, বুঝেছি! মুক্তিযুদ্ধ, শহীদের রক্ত, মানুষের আত্মত্যাগ সবই নাকি গৌণ। আসল ইতিহাস তৈরি হয় আদিলুর, ফটো শহিদুল, মাহমুদুর রহমান আর আসিফ নজরুলদের ফেসবুক পোস্টে। তাঁরা যা বলেন, সেটাই চূড়ান্ত সত্য। মানে, ১৯৭১-এ মুক্তিকামী মানুষরা হয়তো ভুল করে রণক্ষেত্রে গিয়েছিল, আসলে তাঁদের উচিৎ ছিল এইসব মেধাবী মানবদের অনুমতি নিয়ে যুদ্ধ করা! /:)

৯| ২৮ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.