![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বিদ্রোহী বলছি ঃ যেখানে দেখিবে কোন অন্যায় অত্যাচার সেইখানে পাইবে শুনিতে আমার হুংকার সময় এসেছে সাথিরা সব অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন করে গর্জে উঠার।
দেখতে দেখতে ব্লগে ২ টি বছর পার করে ৩য় বছরে ঢুকলাম । ৫ই জুন ২০১১ তে ভালো কিছু করার লক্ষ্য নিয়ে সামুতে আইডি ‘কবি ও কাব্য’ নামের আইডিটি খুলি । শুরুতে কিছুদিন সবার কাছে অপরিচিত থাকলেও অল্প কিছুদিনের মধ্যে সামুর ব্লগারদের মধ্যে পরিচিত হয়ে উঠি বাংলা চলচ্চিত্র ও গান নিয়ে ব্লগ লিখার কারনে । এই দুটি বিষয়কে আমি আমার ব্লগিং জীবনের শুরু থেকে এখন পর্যন্ত প্রাধান্য দিয়ে এসেছি ও আগামিতেও দিবো কারন এই দুটি বিষয় আমার কাছে মনে হয়েছে ব্লগে খুবই উপেক্ষিত বা অন্য বিষয়ের চেয়ে কম গুরুত্বপূর্ণ যা মেনে নিতে পারিনি । আমাদের সবাইকে বিশ্বকে জানা উচিৎ তবে তার আগে অবশ্যই নিজের দেশকে পরিপূর্ণ ভাবে জানা উচিৎ। কিন্তু প্রায় লক্ষ্য করি যে আমরা আমাদের দেশের চেয়ে বিশ্বকে জানতে ও জানাতে বেশি উদগ্রীব যা খুব দুঃখজনক । আমরা যদি আমাদের দেশের শিল্প সংস্কৃতিকে বুক ফুলিয়ে সবার কাছে প্রচার করতে না পারি এর চেয়ে বড় হীনমন্যতা আমার কাছে আর কিছুই নেই । আগে নিজের দেশ তারপর বিশ্ব এটাই আমার নীতি । তাই বারবার নিজের দেশের শিল্প সংস্কৃতি বিশেষ করে চলচ্চিত্র ও গান এই দুটি অবহেলিত ধারাকেই আমার ব্লগিং জীবনের মুল বিষয় হিসেবে নিয়েছি । কতটুকু দিতে পেরেছি তা বিচারের ভার সামুর সকল ব্লগারদের উপর ছেড়ে দিলাম ।
২০১৩ এর শুরু থেকে কিছু রাজনৈতিক পোস্ট দেয়ার কারনে আমি হয়েছি অনেকের কাছে সমালোচিত , ঘৃণিত যা আমাকে কোন কষ্ট দেয় না বরং দুঃশাসন , নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস ও প্রেরণা যোগায় । যারা আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারনে সমালোচনা ও ঘৃণা করেছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ । কারন তারা আমার একটি ভুল ভেঙ্গে দিয়েছেন যা হলো আমার ধারনা ছিল যে ব্লগিং জগতে যারা আসেন তারা সকলেই উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন সুশিক্ষিত, মার্জিত, নিঃস্বার্থ মানুষ যারা সত্যি সত্যি দেশের জন্য ভালো কিছু করতে চায় । কিন্তু না , ব্লগে প্রচুর পরিমানে রাজনৈতিক সমালোচনার নামে নোংরা , অশিক্ষিত , মেধাহীন ও স্বার্থপর মানুষ আছে যারা দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন কুকর্ম করে যাচ্ছে নিজেদের ব্যক্তি স্বার্থে যারা ব্লগ ও সাধারন ব্লগারদের করেছেন কলংকিত ।
যাই হোক আজ আর কাউকে আঘাত করে কিছু বলতে চাই না । আজ গত ২ বছরে এই সামুতে পাওয়া কিছু মানুষের নাম উল্লেখ করবো যাদের কাছে আমি কৃতজ্ঞ এবং যারা ব্লগে ভালো কিছু করার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছেন এবং শুরু থেকে এখন পর্যন্ত আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন । সামুতে আমার অনেক পছন্দের ব্লগার আছেন যাদের সব কথা লিখতে গেলে কয়েকদিন লেগে যাবে এই পোস্ট দিতে । তবুও সময় সল্পতার মধ্যে নিচে কয়েকজন ব্লগার সম্পর্কে আমার বিশ্লেষণ তুলে ধরলাম যারা আমার প্রিয় ।
