![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম : নিক ভুইয়টসিক
সবই আছে, খালি তিনটি হাত আর দুইটি পা নাই। তৃতীয় হাত বুঝেছেন তো? সবচেয়ে বড় হাত, অজুহাত।
উনি শামুকের মত শরীর বাকিয়ে চলাফেরা করেন। আই মিন, মাথা প্রথমে ফ্লোরে ঠেকান। তারপর শরীরকে ভাজ করে সামনে এগোন।
পা না থাকলেও আল্লাহ পাক তার শরীরের এক চিপা দিয়ে দুইটি আঙ্গুল বের করে দিয়েছেন। উনি দুই আঙ্গুল দিয়ে মিনিটে ৪৭টি ওয়ার্ড টাইপ করতে পারেন।
উনি এই দুই আঙ্গুল নিয়ে দুইবার গ্রাজুয়েশান করেছেন। ফাইনান্সিয়াল প্লানিং ও অ্যাকাউন্টিং। আমরা অনেকে অবশ্য দুইবার জন্ম নিয়েও দুইবার গ্রাজুয়েশানের কথা ভাবতেই পারি না।
উনি একজন মটিভেশনাল স্পিকার। ৫৩ বার রিজেক্ট হওয়ার পর উনি প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ পান। বক্তৃতার মঞ্চে নুলা লোককে উঠতে দেখে ১০০০ জন শ্রোতার মধ্য থেকে ৯৯০ জন উঠে চলে যান।
ঐদিন কেবল মাত্র ১০ জন শ্রোতা অবশিষ্ট ছিলেন। কিন্তু উনি টিল নাউ, মাত্র ৩০ লক্ষ লোককে অনুপ্রাণিত করেছেন।
উনি লাভ ম্যারেজ করেছেন। উনার স্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিলো, "আপনার ছেলে পেলে হলে তাদেরও যদি হাত পা না থাকে, তাহলে কি হবে।" উনি উত্তরে বলেছিলেন, "আমি তাকে আরেকটি নিক ভুইয়টসিক বানাবো।"
https://en.wikipedia.org/wiki/Nick_Vujicic
২| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই বিস্ময়কর!
মানুষের দৃঢ় ইচ্ছা শক্তি সবচে বড় ....
+++++++++
১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৩
কলম চোর বলেছেন: ঠিক বলেছেন, মানুষের দৃঢ় ইচ্ছা শক্তি সবচে বড়
৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১৮
রক্তিম দিগন্ত বলেছেন:
সবই আছে, খালি তিনটি হাত আর দুইটি পা নাই। তৃতীয় হাত বুঝেছেন তো? সবচেয়ে বড় হাত, অজুহাত।
কথাটা বেশ তো।
হামা ভাই কয়েকদিন আগে নিককে নিয়ে পোস্ট করেছিল। ওখানে জানতে পেরেছিলাম। রীতিমত অনুপ্রেরণা যোগানোর মত একজন মানুষ সে।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪৪
ক্লে ডল বলেছেন: ইচ্ছা শক্তি মানুষকে কোন উচ্চাসনে নিয়ে যেতে পারে নিক তার চরম উদাহরণ!
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৭
কানিজ রিনা বলেছেন: আপনার বিবেক সত্যর মত চেহারা মনেহোল,