![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার দেশের উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।
আপনি কি কখনো মানুষের গর্ভ থেকে বিড়াল জন্ম নিতে দেখেছেন বা কুকুরের গর্ভে মানুষের জন্ম? দেখেন নি তো। তাহলে পুরো দেশ টা এখন ইসলামিক উগ্রবাদী জনগোষ্ঠীর হাতে বন্দী, এই অবস্থা আপনি বাংলাদেশের যেকোনো ক্ষেত্রে যেকোনো নির্বাচন দেন দেখবেন ওই শিবির বা জামায়াতে সমর্থিত দলই জিতবে।
আজ থেকে ৪০/৫০ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চা হতো। গত ৩০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান ধারাবাহিকভাবে খারাপ থেকে খারাপের কাতারে। অবশ্য আমার কাছে এই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েশনের ১ এবং পোস্ট গ্রাজুয়েশনের ৩ টা সনদ রয়েছে। তাতে কি, চোখের সামনে যা দেখছি সেটা এড়াবো কি করে।
এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে গবেষণা নেই বললেই চলে। এই বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা নামক জিনিস কি সেটা বুঝে না। হাসিনা আমলে পা চাটা লোক যেমন ভিসি হতো এখন আবার ভিসি নিয়োগ হচ্ছে তার সিভি কয় পাতার এই নিয়ে! এই আমলের ভিসির যোগ্যতা ছাত্রছাত্রীদের কাছে বিবেচ্য হয় তিনি নিজে ইমামতি করতে পারে কিনা। মানে আহাম্মক গিরি কোন পর্যায়ে গেলে মানুষ এই ধরনের জাজমেন্টাল হয়।
এই যে শিবির সন্ত্রাসী, যাদের শখ হলো পায়ের রগ কাটা।এদের অধিনে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কেমন হবে এটা দেখার একটা ভালো সময় এখন। কিন্তু আমার প্রশ্ন অন্যত্র, এই ফলাফল ঘোষণার সময় ছাগলের তিন নাম্বার বাচ্চার মত শিবিরের লোকজন ভ্যা ভ্যা হিজাব হিজাব বলে গলা ফাটালো, তাদের এমন ভ্যা ভ্যা স্লোগান শুনে এখন আমার সাধারণ ডিসেন্ট নন- হিজাবি ছাত্রীদের জন্য ভয় কাজ করছে।
১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৪
কিরকুট বলেছেন: আতঙ্ক তো নাই-ই, তবে আপনারা যদি পোশাককেই বিজনেস প্ল্যান বানান, তবে আইডিয়া ডেভেলপমেন্টে ‘মাথার কাপড়’ ছাড়াও একটু ‘মাথা’ ব্যবহার করলে খারাপ হতো না।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪
জেনারেশন একাত্তর বলেছেন:
শেখ হাসিনার ইডিওটিক প্রশাসন, ড: ইউনুসের উদ্যোগে ক্যু, পাকিস্তানের প্রতিশোধ, বাংগালী জাতিকে সংকটের মাঝে নিক্ষেপ করেছে; এর থেকে বের হতে হবে।
১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৫
কিরকুট বলেছেন: সংকটের মূল কারণ হলো অগণতান্ত্রিক ক্ষমতার ব্যবহার, দুর্বল প্রতিষ্ঠান ও বিদেশি স্বার্থের খেলা।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১০
সৈয়দ কুতুব বলেছেন: ঢাবিতে জ্ঞান চর্চার ঠেলায় শত শত ঢাবিয়ান তৈরি হয়েছে।
১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৭
কিরকুট বলেছেন: হ্যাঁ, জ্ঞানচর্চার ঠেলায় শত শত ঢাবিয়ান তৈরি হয়েছে কিন্তু দুঃখের বিষয়, অনেকে এখনো সেই জ্ঞানকে ব্যবহার না করে ঠেলা গাড়ির মতো শুধু নাম টানছে
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৬
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশ নিয়ে বেশি ভাবলে মাথার তার ছিড়ে যাবে।
১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৮
কিরকুট বলেছেন: ভালো মিস্তিরি থাকলে তার জোড়া দিতে কতক্ষণ।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৩
মাথা পাগলা বলেছেন: পুরো প্রজন্মকে একসাথে দোষ দিলে আসল সমস্যাটা ঢেকে যায়। শিক্ষা, শৃঙ্খলা আর নেতৃত্বের সংকট ঠিক করাটাই জরুরি, জনগোষ্ঠীকে লেবেল দিয়ে ভয় ছড়ানো না। তবে বর্তমান শিবির-ঢাবির কথা চিন্তা করলে আমার কথা আমার কাছেই হাস্যকর মনে হচ্ছে, তবে দেখা যাক।
ভিডিওতে পোলাগুলা এমনভাবে চিল্লাইতেসিলো আর আনন্দে হাত নাড়তেসিলো মনে হইলো হাসিনার কারনে এতোদিন তাদের হিজাব পরা মানা ছিলো, এখন পরতে পারবে! আহা কি আনন্দ আকাশে-বাতাসে!