নোমান নমি ঃ একজন অসাধারন কবি প্রতিভার তরুন যে সেই শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথে আছে নীরবে, নিভৃতে। তার লিখাগুলো আমাকে আশ্বস্ত করে যে আমাদের মাঝ থেকে চলে যাওয়া গুণীজনদের শূন্যস্থান পূরণ করার জন্য একজন তরুণের উপর অনায়াসে ভরসা করা যায় । আমার বিশ্বাস নোমান অনেক দূর যাবে যে হবে আমাদের গর্ব ।
সহচর ঃ প্রায় একবছর ধরে ব্লগে কোন পোস্ট না দেয়া অভিমানি এক চমৎকার মনের ব্লগার সহচর । যার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা অনেক চমৎকার ও দুষ্টমিতে ভরা । আমার যখন খুব মন খারাপ থাকে তখন আমি নীরবে ফেইসবুকে সহচরের নতুন নতুন মজার স্ট্যাটাস খুজে বেড়াই একটু প্রানখুলে হাসার জন্য । কোনদিন সহচর আমাকে নিরাশ করেনি । তার হাস্যরসাত্মক দুষ্টুমিতে ভরা স্ট্যাটাসগুলো যেমন হাসায় তেমনি সেই কথাগুলোর মাঝে সমাজের মানুষগুলোর প্রতি একটি সুন্দর ম্যাসেজ লুকায়িত থাকে যা অনেকের চোখে পড়ে না।সহচরের স্ট্যাটাসগুলো যতটা না রসাত্মক বা ব্যঙ্গাত্মক তার চেয়ে বেশি সমাজের অবক্ষয়ের প্রতি চরম চপটাঘাত। আমি অবাক হয়ে গিয়েছিলাম সেদিন যেদিন দেখি আমাকে দেখতে হুট করে আমার সামনে সিলেটে সরাসরি হাজির হয়েছিল সহচর ও আরও একজন প্রিয় ব্লগার। ছেলেটা দুষ্টুমি ও অভিমান না করে নিজের মেধা দিয়ে বাংলা ব্লগিং কে আরও সমৃদ্ধ করতে পারতো।
দিপ ঃ আমার সবচেয়ে বেশি স্নেহের ও অসাধারন মেধা সম্পন্ন নতুন প্রজন্মের এক অসাধারন ব্লগার যার চোখে আমি আগামি দিনের বাংলা চলচ্চিত্রের জ্বলে উঠার স্বপ্ন দেখতে পাই । সামু ব্লগে আমার দেখা আমার গত ২ বছরের মধ্যে নতুন প্রজন্মের একমাত্র ব্লগার যাকে এখন পর্যন্ত কোন সমালোচিত কর্মকাণ্ডে আমি দেখিনি ।আমি ভাবতেই পারিনি এই রাজধানীর অতি আধুনিক পরিবেশে বড় হওয়া ১৯/২০ বছরের একটা ছেলে পুরনো দিনের সস্তা বাণিজ্যিক ছবিগুলো সংগ্রহ করার জন্য ছুটোছুটি করছে যা আমাকে সবসময় অবাক করে । অথচ তার সমবয়সীরা ব্লগে ফেইসুকে প্রেম, রাজনীতি, বিদেশি ছবি,গান নিয়ে স্ট্যাটাস দিয়ে নিজেদের সর্বক্ষেত্রে নিজেদের পণ্ডিত হিসেবে জাহির করাতে ব্যস্ত অথচ দিপ সেগুলোর ধারে কাছে নেই , আছে শুধু পুরনো সস্তা বাণিজ্যিক বাংলা ছায়াছবি নিয়ে । আমার বিশ্বাস দিপ একদিন আমাদের বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ কাণ্ডারি হবে যে হবে আমাদের গর্ব আর ইন্ডাস্ট্রির হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনার সফল যোদ্ধা ।
নাজমুল হাসান দারাশিকো – বাংলা চলচ্চিত্র নিয়ে একই ধরনের ভাবনার মিল খুঁজে পাওয়া আরেক দুর্দান্ত ও অসাধারন ব্লগার যে চায় বাংলা চলচ্চিত্রের বেহাল অবস্থা পাল্টে দিয়ে পুরনো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে । সবসময় শুভকামনা ও ভালোবাসা রইলো দারাশিকোর জন্য ।
