নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম চোর পেশায় একজন আইনজীবী। তিনি নিজের ব্যাপারে উদাসিন, অন্যের ব্যাপারে সচেতন, এবং দেশের ব্যাপারে বেশি সচেতন।

কলম চোর

কলম চোর › বিস্তারিত পোস্টঃ

বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা এবং অন্ধকার ভবিষ্যৎ

৩০ শে মে, ২০১৬ রাত ১০:১২



এই লেখা পড়ার আগে মাছরাঙা টিভির এই খবর দেখার জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করবো। লিঙ্ক নীচে

https://m.youtube.com/watch?v=VnwAZ0bIjdY


নেপোলিয়ান বলছিলেন “আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিবো”!

বাংলাদেশের মা’দের অবস্থা ভিন্ন, তারা সারাক্ষণ স্টার জলসা জি বাংলায় সিরিয়াল দেখে আর কূটনামি শিখে! তাদের সন্তানরা আই এম জিপিএ ফাইভ শিখবে না তো শিখবে টা কি?

অপারেশন সার্চ লাইট কি?

যে অপারেশনে বাত্তি জ্বলে তাহাই অপারেশন সার্চ লাইট......!!!
আমাদের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়া চিন্তা করার জন্য সুদূর আম্রিকা ইউরোপ যাওয়ার দরকার নাই! পাশের দেশ ভারতের সাথে তুলনা করলেই বুঝবেন এই দেশে কত ছাগল পাগল বের হয় প্রতি বছর! ভারতের আই আই টি পাস করা সুন্দর পিচাই মাত্র ৪০ বছরে গুগলের CEO হয়, পুরা আম্রিকার সর্বোচ্চ বেতন পাওয়া CEO! আর বাংলাদেশের দামাল ছেলেরা তখন গুগলে বইসা বইসা ভারতের সানি লিওনের পর্ণ সার্চ করে!

ইন্টারনেট বলতে তারা বুঝে ফেসবুকিং, রেডিও মুন্নাতে লাইক দেওয়া, আর ইন্টার পাস ফেসবুক সেলেব্রিটিদের ফলো করা আরিফ ভাঁড় হোসেন, সালমান মুক্তাদিরকে আইডল মানা!

তাদেরকে কাছে বিজ্ঞানের বই পিথাগোরাস গুরুত্ব পায় না, গুরুত্ব পায় লিটনের ফ্ল্যাট অথবা লিফটে আটকে পড়া তরুণী!

উদাহরণ দিতে চাইলে আরও অনেক উদাহরণ দেওয়া যাবে, জাস্ট একটা উদাহরণ দিতে চাই, আমরা কি কখনো প্রশ্ন করছি যে ছেলে বা মেয়ে HSC তে জিপিএ ৩.৫ অথবা ৪.০০ পায়, সে কিভাবে প্রাইভেট ভার্সিটি থেকে সিজিপিএ ৪ এ ৩.৯০ বা ৩.৮০ পায়! কজ মানি টকস! প্রাইভেটের কাউকে ছোট করছি না, শুধুমাত্র যারা ফার্স্টফুডের মত দোকান খুলে সার্টীফিকেটের নামে ব্যবসা করতাছে তাদের কথা বলতাছি! ২০১৪ সাল কিংবা তার আগে পরে সাম্প্রতিক যারা সরকারি বা বেসরকারি মেডিকলে চান্স পাইছে আমি মারা গেলেও তাদের চিকিৎসা নিবো না, কারণ তাদের চিকিৎসা নিলে যদি দুই দিন পরে মরার কথা থাকে তাহলে দুই দিন আগেই মইরা যাইতে হবে।

আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্তা পুরাটাই ফাস্টফুডের দোকানের মত খাইতে মজা কিন্তু খাওয়ার পর পুরাটাই বদ হজম......

ফ্রান্স আই এম গি পি এ ফাইভ! আমার জন্য হাগার হাগার লাইক চাই!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:২৬

ইমরান আশফাক বলেছেন: বেশ বলেছেন =p~

তবে আমি আপনার সাথে একমত।

৩০ শে মে, ২০১৬ রাত ১০:৩৪

কলম চোর বলেছেন: আমরা এক অন্ধকার ভবিষ্যতের দিকে এগুচ্ছি। মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:৩০

রোয়ানু বলেছেন: এরাই আবার দেখবেন বিভিন্ন কোটায় সরকারী কম্মকত্তা হয়ে দেশ সেবায় নেমে যাবে .. বিলিব আমি! :)

৩০ শে মে, ২০১৬ রাত ১০:৩৬

কলম চোর বলেছেন: একদা হুমায়ুন আজাদ বলেছিলেন "যার নাই প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার যোগ্যতা, সে হইয়া গেছে প্রধানমন্ত্রী। আর এরকম লোকেরা যখন আইন প্রনয়ন করবে তখন এইরকম একটা উজবুক প্রজন্ম তৈরি হতে বাধ্য"।
যেটা এখন তৈরি হইতেছে।

৩| ৩১ শে মে, ২০১৬ সকাল ৯:০৫

রোয়ানু বলেছেন: নোটিফিকেশন ৮
রেজাল্ট ০
অথচ লেখত আমার মন্তব্যের যে উত্তরটি দিয়েছেন সেটি ওনার এই পোষ্টে ঢুকে আবিষ্কার করলাম .... ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.