ঢাবিয়ান বলেছেন: আতংকের কিছু নাই। হিজাব, বোরখা, পাঞ্জাবীর বিজনেস প্ল্যান করতে পারেন
ঢাবিয়ান যেহেতু বলেছেন, আশ্বস্ত হতে পারলাম! আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সৈয়দ কুতুব বলেছেন: ঢাবিতে জ্ঞান চর্চার ঠেলায় শত শত ঢাবিয়ান তৈরি হয়েছে।
১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৯
কিরকুট বলেছেন: আসলেই, আমরা সমস্যার সমাধান চাই না, শুধু অন্যের পোশাক নিয়েই গবেষণা চালাই।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৯
নিমো বলেছেন: হিজাব, বোরখা, পাঞ্জাবীর বিজনেস প্ল্যানার হওয়ার জন্য ঢাবিতে যাইতে হয়, এমন কৌতুক জীবনে প্রথম শুনলাম। জা-শির সবাইইতে দেখি ম্যাঁ- এ-ধা-বীই।
১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪১
কিরকুট বলেছেন: এদের জীবনে দুইটা শব্দ আছে। এক হাসিনা দুই হিজাব। আমি আতংকিত কবে না ওটা ব্লোজব হয়ে যায়।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৫
ঢাবিয়ান বলেছেন: আওয়ামিলীগ যেমন রাজাকার রাজাকার চিল্লিয়ে নিজেদের পতন ঘটিয়েছে। জামাত শিবিরও ''হিজাব হিজাব, '' বেশি চিল্লালে পতন ঘটতে দুই মিনিট সময় লাগবে না। এই দেশের মানুষ চাপিয়ে দেয়া কোন কিছুই মেনে নেয় না।
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৮
ঢাবিয়ান বলেছেন: @ নিমো , satire সবার জন্য না। যারা বোঝে তাদের জন্য
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৭
নিমো বলেছেন: ঢাবিয়ান বলেছেন: @ নিমো , satire সবার জন্য না। যারা বোঝে তাদের জন্য
ও আচ্ছা! আপনার জ্ঞানের ঠেলায় ঢাবিয়ান হয়ে গেলাম
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২১
মেঘনা বলেছেন: জুমা আপা হিজাব পড়া শিখা গেছে।
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৬
ক্লোন রাফা বলেছেন: ভালো লিখেছেন। বাঙালি লেখা পড়া করে কিছু শিখতে চায় না। তারা প্রাক্টিক্যাল ধাক্কা না খাওয়া পর্যন্ত হুস ফিরে না। আওয়ামী লীগ ‘কে শিক্ষা দিতে গিয়ে নিজেরা এমন গ্যারাকলে পড়ার দরকার ছিলো।
কিছুটা নাকাল হওয়ার দরকার আছে। নয় মাসের স্বাধীনতা অর্জন এদের ভালো লাগে না। সারে সাত কোটির অন্তত পক্ষে অর্ধেক শহীদ হইলে উপলব্ধি করতে পারতো।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৬
কিরকুট বলেছেন: বাংগালী শর্টটার্ম মেমোরি লসের রুগী । এদের আপনি চড় মেরে আধা ঘন্টা পরে মাথায় হাত বুলালে সব ভুলে যায় ।
১২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: যারা হিজাব হিজাব বলে চিৎকার করেছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার- এতটুকু নিশ্চিত।
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৯
আলামিন১০৪ বলেছেন: মিস্টার ঢাবি গ্রাজুয়েট, আপনার পড়াশুনা কোন বিষয়ে? জানতে মুঞ্চায়
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২২
কিরকুট বলেছেন: সবার চাওয়া আল্লাহ পুরন করে না । আর আমিতো মানুষ ।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
ঢাবিয়ান বলেছেন: আতংকের কিছু নাই। হিজাব, বোরখা, পাঞ্জাবীর বিজনেস প্ল্যান করতে পারেন