জুল্ভারন ঃ রাজনৈতিক ও সামাজিক বিষয়বস্তুর উপর পোস্ট দেয়া ব্লগারদের মাঝে অন্যতম জনপ্রিয় একজন ব্লগার জুল্ভারন । যার সাথে অল্প দিনেই একটা চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে এবং যাকে নিজের আপন বড় ভাইয়ের মতো অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা দুটোই দিয়েছি । ব্লগার জুল্ভারন এর কাছ থেকে বাংলা ব্লগের এখনও অনেক অসাধারন কিছু পাওয়ার বাকি আছে যিনি তাঁর বর্ণাঢ্য অভিজ্ঞতা ও চিন্তা চেতনা দিয়ে বাংলা ব্লগকে করতে পারেন সমৃদ্ধ ।
জাতির নানা ঃ খুবই রসিক একজন ব্লগার । যার ব্লগ পোস্ট ও মন্তব্য পড়ে হাসতে হাসতে পেটে খিল ধরে যায় । আশাকরি নানা আবার নিয়মিত হবেন ।
বিবাহিত ব্যাচেলর ঃ পুরনো বাংলা চলচ্চিত্র ও বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে নিয়মিত পোস্ট দেয়া একজন প্রিয় ব্লগার ‘বিবাহিত ব্যাচেলর’। এই ব্লগারের সাথে আমার মিল হলো চিন্তা ভাবনা অনেকটা একই রকম এবং আমার সমবয়সী সিনেমা হলের নিয়মিত দর্শক ছিলেন । বাংলা চলচ্চিত্র সম্পর্কে ইতিবাচক ধারনার সৃষ্টি ও জনপ্রিয় করার জন্য যে কজ ২/৪ জন ব্লগার নিরলস কাজ করে যাচ্ছেন তাদের অন্যতম এই বিবাহিত ব্যাচেলর ভাই ।
কালা মনের ধলা মানুষ ঃ স্পষ্টবাদী দারুন দুর্দান্ত এক ব্লগার কালা মনে ধলা মানুষ । যার সেন্স অব হিউমার চমৎকার । তাঁর লিখা বর্তমান সময়ের হিন্দি ছবিগুলো কে পচানোমুলক পোস্টগুলো অসাধারন । বাংলা চলচ্চিত্রকে পচানোর হিড়িকের মাঝে তিনি যেন ধুমকেতুর মতো উদয় হলেন সবার ব্যতিক্রম হয়ে যা বিদেশি ছবি নিয়ে বেশি মাতামাতিকারি ও বাংলা চলচ্চিত্রকে পচিয়ে নিজেদের দ্রুত জনপ্রিয় করার চেষ্টারত ব্লগারদের জন্য চপটাঘাত ।
সময়ের স্বল্পতার কারনে উপরে উল্লেখিত প্রিয় ব্লগাররা ছাড়াও যাদের কথা লিখতে পারিনি সেইসব প্রিয় ব্লগাররা হলেন – দুর্যোধন , রেজওয়ানা, আরজু পনি, তন্ময় ফেরদৌস, মনিরা সুলতানা, নষ্ট শয়তান , স্বাধিকার, অসামাজিক আমি , চাঁপা ডাঙ্গার চান্দু, ধীবর, দাসত্ব, সিমানা পেরিয়ে , ভুল উচ্ছ্বাস , সেলিম আনোয়ার, সাহসী ভিতু কল্পনাবিলাসী স্বপ্ন, মোঃ মোজাম হক, নিশাচর ভবঘুরে, চেয়ারম্যান০০৭, নীল বেদন, নস্টালজিক, উপপাদ্য , জাহাজি পোলা, ওয়াহেদ সুজন, নাফিজ মুনতাসির, তামিম ইবনে আমান , বৃষ্টি ভেজা সকাল , কাউসার রুশো , সিরাজ সাঁই , কাণ্ডারি অথর্ব, কুনোব্যাঙ, মাহমুদা সোনিয়া , তীর্থক আহসান রুবেল, মাস্টার, শিপু ভাই, কালিদাস, মাক্স, লিঙ্কহুসাইন, আমি হাছুইন্না, মুন্তাশির, ধ্রুব মহাকাল , গাড়িয়াল ভাই , নষ্ট ছেলে , বিডি আইডল , তামিম নুর, ইউসুফ খান ,আশরাফুল ইসলাম দুর্জয় ,দ্রুতগামী উল্কা, রবিজল, স্বাধীন শোয়েব ,
তাসনুভা সাখাওয়াত বিথি, প্রিন্স অব বদ্বীপ, বাংলার হাসান, গোলাম দস্তগির লিসানি, আহমেদ জামান পলাশ, মনিরুল হাসান , ক্যাচালবাজ, তারছেড়া লিমন, বাঙ্গাল,শার্লক, সান্ড্যান্স সহ আরও অনেকে ।
