নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরের বাড়ির পিঠা খাইতে বড়ই মিঠা ।

কিরকুট

আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার দেশের উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।

কিরকুট › বিস্তারিত পোস্টঃ

গাল গপ্পঃ০১

১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫০

আজ একটা গালগপ্প বলবো। গল্পটা অন্যের কাছ থেকে শোনা। আপনারাও পড়ুন।
১৯৭১ সালের ৩০ এপ্রিল। খুলনার রাজাকারদের নিয়ে আবদুস সালাম খানের বাড়ি ঘেরাও করে পাকিস্তানি সেনারা। সালামকে বাড়িতে না পেয়ে তার চার মাসের মেয়ে রেহানাকে নৃশংসভাবে বুটে পিষে দিয়ে যায় হানাদারেরা।

রাতের বেলায় গোপনে বাড়ি ফিরে মেয়ের নিথর দেহ দেখতে পান সালাম। ছোট্ট নিথর দেহে গোসল আর শেষবারের মত আদর দিয়ে ভাসিয়ে দেন রূপসা নদীতে।

রেহানার ছবি ধরে রাখার কোনো সুযোগ তখন ছিল না। স্মৃতি বলতে পরনের জামাটাই রেখে দেন বাবা। যুদ্ধে বিজয়ের পর সেটি ফ্রেমে বাঁধাই করেন। ১৯৯৬ সালে সেটি দিয়ে দেন মুক্তিযুদ্ধ জাদুঘরে।

বেঁচে থাকলে আজ রেহানার বয়স হতো ৫৪।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.