![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগ আমাদের অতীত নয়, শাহবাগ আমাদের স্মৃতিও নয়, এ হচ্ছে আমাদের চেতনার আলো, এই আলো প্রতিটি দেশপ্রেমিককে উজ্জীবিত করছে। শাহবাগ আমাদের দ্বিতীয়বার জন্ম দিয়েছে, সারা পৃথিবীকে আমরা দেখিয়ে দিয়েছি এই বীর জাতি সকল অপশাসন, অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নিচু করেনা। দেশের যেকোনো ক্রান্তিকালে, যেকোনো সমস্যায়, যেকোনো সময় আমরা এই চেতনার আলোতে দেশকে উদ্ভাসিত করতে পারি।
যারা কখনো শাহবাগে যাননি, আজ যারা পরাজিত হয়ে বৃথা আস্ফালন করছেন, আন্দোলন ব্যর্থ, আমরা কি পেলাম? শাহবাগ দেশকে কি দিয়েছে? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, স্বপ্নের চারটা লাগানো হয়ে গেছে, এর যত্ন নিন, কিছুদিন পরে আপনারাও এর ফল পাবেন....আর একটা কথা বলতে চাই, দেশে অপরাজনীতি করার দিন শেষ হয়ে আসছে, তারপর আমরা সত্যিকারে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাড়াবো। কোনো অপশক্তি আমাদের দাবিয়ে রাখতে পারবেনা........
জয় বাংলা।
২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:২৪
নিরব বাংলাদেশী বলেছেন: ৫২, ৭১, ৯০ এই সময় কি জাতি খারায় ঘুমাইতে আসিলো? দ্বিতীয় বললেন কেন? দুইদিনের বইরাগী ভাতেরে অন্য বলা শুরু করে দিসে। এইসব বাদ দিয়ে এইখানে গুতান মজা পাবেন...
Click This Link
৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:০০
বড়নটবর বলেছেন: অস্থির বাঙালি, ভালো কইরা পইড়া, বুইঝ্যা হের পরে কমেন্ট করেন।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩
তথই বলেছেন: জামাত নিষিদ্ধ হইসে? ইসলামী ব্যাংক ? মামুদুর রাহমানের খবর কি ? ভাঁওতাবাজি বাদ দেন , আপনে কি মনে করেন শাহবাগের আগে দেশের মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছিলনা , সবাই রাজাকার ছিল , শাহবাগ আন্দোলন সিখাইসে চেতনা ? চেতনা বিজনেস বাদ দেন