আগামীকাল আমার ব্লগিং জীবনের ২য় বর্ষপূর্তি । এই উপলক্ষে ব্যস্ততার মাঝে অতি সংক্ষেপে এই পোস্টটি সবার কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন জানিয়ে ও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকেই দিয়ে দিলাম । কারন কাল কোথায় থাকবো জানিনা, তাই সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর আক্ষেপটা নিয়ে যেন চলে যেতে না হয় সেই জন্যই দেয়া । গত ২ টি বছর যারা আমার ব্লগে নিয়মিত এসেছেন এবং মন্তব্য দিয়ে উৎসাহ ও ভালোবাসা জানিয়েছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম । ভালো থাকবেন এবং বাংলাদেশ কে মন থেকে ভালোবাসার চেষ্টা করবেন সবসময়।।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৪৫
কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ
২| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৫৫
C/O D!pu... বলেছেন: ২য় বর্ষপূর্তির শুভেচ্ছা...
আপনি আমাকে সালমানের দূর্লভ নাটকগুলো জোগাড় করে দিতে পারবেন ? আপনার সংগ্রহ এবং তথ্যের যোগান হিংসা করার মতন...
ভালো থাকবেন...
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:০১
কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ দিপু ভাই ।
পারবো , আমি একটু ব্যক্তিগত কিছু ঝামেলা ও ব্যস্ততা গুছিয়ে নিই এরপর দিবো
৩| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৫৬
হাবিব০৪২০০২ বলেছেন: আপনার এক একটা পোষ্ট বহুত পরিশ্রমের ফল
২য় বর্ষপূর্তির শুভেচ্ছা এবং শুভকামনা রইলো
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:০৩
কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । চেষ্টা করি সবাইকে ভালো কিছু দেয়ার ।
৪| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ২য় বর্ষপূর্তির অনেক শুভেচ্ছা রইল। বাংলা সিনেমা এবং গান নিয়ে আপনার প্রচেষ্টা অতুলনীয়! অনেক ভালো থাকবেন। +
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:০৫
কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ । বাংলা কে নিয়ে আমার সব স্বপ্ন তাই চেষ্টা করে যাওয়া মাত্র। আপনার ব্লগ শুন্য কেন? সব পোস্ট গেলো কোথায়?
৫| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৫৯
নিরপেক্ষ মানুষ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা।ফেবুতে আপনের লগে বহুত কথা হইতো কিন্তু ব্লগে যোগযোগ হয়না তাই আমার নাম নাই এখানে (দেখিতো আমারে চিনেন কিনা)
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:০৬
কবি ও কাব্য বলেছেন: ভাই দিলেন তো চিন্তায় ফেলাইয়া, এই বুড়া মানুষটার উপর আর কত অত্তাচার করবেন? নামটা কইয়া ফেলান । অগ্রিম লজ্জিত ও দুক্ষিত
৬| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:০০
নস্টালজিক বলেছেন: ২য় বর্ষপূর্তির শুভেচ্ছা, পাপ্পু!
ভালো থাকো নিরন্তর!
