![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গেল কিছু দিন আগে কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে থাকার ঘোষনা দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা এজন্য আমি নেত্রীর উপর বেজায় খুশি
অত:পর কি হইলো?? ভারতের পাশে থাকার ঘোষনার পর পরই ২০ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৫টার দিকে পাটগ্রামের দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (BSF) গুলিতে হজরত আলী(৩৮) নামে এক হতভাগ্য প্রাণ হারালো ।
আর আজ ২৩ সেপ্টেম্বর BSF এর গুলিতে ঝিনাইদহে জসিম মন্ডল ( ২৬ ) & কুড়িগ্রামে দুখু মিয়া (২৮) নিহত হয়েছেন।
বাহ!! কি চমৎকার!! তাদের পাশে থাকার ঘোষনার পর পরই এমন পুঙ্গি বাজিয়ে দিল?? আফটার বন্ধু প্রিতম দেশ বলে কথা!! এমন ভাবে পুঙ্গি বাজাতেই পারে। আর 1971এ তারা যে সাহায্য করেছে সে তুলনায় এ দেশের সীমান্তে যদি বছরে ৫০-৬০ জন জীবন বলিদান করেন তবুও ভারতের ঋণ শোধ হবে না।
অন্যদিকে এদেশের কিছু রেন্ডিয়াপ্রেমী দালাল এবং চেতনা ব্যবসায়ী বলবেন, যারা মারা গেছে তারাতো গরু চোরাচালানকারী, BSF' এর গুলিতে মরেছে, ঠিক হয়েছে।
সে সকল রেন্ডিয়া প্রেমীদের বলবো, বাংলাদেশের সকল সীমান্ত থেকে প্রতিদিন অবাধে বিভিন্ন প্রকার মাদক যেমন, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ( যদিও ইয়াবার সিংহভাগ আসে বার্মা থেকে) প্রবেশ করে। কৈ সে সময় তো কাউকে মরতে দেখি না??
সে সময় কি BSF এর গুলি শেষ হয়ে যায়, নাকি তারা তখন নাকে নস্যি দিয়ে ঘুমায়?? উত্তরের প্রতিক্ষায় রইলাম।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৩২
প্রজ্জলিত মেশকাত বলেছেন: সহমত। মাদক পাচারের সময় ওদের বন্দুকের গুলি চলেনা। সাবেক বিডিআর ৪৫ টি সীমান্তবর্তী ফেন্সিডিল কারখানার লিস্ট দিয়েছিল। বিএসএফ বা ভারত সরকার কিছুই করেনি। ওরা পরিকল্পিতভাবে আমাদের যুবসমাজকে ধ্বংস করতে চায়। তারপরও চাঁদগাজীদের ভারতলেহন থামবেনা। Shame on চাঁদগাজী। এদের মত নিকৃষ্ট দালালদের জন্যই আজো সীমান্তে প্রাণহানী ঘটে চলেছে অবিরাম।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০১
অরিন্দম চক্রবত্রী বলেছেন: we will block all illegal entrants,bd should also block all illegal entrants in their country,it their responsibility in their land...
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮
চাঁদগাজী বলেছেন:
"২০ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৫টার দিকে পাটগ্রামের দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (BSF) গুলিতে হজরত আলী(৩৮) "
-ভোর ৫ টায় আপনি বর্ডার এলাকায় যাবেন কিনা!