নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভুবনে আপনাকে স্বাগতম

নিজেকে চেন।

বড়নটবর

যতটুকু জানো, ততটুকুই বলো।

বড়নটবর › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং নিউজ: চাঁদের বুড়ি প্রেগনেন্ট।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

শুনেছেন!!!



এই মাত্র নাসা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, চাঁদের বুড়ি প্রেগনেন্ট, টেস্টে পজেটিভ ধরা পড়েছে।



ম্যাশিনম্যান সাইদীর এই অসামান্য সাফল্যে আমরা গর্বিত।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

যোগী বলেছেন: এখনতো দেখে ঐ অনাগতটাও চাঁদে থেকে সামুতে ল্যাদাইবে।

২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৯

ইমন েচৌধুরী বলেছেন: পালতু,,

৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

টাইম পাস বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

আফজাল বাঙ্গাল বলেছেন: ‘হে ঈমানদারগণ, আল্লাহকে সাক্ষী রেখে ন্যায়বিচারের ওপর অটল থাক, যদিও এটা তোমাদের, তোমাদের বাবা-মায়ের এবং আত্মীয়-স্বজনের বিরুদ্ধে যায়; হোক ধনি অথবা গরিব- সবাই আল্লাহর মুখাপেক্ষী। যদি ন্যায়বিচার অস্বীকার করো অথবা ব্যক্তিস্বার্থে ব্যবহার করো, তবে জেনে রাখ আল্লাহ তোমাদের সব কর্মকাণ্ড সম্পর্কে অবগত। (সূরা আল নিসা ৪: ১৩৫)

৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

রিজভি মাহমুদ বলেছেন: চাঁদে নাকি সাইদি দেখা গেসে ... এটা মসজিদ এর মত পবিত্র স্থান থেকে বলা হল ... তারপর শুরু হল ধ্বংসযজ্ঞ ... মানুষ যে কত টা অন্ধকারে ডুবে আছে তা প্রমান হয়ে গেলো ... এখন এটা ধর্ম অবমাননা এর শামিল হচ্ছে না ????? হায়রে জামাতি ...

৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:০০

মোঃ নাঈম হোসেন বলেছেন: চাঁদের বুড়ি গর্বে গর্ভবতী নাকি ধর্ষণে গর্ভবতী, নাসা কিছু বলেছে ? হালার, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। মেশিনম্যানের কাছ থেকে বুড়ির ও রক্ষা নাই। হালায় মাল একক্ষান। এরেই কয় ধর্ম ব্যাবসা। হালার কুত্তার বাচ্চারা সকল।

৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:০৩

বড়নটবর বলেছেন: @আফজাল বাঙ্গাল----অবশ্যই সাইদী সাহেবের ন্যায় বিচারের উপরেও যদি কিছু থাকে সেটাই হচ্ছে...ইসলামে কতলের বদলে কতলের কথা বলা আছে। ওর ইশারায় কত শত দেশ প্রেমিক নিরীহ লোকেরা শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কত শত মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন। সে হিসাব করলে সাইদীকে ইসলামের আলোকে কতবার কতল করা যায়? যদিও বিচার ইসলামী আইন মেনে হচ্ছে না আন্তর্জাতিক আইন মেনে ওকে একবারই ফাঁসিতে ঝুলানো হবে।

৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:০৫

বড়নটবর বলেছেন: @রিজভি মাহমুদ----শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো ....

৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:২১

লিঙ্কনহুসাইন বলেছেন: =p~ =p~ =p~

১০| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৩

অন্ধকারের রাজপুত্র বলেছেন: যোগী বলেছেন: ঐ অনাগতটাও চাঁদে থেকে সামুতে ল্যাদাইবে। =p~ =p~ =p~ =p~

১১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৪

সাদনান সারওয়াত বলেছেন: বস সাইদি বসরে একটা ফার্মেসী থেকে প্রোটেকশন কিনে নিয়ে যাওয়ার বুদ্ধি কেউ দেয় নাই :P

১২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৯

মহসিন০৮ বলেছেন: চাঁদে নাকি দেলোয়ার হোসেন সাঈদীকে দেখা যাচ্ছে। এটা নিয়ে চলছে বিভিন্ন মহলে বিভিন্ন কথা। সাতকানিয়াতে মনে হয় একটু বেশি বেশি...

বিস্তারিত : Click This Link

১৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

শাকিল ১৭০৫ বলেছেন: এত দ্রুত :| :| :| :|

১৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪১

বড়নটবর বলেছেন: @শাকিল ১৭০৫-----ম্যাশিনম্যান কি হুদাই হইসে?

১৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪২

নিমচাঁদ বলেছেন: যোগী বলেছেন: এখনতো দেখে ঐ অনাগতটাও চাঁদে থেকে সামুতে ল্যাদাইবে।

আমার হাসির চোটে আফগানিস্থান এর আব্দুর রহমান , কবর থেকে কাশি দিয়ে উঠলো । B-))

১৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:০০

বড়নটবর বলেছেন: @নিমচাঁদ, @যোগী---- জামাত শিবির হা করে আছে ঐটা গেলার জন্য।

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:০৬

তারিন রহমান বলেছেন: =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.