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:০৮
কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । আপনিও ভালো থাকবেন
৭| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:০২
নিরপেক্ষ মানুষ বলেছেন: ফেবুতে আপনের লেখা থেকে অনেক কিছু জেনেছি
৮| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১৬
জুল ভার্ন বলেছেন: অনেক অনেক শুভ কামনা।
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:২০
কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
৯| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৩০
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ২য় বর্ষপূর্তির শুভেচ্ছা
সামনের বছরও যেন আরেকটা পোষ্ট দেখতে পাই সেই কামনা
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৩২
কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ , ইনশাল্লাহ চেষ্টা করবো ।
১০| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৩৩
এবং ব্রুটাস বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা রইল।
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৩৪
কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ
১১| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার। ++++
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৩৭
কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই
১২| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৫০
আরজু পনি বলেছেন:
কবি ও কাব্য মানেই বাংলা সিনেমা নিয়ে অসাধারণ সব পোস্ট।
অনেক অনেক শুভকামনা রইল বর্ষপূর্তিতে।।
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:০৩
কবি ও কাব্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম ...... ভালো থাকবেন
১৩| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৫৫
আরজু পনি বলেছেন:
কবি ও কাব্য মানেই বাংলা সিনেমা নিয়ে অসাধারণ সব পোস্ট।
অনেক অনেক শুভকামনা রইল বর্ষপূর্তিতে।।
১৪| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৫৭
আরজু পনি বলেছেন:
এতোক্ষণে যাও লোড কমপ্লিট হলো...তাও দুইবার একই কমেন্ট
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:০৫
কবি ও কাব্য বলেছেন: আমার ব্লগটাও আমার মতো আপনার সাথেই শুধু দুষ্টুমি করে
১৫| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:১২
নিরপেক্ষ মানুষ বলেছেন: সাহসী ভীতু
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:১৮
কবি ও কাব্য বলেছেন: হায় হায় কছ কি মোমিন? এই আমি কি করলাম ? এক্ষুনি দিতেছি ভাই, আমি খুব খুব দুক্ষিত
১৬| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
২য় বর্ষপূর্তির অনেক শুভেচ্ছা রইল।
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:২১
কবি ও কাব্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই ,বাংলাদেশ জিন্দাবাদ
১৭| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: মিষ্টী খাবো !
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:৪৯
কবি ও কাব্য বলেছেন: দেখা হলে খাওয়াবো ইনশাল্লাহ
১৮| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:২৫
কাজী মামুনহোসেন বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা রইল।
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:৫০
কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ
১৯| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দ্বিবর্ষ পূর্তির শুভেচ্ছা।।
০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১২
কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ দুর্জয় ভাই
২০| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
মাহতাব সমুদ্র বলেছেন: শুভেচ্ছা নিবেন।
০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ
২১| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২
সোনালী ডানার চিল বলেছেন:
২ বর্ষপূর্তির অনেক শুভেচ্ছা,
ভালো থাকুন সবসময়.................
০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:৪০
কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । আপনিও ভালো থাকবেন
২২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৪৮
মোঃমোজাম হক বলেছেন: ২য় বর্ষপূর্তির শুভেচ্ছা এবং শুভকামনা রইলো
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৫১
কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ মোজাম ভাই
২৩| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৭
মনিরা সুলতানা বলেছেন: বর্ষ পূর্তির অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া ...
