নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভুবনে আপনাকে স্বাগতম

নিজেকে চেন।

বড়নটবর

যতটুকু জানো, ততটুকুই বলো।

বড়নটবর › বিস্তারিত পোস্টঃ

খালেদার আচরণে হাসি মুছে গিয়েছে প্রণবের। (দৈনিক আনন্দবাজারের রিপোর্ট)

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৪

প্রথম দু’দিন জোটসঙ্গী মৌলবাদী দল জামাতে ইসলামির ডাকে, শেষ দিন বিএনপি-র। ঢাকায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের তিন দিনের সৌহার্দ্য-সফরের সব ক’দিনই হরতালের ডাক দিয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বে প্রধান বিরোধী জোট। এমনকী, প্রণববাবুর সঙ্গে সৌজন্য-সাক্ষাতের কর্মসূচিও খালেদা খারিজ করে দিয়েছিলেন নিজেদের ডাকা হরতালকে কারণ হিসেবে খাড়া করে। প্রণববাবু কী ভাবে নিচ্ছেন বেগম জিয়ার এই আচরণকে?

গত রাতে বিশেষ বিমান ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’-এর সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের মুখোমুখি হতেই প্রণববাবুর কপালে ভাঁজ। একটু আগেই বলছিলেন শ্বশুরবাড়ির কথা, শিলাইদহ, নড়াইল বা টাঙ্গাইলে মানুষের সঙ্গে কথাবার্তায় উঠে আসা নানা প্রসঙ্গের কথা। তার পরেই খালেদার আচরণ নিয়ে প্রশ্নে যেন ধাক্কা খেলেন রাষ্ট্রপতি। মুখে বললেন, “আমি তো তাঁকে সময় দিয়েছিলাম। কেন এলেন না, তা তিনিই বলতে পারেন!” চেয়ার ছেড়ে উঠেই পড়েন প্রণববাবু। উড়ে আসে প্রশ্ন, এটা কি অসৌজন্য নয়? আর কোনও প্রশ্নের জবাব দেননি তিনি। কিন্তু তাঁর অভিব্যক্তিই জবাব হয়ে উঠেছে অনেক প্রশ্নের। তিনি ভয়ানক ক্ষুব্ধ খালেদার আচরণে।

রাষ্ট্রপতি জিল্লুর রহমান আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদ বা ঢাকার সাংসদ, বামপন্থী ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেননের সঙ্গে আলোচনা করেন প্রণববাবু। কথা বলেন তথ্যমন্ত্রী, আর এক বামপন্থী নেতা হাসানুল হক ইনু-সহ আরও অনেকের সঙ্গেও। সকলের কাছেই খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান, এই যে লাগাতার হরতাল, হিংসা, প্রাণহানি কোথায় চলেছে বাংলাদেশ?

এরশাদ ছাড়া সকলেই বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন, শাহবাগ আন্দোলনের কথা। মেনন বলেছেন, মুক্তিযুদ্ধে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা ছিল, অথচ শাসকদের আপসে আজও হয়ে ওঠেনি, শাহবাগ তাকেই দাবি হিসেবে তুলে ধরেছে। ইনু বলেছেন, একাত্তরেও স্বাধীনতার দাবিকে ইসলামের সঙ্গে লড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, আজও হচ্ছে। শেখ হাসিনা বলেছেন, সে দিনের মতোই বাংলাদেশের মানুষ এ বারও জিতবেন। বাংলাদেশ মৌলবাদীদের রেয়াত করেনি। চেয়েছে, মুক্তিযুদ্ধ-বিরোধী রাজাকাররা মানবতা-বিরোধী অপরাধের শাস্তি পাক। সরকার সে ব্যবস্থা করেছে। তাই খাপ্পা মৌলবাদীরা। কিন্তু তরুণরা এগিয়ে এসেছেন, তাই কেউ সুবিধে করতে পারবে না।

এই সঙ্কটকে হাতিয়ার করে সেনাবাহিনী কি ফের বাংলাদেশে ক্ষমতা দখল করতে পারে? আওয়ামি লিগ সেই আশঙ্কার কথা বলছেন। কিন্তু বাকি নেতারা ভাবছেন, সেনাবাহিনী আর ক্ষমতা দখলে আগ্রহী নয়। মানুষের সমর্থন যে ভাবে রাজাকারদের বিচারের পক্ষে সংহত হয়েছে, সেনারা তাকে মর্যাদাই দেয়।

