নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম চোর পেশায় একজন আইনজীবী। তিনি নিজের ব্যাপারে উদাসিন, অন্যের ব্যাপারে সচেতন, এবং দেশের ব্যাপারে বেশি সচেতন।

কলম চোর

কলম চোর › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ: মুক্তচিন্তা

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২২

কিছু কিছু বিলুপ্ত প্রজাতির উম্মাদ আমাদের সমাজে আছে যাদের লেখা পড়লেই মেজাজ তিরিক্ষি হয়ে ওঠে। সেই সকল প্রতিবন্ধীগণ নিজেদের মুক্তচিন্তার ধারক-বাহক বলিয়া সকলের নিকট জাহির করিতে চান। তাদেরকে রক্ষার জন্য সমাজে এক শ্রেণীর রক্ষীতা দিন রাত মেহনত করেন!!

মুক্তচিন্তা মুক্তচিন্তা করে যারা গলা ফাটিয়ে চিৎকার করেন তাদের কে বলি, নাস্তিক মানেই কি ইসলাম কিংবা ধর্ম নিয়া গালাগালি ? মুক্তচিন্তার লেখক কখনো অন্যকে গালি দিবেন না, তিনি যুক্তি ভিত্তিক কথা বলবেন। সেলিব্রেটি হওয়ার জন্য সাধারন মানুষদের বিশ্বাস নিয়ে যা ইচ্ছা তা বলা তাও আবার যুক্তি ছাড়া, এগুলো মুক্তচিন্তার আওতায় পড়ে না।
মত প্রকাশের স্বাধিনতা সম্পর্কে লেখক Evelyn Beatrice Hall, যিনি ছদ্বনাম S.G. Tallentyre হিসেবে লিখেন ,তিনি বলেন "I disapprove of what you say, but I will defend to the death your right to say it." মানে "আপনি যা বলছেন আমি তার সাথে একমত নই তবে আমি আমার মৃত্যু পর্যন্ত আপনার কথা বা বাকস্বাধীনতার জন্য লড়াই করে যাব।"
এখন আপনার মুক্ত চিন্তার জন্য আমি লড়াই করতে প্রস্তূত কিন্তু সেই মুক্তচিন্তার দোহাই দিয়ে আপনি র্নিবোধের মত আমার ধর্ম কে আমার নবী কে আমার বিশ্বাস'কে আমার সৃষ্টিকর্তাকে খুব বাজে ভাবে খারাপ ভাষায় উপস্থাপন করবেন, সেটা কি ঠিক ???
মুক্ত চিন্তা মানে মিথ্য বলা নয়, মুক্ত চিন্তা মানে অন্যকে ইনসাল্ট/অপমান করা নয়। আমার বিশ্বাস কে সম্মান করতে না পরলে আপনার সে বিষয়ে কথা বলার অধিকার নেই।

আস্তিক বা নাস্তিক হওয়ার আগে সবার উচিৎ ভাল মানুষ হওয়া। সেই ভাল মানুষ হতে ধর্ম আপনাকে সাহাজ্য করে, আর যদি ধর্ম না মানেন তবুওতো কথা একটাই "সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই"।

(সম্পূর্ণ ব্যাক্তিগত অভিমত থেকে কথা গুলো বলেছি। অনেকেই হয়তো দ্বিমত পোষন করতে পারেন। তবে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন। গঠন মূলক সমালোচনা কাম্য)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩১

রুদ্র জাহেদ বলেছেন: আস্তিক বা নাস্তিক হওয়ার আগে সবার উচিৎ ভাল মানুষ হওয়া। সেই ভাল মানুষ হতে ধর্ম আপনাকে সাহাজ্য করে, আর যদি ধর্ম না মানেন তবুওতো কথা একটাই "সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই"।

এখানটাতে মানুষই পরম।কিন্তু তা না বুঝে ধার্মিক না বুঝে না নাস্তিক

শুভ ব্লগিং

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪

কলম চোর বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.