![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জি, যাদের ছবি দেখছেন তারা বাংলাদেশের পুলিশ বাহিনীর গর্বিত সদস্য। বর্তমানে দেশের আইনের হত্তা-কর্তা-বিধাতা !!
আইনের প্রতি তাদের বিনম্র শ্রদ্ধা দেশে গর্বে বুক ফুলে ওঠে। দেখি আইন তাহাদের এই কিত্তিকলাপ সম্পর্কে কি বলছে।
‘মটরযান অধ্যাদেশ ১৯৮৩’ এর ১৩৭ ধারা মোতাবেক “যদি কোন ব্যক্তি গাড়ীতে মেটালিক নাম্বার প্লেট ব্যবহার করে, নাম্বার প্লেট অস্পষ্ট, বাম্পার দ্বারা নাম্বার প্লেট আবৃত থাকে তাহলে উক্ত ড্রাইভার বা মালিকের ২০০/- টাকা জরিমানা হবে”
একই আইনের ১৪৯ ধারায় বলা আছে – “মটর সাইকেলে হেলমেট ব্যবহার না করিলে-জরিমানা হবে ৩০০/- টাকা”
ছবির পুলিশ বাহিনীর সদস্য আইনের দুটি ধারা লঙ্ঘন করেছে এবং বিধান মোতাবেক তাদের জরিমানা হওয়ার কথা ৫০০/- টাকা।
সাধারণ মানুষ আইন লঙ্ঘন করলে তাদের জন্য পুলিশ আছে, কিন্তু তারাই যখন আইন লঙ্ঘন করেন তখন সেগুলো দেখার জন্য কে থাকে ??
সাধারণ মানুষ ঢেউটিন, আর তাহারা কি জালালাবাদের রঙিন টিন?? আসলেই কথাটা ঠিক- 'মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ'’।
কবির ভাষায় বললে—সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ পুলিশ করে মানুষ করনি।
২| ১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
আমি দেলোয়ার বলেছেন: আইনের রক্ষক যদি আইনের ভক্ষক হয়, তাহলে তাদের বিচার করবে কে !
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৬
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: তারা হল হাতির মতন কানে জন্য শরীল চক্ষে দেখেনা। তাদের কে বলার কেউ নাই।