![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বিদ্রোহী বলছি ঃ যেখানে দেখিবে কোন অন্যায় অত্যাচার সেইখানে পাইবে শুনিতে আমার হুংকার সময় এসেছে সাথিরা সব অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন করে গর্জে উঠার।
স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালে চলচ্চিত্রের সেই সময়ের শীর্ষ অভিনেতা নায়করাজ রাজ্জাক সিদ্ধান্ত নিলেন ছবি প্রযোজনা করবেন । তখনও ১৯৫৬ সালে পথ শুরু করা বাংলাদেশের চলচ্চিত্র অনেক অনেক সিমাবদ্ভতার মধ্য দিয়ে যাচ্ছিল যার ফলে সব ধারার চলচ্চিত্র তখনও বাংলাদেশের পরিচালকরা দর্শকদের উপহার দিতে পারছিলেন না । কিন্তু পাশের দেশ ভারত কিংবা বিশ্বের ১নং ইন্ডাস্ট্রি হলিউডে তখন ধুমধাম অ্যাকশন, রোমান্টিক, সামাজিক, ঐতিহাসিক সব ধরনের চলচ্চিত্রে পরিপূর্ণ হতে যাচ্ছে । তাই রাজ্জাক চিন্তা করলেন যে তখন পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্রের দর্শকরা যা থেকে বঞ্ছিত সেটা থেকে তিনি তাদের মুক্তি দিবেন । বাংলা চলচ্চিত্রের তখন সামাজিক, রোমান্টিক, ফোক ফ্যান্টাসির জয় জয়কার । সব ছবিতেই দর্শক জমজমাট কাহিনী, হৃদয় ছোঁয়া কথা ও সুরের গান ,মনে দাগ ফেলা অভিনয়, সুনিপুন শিল্প সম্মত পরিচালনা সব পাচ্ছে তবুও কি যেন নেই নেই মনে হয়। ঠিক, তখনও কোন ছবিতে অ্যাকশন দৃশ্য নেই বা অ্যাকশন দৃশ্য করানোর মতো ঝুকি কেউ নেয়নি । রাজ্জাক ছুটে গেলেন অভিনেতা ও পরিচালক প্রয়াত জহিরুল হক এর কাছে । যিনি সেই সময় পরিচালনায় মাত্র তরুন। দুজনে মিলে ঠিক করলেন যে তারা একটি সামাজিক অ্যাকশন ছবি নির্মাণ করবেন যার প্রয়োজক হবেন রাজ্জাক এবং পরিচালক হবেন জহিরুল হক । শুরু হলো অভিনেতা রাজ্জাক এর প্রযোজকের খাতায় নাম লিখানোর পালা যে প্রতিষ্ঠানের নাম দিলেন রাজ্জাকের ‘রাজ’ আর তাঁর স্ত্রীর নাম ‘লক্ষ্মী’ দিয়ে যার নাম হলো ‘রাজলক্ষ্মী প্রোডাকশন’ । এভাবেই শুরু হলো রাজলক্ষ্মী প্রোডাকশন এর প্রথম ছবির কাজ যার দিলেন ‘রংবাজ’। । এই ‘রংবাজ’ ছবিটি ইতিহাসে ঠাই করে নেয় বাংলাদেশের প্রথম অ্যাকশন ধর্মী ছবি হিসেবে । তাই ‘রংবাজ’ ছবিটি শুধুই একটি ব্যবসাসফল ছবির নাম নয়, ‘রংবাজ’ হলো বাংলা চলচ্চিত্রের একটি সফল ধারার নামও বটে।
“রাজা” (রাজ্জাক) একটি বস্তি এলাকার রংবাজ, সে রংবাজি পকেটমারী সহ নানা ধান্দায় লিপ্ত থাকে সারাক্ষন। ঐ বস্তিরই মেয়ে “মালা” (কবরী) রাজাকে খুব ভালবাসে। একদিন রাজা এক চাকুরী জীবির আনোয়ার হোসেন পকেট মারে, লোকটা সেদিনই কেবল বেতন পেয়ে ফিরছিল। এ কারনে পাওনা মিটাতে না পেরে লোকটাকে বাড়িওয়ালা সহ পাওনাদারদের কাছে চরম অপমান হজম করতে হয়। অন্য একদিন রাজা পকেট মারতে গিয়ে জনতার তাড়া খেয়ে ঐ লোকটার ঘরে তার স্ত্রী “শিরিন” (রোজি) এর সাহায্যে বেচে গেলে তাকে বোন সম্বদন করে আসে। অক্ষম স্বামীর অজান্তে রাজা মায়ের মতো বোনকে অনেক সাহায্য করে এবং শেষ পর্যন্ত নিজ বাসায় নিয়ে আসে। এক সময় রাজা সকল খারাপ কাজ ছেড়ে দিলে রাজার মনের মানুষ মালার মনে প্রশ্ন জাগে- আমি হাজারবার বলার পর ও ভাল পথে এলোনা আর এই মহিলা আসতে না আসতেই ভাল হয়ে গেল? এদিকে শিরিনের স্বামীও সন্দেহ করছে স্ত্রীকে।