নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম চোর পেশায় একজন আইনজীবী। তিনি নিজের ব্যাপারে উদাসিন, অন্যের ব্যাপারে সচেতন, এবং দেশের ব্যাপারে বেশি সচেতন।

কলম চোর

কলম চোর › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল দেশ, ডিজিটাল........

২২ শে জুন, ২০১৬ রাত ১:৪৫



হিসাবটা তেমন কেউ করবে না।
বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এপ্রিলের হিসেবে দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১২ কোটি ৪৭ লাখের বেশি। আর মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী চার কোটি ৪২ লাখের বেশি। ( সূত্র:http://www.btrc.gov.bd/telco/mobile)

সারা দেশে বায়োমেট্রিক চিরুনি অভিযানের দেশের প্রায় ৭০% সিম ইতিমধ্যেই বায়োমেট্রিক পাশ করেছে অর্থাৎ প্রায় ৯ কোটি সিম নিবন্ধন হয়েছে এবং এখনো হচ্ছে।
এখন একজন গ্রাহক যদি প্রতিদিন ১০ টাকার কথা বলে তাহলে মাসে সে কথা বলছে ১০*৩০=৩০০/- টাকার।
৯ কোটি গ্রাহক যদি গড়ে ৩০০ টাকার কথা বলে তাহলে আসবে ( ৩০০*৯০০০০০০০= ২৭,০০,০০,০০,০০০/- টাকা।
কিন্তু হিসাব অন্য জায়গায়। আমাদের অর্থ মন্ত্রী সাহেব বলেছেন প্রতি ১০০ টাকায় ২১ টাকা কেটে নেওয়া হবে। ওড়ড়ৎাৎ ২১% ভ্যাট দিতে হবে। এমনিতেই আমাদের মোবাইল ফোন ও ইন্টারনেট সেবায় বর্তমানে ১৫% ভ্যাট দিতে হয়। এ ছাড়া ৫ শতাংশ সম্পূরক শুল্ক ও ১ শতাংশ সারচার্জ যোগ হলে ১০০ টাকার ব্যবহারে গ্রাহকদের মোট ২১ টাকা বেশি খরচ করতে হবে।
এবার আসুন ডট মিলাই ২৭০০০০০০০০০*২১= ৫৬৭,০০,০০,০০,০০০/- টাকা।
আপনার মাথার ঘাম পায়ে ফেলা ৫৬৭,০০,০০,০০০/- টাকা সরকার বগলদাবা করে নিয়ে যাবে।
কোন ব্যাপার না। আসুন আমরা সবাই এক নাকে সুরেশ অন্য নাকে রাধুনির সরিষার তেল দিয়ে ঘুমাই। আর যাদের নস্যি নেওয়ার অভ্যাস আছে তারা নস্যি দিয়ে ঘুমান। আর ঘুমের মধ্যে উন্নয়নের স্বপ্ন দেখে চিৎকার দিয়ে গান ধরুন " পেছনে ফেলে সামনে বাড়ো... জয় বাংলা বলে আগে বাড়ো।"

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ রাত ২:১৪

বিবেক ও সত্য বলেছেন: ভাল বলেছেন

২২ শে জুন, ২০১৬ রাত ২:৩৫

কলম চোর বলেছেন: Thank you.

২| ২২ শে জুন, ২০১৬ সকাল ৭:০৩

ডঃ এম এ আলী বলেছেন: গুরুত্বপুর্ণ তথ্যের সন্নিবেশ ভাল লাগল ।

২৬ শে জুন, ২০১৬ রাত ৯:৫৪

কলম চোর বলেছেন: ধন্যবাদ ডাক্তার সাহেব।

৩| ২৪ শে জুন, ২০১৬ রাত ১২:১৬

বুকা ছেলে বলেছেন: জয় বাঙলা
জয় ভারত মাতা

২৬ শে জুন, ২০১৬ রাত ৯:৫৬

কলম চোর বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ

৪| ২৭ শে জুন, ২০১৬ রাত ১২:০৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ কলম ভাই । জনান্তিকে ছোট একটু সংশোধন, ঘটনা চক্রে সুয়োগ পেয়েছিলাম বলে পিএইচ ডি টা করে পাওয়া টাইটেল ডক্টর এর ড: নামের পুর্বে লিখি । আমি ডা : মানে ডাক্তার নই । এ ভুলটা অনেকেই করেন । বললাম একারণেই যে সামুর পাতায় আমার লিখাকে একজন ডাক্তারের লিখা হিসাবে যেন মুল্যায়ন করা না হয় । কারণ বিশেষায়িত ডাক্তারী জ্ঞান আমার নেই ।
যাবার আগে আবারো বলে যাই আমাদের রাবিস অর্থমন্ত্রীর চমতকার হিসাবটা অতি সুন্জাদরভাবে অংক কষে জানান দেয়ার জন্য ।
শুভ কামনা রইল , ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.