কিন্তু খালেদার এই আচরণ? গত সপ্তাহে সিঙ্গাপুর থেকে ফিরেই খালেদা আন্দোলনের বিরোধিতা করে মৌলবাদীদের পাশে দাঁড়ান। তথ্যমন্ত্রী ইনুর মতে, জামাতের নেতারা জেলে। তাই খালেদা মৌলবাদী শক্তির আমিরের দায়িত্ব নিয়েছেন। তিনি এখন শাহবাগ-বিরোধীদের মসিহা। এই আন্দোলনকে ভারতের সৃষ্টি বলেও প্রচার করছেন খালেদা। ইসলাম বিপন্ন এমন ধ্বনিও তুলেছেন। মেনন বা ইনুর মতে, এই পরিস্থিতিতে প্রণববাবুর সঙ্গে সৌজন্য-সাক্ষাৎ খারিজ করা ছাড়া খালেদার উপায় ছিল না। এতে বোঝা যাচ্ছে, মৌলবাদীদের নেতৃত্ব দিতে তিনি ব্যক্তিগত সম্পকর্কে বলি দিতেও রাজি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৬

লাইলা77 বলেছেন: বিশ্বের অন্যতম তথ্য ভাণ্ডার ও সামাজিক যোগাযোগ মাধ্যম - http://www.hedaet.com
১. ফোরাম / ব্লগ : আপনি যে কোন লিখা বা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবেন ফ্রিভাবে / বিনা পয়সায়।
২. কমেন্ট শো: http://www.hedaet.com সাইটের হোম পেজেই কোন মন্তব্য লিখলে তাৎণিক দেখা যায় গ্রুপ চ্যাট-এর মতো।
৩. লিঙ্ক ডিরেক্টরী: ষাট ক্যাটাগরীতে প্রায় ২০০০০ (বিশ হাজার) ওয়েব সাইটের ঠিকানা পাবেন। Do follow link, Book marking Site (3500)
৪. Translate / অনুবাদ: আপনি সেকেণ্ডের মধ্যে প্রতি পৃষ্ঠা (ইংরেজী/আরবী থেকে বাংলা বা) যেকোন ভাষায় অনুবাদ করতে পারবেন।
৮. আপনার ওয়েব সাইট ফ্রি যোগ করা: আমাদের ডিরেক্টরীতে, আপনার পছন্দ, য়ে কোন ওয়েব সাইট যোগ করতে পারবেন ফ্রি ভাবে। (Free Add Web)
১১. প্রায় চল্লিশ প্রকারে কয়েক হাজার মনপুত ছবি (Photo) দেখতে পাবেন।
১২. অন্যান্য: অনলাইনে আয়, আপনার জীবনের জরুরী বিষয়গুলো জানতে পারবেন। Online Earn system
৯. আমাদের হোম পেজেই ২৪ সংখ্যার ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
১০. আগামী দশ দিনের আবহাওয়া দেখতে পাবেন, হোম পেজ থেকেই।
৫. সার্চ বক্স: গুগল, ইয়াহুর মতো রয়েছে আমাদের সার্চ বক্স। বিশ্বের যা কিছু খুজতে চান, সেকেণ্ডের মধ্যে খুজে পাবেন।
৬. ফেসবুক: এ সাইট থেকেই ফেসবুকের লাইক বাটন ইউজ করতে পারবেন। Face book like button
১২. এস.ই.ও.- SEO যেকোন ওয়েব সাইট প্রচারের জন্য আমাদের রয়েছে, ২০০০ ডু ফলো লিঙ্ক, ২০০০ ডিরেক্টরী, ২০০০ ফোরাম এর লিঙ্ক।
Click This Link
Welcome http://www.hedaet.com –Most Popular Social Media and information database
1. Forum/Blog: You can publish free of any written or notifications.
2. Comment show: Any comments on hedaet.com home page.
3. SEO - 2000 directories, Do follow link, Book marking Site (3500), the names of 2000 forum links.
4. Online Earn system
5. About forty types agree with the thousands of pictures (Photo)'ll see.
6. Free to add your web site: (Free Add Web)
7. Translate / Translation: You are seconds per page,
8. Search Box: Same Google or yahoo, .
9. Face book like button on http://www.hedaet.com.

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.