আপনার জন্য দিল্লি কা লাড্ডু ...
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫১
কবি ও কাব্য বলেছেন: ey vabe dillir laddu dile hobena,tobe thanks
২৪| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৩
কালা মনের ধলা মানুষ বলেছেন: আমি হলাম সেই লোক, যে বন্ধু বান্ধব এবং ব্লগার দের আড্ডায় গর্ব করে বলে, কবি ও কাব্যের মতো সেলিব্রেটির সাথে আমার ব্যাক্তিগত পরিচয় আছে, তার সাথে ফোনে কথাও হয় অনেক সুখ দু;খের।
আপনার সাইট থেকে যে কী পরিমান গান নামিয়েছি আর এত দূর্লভ সংরহ দেখে যুগপত আনন্দিত এবং বিস্মিত হয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবেনা। আমার পিসিতে আপনার নামে আলাদা ফোল্ডারই করা আছে, যেখানে আমার হারিয়ে যাওয়া সেই স্বর্ণযুগের গান গুলো রক্ষিত। যাই গান গুলোর ক্যাসেট এখনো আমার আছে কিন্তু তা আর শোনার অবস্থায় নেই। আমার কাছে এই গান গুলো অমূল্য সম্পদ।
সত্যি সত্যি আমি গর্বিত আপনার সাথে পরিচিত হয়ে। আপনার মত খুব কম মানুষই পারে নিরহঙ্কারী হয়ে অন্যকে আপন করে নিতে। আপনার সাহস, প্যাট্রিয়টিজম আর ডেডিকেশনের অর্ধেক পেলেও বর্তে যেতাম।
ভালো থাকুন পাপ্পু ভাই।
১৭ ই জুন, ২০১৩ রাত ৯:২৩
কবি ও কাব্য বলেছেন: অনেক লজ্জা পেলাম ধলা ভাই । আমি কোনদিন সেলিব্রেটি হতে চাইনা । আপনাদের ভালোবাসাই আমাকে লিখার অনুপ্রেরনা দিয়ে যায় । আপনাদের জন্যই লিখি ও লিখবো । অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো
২৫| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:০০
নোমান নমি বলেছেন: পাপ্পু ভাই আপনি আমার অনেক গানের যোগানদাতা। অনেক পুরানো যেসব গান শুনছি ভাবি নাই এসব গান এই যুগে পাবো। সেসবও আপনার কাছ থেকে পাইছি। আমি রেডিও বিজির ৩৫ তম মেম্বর ছিলাম। সারারাত আপনার পেজে গান শুনতাম।
চালাইয়া যান পাপ্পু ভাই। শুভেচ্ছা।
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৭
কবি ও কাব্য বলেছেন: ভাইজান আপনাদের সাথে চমৎকার আড্ডার কথা কোনদিন ভুলবো না । আপনাদের জন্যই কয়েক হাজার অডিও ক্যাসেট অ্যালবাম ভাণ্ডারে এনেছি । নিজেকে একটু গুছিয়ে নিই , আরও অনেক কিছু দিবো ইনশাল্লাহ ।
ভালোবাসার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা
২৬| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
হাছুইন্যা বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো ভাই..
ভালো থাকুন সবসময়।
০৫ ই জুন, ২০১৩ রাত ৮:১৬
কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনিও ভালো থাকবেন
২৭| ০৫ ই জুন, ২০১৩ রাত ১০:০৮
ডানামনি বলেছেন: ২য় বর্ষপূর্তির শুভকামনা। অনেক দেরীতে আপনার ব্লগ এ এসেছি। তবে এসে লাভ হয়েছে বিস্তর। নিয়মিত আরও ভাল পোস্ট দিন। ভাল থাকুন।
০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৭
কবি ও কাব্য বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য । ভালো থাকবেন
২৮| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনার বর্ষপূর্তি শুভ হোক।
আমার মত একজনকে স্মরন করেছেন দেখে সত্যিই আনন্দিত।
কামনা করছি আগামী বছরটাতেও আপনাকে এমন পোস্ট দিতে আবার যেন দেখতে পাই। ততদিন সুন্দর কাটুক আপনার ব্লগীয় জীবন।
২৯| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৬
দোলাভাই বলেছেন: ২য় বর্ষপূর্তির শুভেচ্ছা থাকল
৩০| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৪
সহ্চর বলেছেন: খাইসে আমারে!!!
চিন্তা করতাসি আপনার লেখার " সহচর " অংশ টুকু প্রিন্ট কইরা বান্ধায়া রাখুম।
বিয়া করতে গেলে পাত্রী পক্ষরে দেখাইলে আমার সম্পর্কে নিশ্চয়ই একটা ভাল ধারনা পয়দা হইব। :!> :#>
যাইহোক বর্ষপূর্তির শুভেচ্ছা পাপ্পু ভাই। লিখে যান।
বাই দ্যা ওয়ে আমার পাসওয়ার্ড হারায়া গেসে বিধায় ব্লগে লগিন করতে পারছিনা। মডু রে মেইল করছি। পাসওয়ার্ড ফেরত পেলেই আবার ব্লগিং শুরু করব ইনশাআল্লাহ।
৩১| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৫
মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা ।
৩২| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩১
মামুন হতভাগা বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন থাকল
৩৩| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:১৩
তির্থক আহসান রুবেল বলেছেন: আবার আমার নাম ভুল। তির্থক বানানটা হ্রস ই কার দিয়ে লিখি বস................
৩৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:২৭
কয়েস সামী বলেছেন: ২য় বর্ষপূর্তির শুভেচ্ছা
৩৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৩৯
~মাইনাচ~ বলেছেন: ২য় বর্ষপূর্তির শুভেচ্ছা
প্রতি প্যারার পর গ্যাপ দিলে পড়তে ভাল হয়। নাম গুলোও দেখা যাচ্ছেনা তাই।