কাহিনি মোড় নেয় দ্বন্দ্বমুখরের দিকে । যে সন্দেহটার সুযোগে ছবির খল চরিত্র বাবর সুযোগ নেয় রাজার উপর প্রতিশোধ নেয়ার । পরিশেষে সবাই জানতে পারল রাজা একজন অসাধারন মনের মানুষ, যিনি প্রতিটি মানুষকে যথাযত সম্মান করতে জানে এবং সকলের ভুল ভেঙে মিলনাত্মক সফল সমাপ্তি ঘটে।
ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক - রাজা (রংবাজ ), কবরী (মালা) ,রোজি (শিরিন) আনোয়ার হোসেন,হাসমত, বাবর ।
রংবাজ ছবির লিঙ্ক
রংবাজ ছবির সংগীত পরিচালনা করেন আনোয়ার পারভেজ। যার মাঝে ‘হৈ হৈ হৈ রঙ্গিলা রঙ্গিলা রে-
’ এবং ‘সে যে কেন এলোনা কিছু ভালোলাগে না’ - গান দুটি তুমুল শ্রোতাপ্রিয় হয় যা আজো রয়ে গেছে দর্শক শ্রোতাদের মনের ভেতর ।
আর এই ‘রংবাজ’ এর হাত ধরেই বাংলা চলচ্চিত্র সামাজিক অ্যাকশন ধারার এক নতুন যুগে প্রবেশ করে যাকে সমৃদ্ধ করে গেছেন দেওয়ান নজরুল, জহিরুল হক, মমতাজ আলী , দারাশিকো , দিলিপ বিশ্বাস, অশোক ঘোষ, মাসুদ পারভেজ, ফজল আহমেদ বেনজির, মতিন রহমান, আজিজুর রহমান, কামাল আহমেদ, এ জে মিন্টু, শিবলি সাদিক, কাজী হায়াত, শহিদুল ইসলাম খোকনদের মতো অনেক গুণী পরিচালকরা তাদের নির্মিত বক্স অফিসে সাড়া জাগানো ছবিগুলো দিয়ে ।।
একটি কবি ও কাব্য এবং http://www.radiobg24.com যৌথ নিবেদন ।।
২| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫
আহমেদ জামান বলেছেন: ভাই জসীম এই ছবির প্রথম মারামারির দৃশ্যে ছিল । কি মাইরটা না খাইছিল
বিঃদ্রঃ লেখা কেমন জানি অসম্পূর্ণ মনে হল
৩| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০
শিপন মোল্লা বলেছেন: চমৎকার পোস্ট। আসলে দুঃখ হয় কেন আমাদের সিনামা এমন হয়ে গেলো। আবার যদি ফিরে আসতো সেই সব দিন গুলি।
৪| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫
বোকামন বলেছেন:
পোস্টে কৃতজ্ঞতা ..........
““প্রজাপতি উড়ে গিয়ে বল না
আমি নই তার হাতের খেলনা।””
৫| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
ইয়েন বলেছেন: এই ছবির ব্লুরে/ভাল প্রিন্ট কোথায় পাব? শুনলাম এখন নাকি বাংলা ছবি ব্লুরে ডিস্ক পাওয়া যায় ...আমি বাংলা ছবি একদমই দেখিনি কিছু ভাল ছবির (বাণিজ্যিক না হলেও হবে, তবে ভাল ছবি এবং কমেডি মুভির নাম চাচ্ছি) নাম দিলে অনেক ভাল হয় ...ভাল প্রিন্ট অবশ্যই চাই ....ধন্যবাদ
৬| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
সেলিম আনোয়ার বলেছেন: এটা খুব সম্ভবত প্রথম.....একশন মুভি..রাজ্জাক অসাধারণ নায়ক
৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৮
অতল গহবর বলেছেন: হলে দেখেছিলাম। ভাল লেগেছিল।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন লাগল! বাংলা ছবির সেই সোনালী দিন গুলো যদি আবার ফিরে আসত।!