নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম চোর পেশায় একজন আইনজীবী। তিনি নিজের ব্যাপারে উদাসিন, অন্যের ব্যাপারে সচেতন, এবং দেশের ব্যাপারে বেশি সচেতন।

কলম চোর

কলম চোর › বিস্তারিত পোস্টঃ

জিরো থেকে হিরো আলম:

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৯




শাপে বর কথাটা বোধ হয় নিছক প্রবাদ বাক্যই নয়, এটার বাস্তব প্রয়োগ যে মাঝে মাঝে পাওয়া যায়। বর্তমানে তার উজ্জ্বল দৃষ্টান্ত আশরাফুল আলম যাকে আমরা সবাই চিনি 'হিরো আলম' নামে। সামান্য সিডি বিক্রেতা থেকে কেবল ব্যবসায়ী, অত:পর মিউজিক ভিডিও মডেল বর্তমানে ফেসবুক কাপানো তারকা!!
ফেসবুকের বিভিন্ন পেজ,গ্রুপে তাকে নিয়ে মাত্রাতিরিক্ত লাফালাফি এবং পচানির জন্য রাতারাতি তারকা বনে গেছেন!! আমি যখন হিরো আলমের একটি গানের ভিডিও প্রথম দেখেছিলাম তখন তার ভিজিটর ছিল তিন হাজারের মত। মাত্র তিন দিন পরে সেই ভিডিওটি দেখলাম ৪০ হাজার ছাড়িয়েছে!! কারণ আমরাই তাকে তারকা বানিয়ে দিচ্ছি।
এখন মুসফিক, তাসকিনের মত জাতীয় দলের সুপারস্টাররা তার সাথে সেলফি তোলায় ব্যাস্ত, ইলেক্ট্রনিক মিডিয়া তার সাক্ষাতকার নিতে ব্যস্ত আর প্রিন্ট মিডিয়া নিয়ে প্রতিবেদন লেখায় ঘাম ঝরাচ্ছে।

হিরো আলমের একটাও মিউজিক ভিডিও জাতের না। এককথায় থার্ড ক্লাস, তারপরো মানুষটার ভাগ্যের গুণে সকলের নিকট পরিচিত হয়েছে। ভবিষ্যতে হয়তো আরো উপরে যাবে যেটা কেউ বলতে পারবে না। এইজন্য বাংলায় একটা কথা আছে "বিদ্যার থেকে বুদ্ধি বড়, বুদ্ধির থেকে ভাগ্য বড়"।

একটা গান শুনেছিলাম " বন্ধু আমার পানের দোকানদার ", তখন ভেবেছিলাম যারা এই গান শোনে তাদের রূচি কি? আর যারা গায় তারা কোন পর্যায়ের শিল্পী?? সেই শিল্পী এখন দেশের টপ গায়িকা এবং সংসদ সদস্য। এগুলো দেখলে "বুকটা ফাইট্টা যায়"।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪২

মূল-উপদল বলেছেন: একটা আতেল কে হিরো বানাইলো, মিডিয়া কি না পারে, দুর্মুখেরা কদিন পর হেরেই দেখাইয়া কবে, দেখ দেখ এইটা বাংলাদেশের হিরো!

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২০

কলম চোর বলেছেন: মিডিয়া সব পারে

২| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৭:১৯

রিফাত_হাসান বলেছেন: 'তারপরো মানুষটার ভাগ্যের গুণে সকলের নিকট পরিচিত হয়েছে।'

আপনার একথার সাথে দ্বী-মত প্রকাশ করছি। যতদূর মনে পড়ে তিনি চেষ্টা করেছিলেন হিরো হওয়ার। আজ তিনি সফল। যারা কোন কিছু করতে সফল হন না তারাই 'ভাগ্য'-কে টেনে আনেন।

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৯

কলম চোর বলেছেন: আপনি দ্বীমত পোষণ করতেই পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
হ্যা সে ফেমাস হতে চেয়েছিল আর ভাগ্য তার সহায় হয়েছে।
এতো ফেমাস কারণ আমরা যখন হিরো আলম নিয়ে মাতামাতি করেছিলাম। তখন হিরো আলমেরই উপকার হয়। তার ভিডিওগুলোর ভিজিটর গত কিছু দিনে লাখ ছাড়িয়েছে। কারণ আমাদের মতো অনেকেই মজা করার ছলে হিরো আলমের প্রচারের দায়িত্ব নিয়েছি। আমাদের এই স্ট্যাটাস গুলা হিরো আলমের তারকাখ্যাতি বাড়িয়েছিল। তাচ্ছিল্যকর স্ট্যাটাস পড়ে দু-একজন গুগলে সার্চ করে হিরো আলমকে খোঁজা শুরু করেছে।
আমরা অনেক বোকা। এই বোকাদের কারণে হিরো এখন তারকা।
মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.