নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম চোর পেশায় একজন আইনজীবী। তিনি নিজের ব্যাপারে উদাসিন, অন্যের ব্যাপারে সচেতন, এবং দেশের ব্যাপারে বেশি সচেতন।

কলম চোর

কলম চোর › বিস্তারিত পোস্টঃ

ইলুমিনাতি, সিম্পসন কার্টুন, মার্কিং নির্বাচন ও দজ্জাল

১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১২



লেখাটা খুব জরুরী.... অদ্ভুত একটা বিষয়, কিন্তু সবার জানাটা উচিত। শুনলে অবাক লাগে। মনে হয়, না... এসব সত্য না। এজন্যেই মূলত লেখা। ইন্টারেস্ট থাকলে একবার চোখ বুলিয়ে নেয়া যায় সহজেই- মার্কিং প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সম্পর্কে সিম্পসন কার্টুন আগেই তাদের একটি পর্বে ইঙ্গিত দিয়েছিল। এটা মনে হতে পারে কাকতালীয়। কিন্তু ১টা, ২টা কিংবা ৩টা ঘটনা কাকতালীয় হতে পারে কিন্তু একের পর এক ঘটনা কাকতালীয় হতে পারে না। মার্কিং নির্বাচন এবং সিম্পসন কার্টুনের ভিডুও দেখুন, Click This Link

সিম্পসন কার্টুনের 9/11, ইবোলা ভাইরাস সহ অন্যান্ন আলোড়ন সৃষ্টিকারী ঘটনা সমূহ ১০-১২ বছর আগেই কার্টুনে দেখানো হয়েছে !!! লিঙ্ক Click This Link

এখন মনে হবে এগুলো কেমনে সম্ভব?? উত্তর- ইলুমিনাতি। এবং হলিউডের বিভিন্ন সিনেমায় ইলুমিনাতি সম্পর্কে & 9/11 এর ঘটনা সম্পর্কে অগ্রিম ইঙ্গিত দেওয়া হয়েছিল। সিনেমা গূলো অবশ্যই 9/11 এর বহু আগেই নির্মিত।
https://www.youtube.com/watch?v=hguXWqHEkMo

'ইলুমিনাতি' বিষয়টা নিয়ে আমাদের জ্ঞান খুবই অল্প। বাংলাদেশীরা তো জানি'ই না। যারা হলিউড মুভিখোরের পর্যায়ে পড়ে তারা বিভিন্ন মুভি দেখে এই শব্দটা মোটামুটি শুনেছেন.... অল্প কথায় একটু আইডিয়া দিই। আমেরিকা নামক রাষ্ট্রটি নিয়ন্ত্রণ করে ইলুমিনাতি নামক একটি গ্রুপ। যারা শয়তানের পূজা করে। অর্থাৎ 'ডেভিল ওরশিপার'। আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকগণ এই ইলুমিনাতি দলের সদস্য। আমেরিকান সরকার আমেরিকান সিটিজেনদের প্রয়োজনের চেয়েও অতিরিক্ত সুযোগ-সুবিধা দেয় একটা কারণে... যাতে তারা হাতের কাছে সবকিছু পেতে পেতে আস্তে আস্তে অলস হয়ে পড়ে। এই অলস আমেরিকানরা যাতে প্রয়োজন হলে কোন ধরণের বিদ্রোহ বা রায়ট করতে না পারে.... যা'ই হোক। আগের প্রেসিডেন্টদের কথা থাক। সাম্প্রতিক কালে আসি। জর্জ ডাব্লিও বুশের বাবা জর্জ বুশ 'নিউ ওয়ার্ল্ড অর্ডার' একটি প্রস্তাবনা আনেন। যার মূল বক্তব্য ছিলো এমন- বিশ্বের জনসংখ্যা কমিয়ে ২ বিলিয়নে নিয়ে আসতে হবে.... এরপর সেই ২০০ কোটি মানুষকে নিয়ে নতুন করে নতুন আইনে বিশ্ব পরিচালনা শুরু হবে।" বিশ্বের জনসংখ্যা কমিয়ে ২ বিলিয়নে আনার একটাই উপায়... একটা বিরাট মাস জেনোসাইড বা বড় গণহত্যা। এবার সবচেয়ে ভয়াবহ কথাটি বলি... এইডস রোগের ভাইরাস সৃষ্টি করা হয়েছে আমেরিকার গোপন ল্যাবরেটরী তে... এই ভাইরাস টেস্ট করা হয় আফ্রিকার বানরের উপর। সেখান থেকে নানান পর্যায় ঘুরে একজন আমেরিকান সমকামী এই ভাইরাস আমেরিকায় নিয়ে আসেন। নতুন ইবোলা ভাইরাসের সৃষ্টি করা হয়েছে আমেরিকান এয়ার ফোর্সের ল্যাবরেটরীতে... এরপর ছড়ানো হয়েছে আফ্রিকায়। কারণটা কি...??
আমেরিকার প্রত্যেকটা প্রেসিডেন্ট দুইবার করে নির্বাচিত হতে পারেন । পরবর্তীতে আইন করে নির্ধারণ করা হয়, পরপর দুই টার্মের চেয়ে বেশি কোন প্রেসিডেন্ট থাকতে পারবেন না। যে আমেরিকার এফবিআই লাদেন বা সাদ্দাম হোসেনকে গর্তের ভেতর থেকে বের করে এনেছে, বিশ্বের সব শক্তিশালী স্যাটেলাইট যাঁদের... তারা নিজের দেশের প্রেডেন্টের হত্যাকারীকে গ্রেফতার করতে পারলো না...?? একটু অবাক করার মতো বিষয় নয় কি?? জর্জ বুশের সন্তান পরবর্তীতে প্রেসিডেন্ট হওইয়া জর্জ ডব্লিও বুশ কোন নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন না। কিছু নির্দিষ্ট সিনেটরের সম্মতিতে তাঁকে প্রেসিডেন্ট বানানো হয়... যিনি ছিলেন ইলুমিনাতি দলের অন্যতম একজন নেতা। বুশ এসেই পৃথিবী কাঁপালেন কিছু ইস্যু দিয়ে। জর্জ বুশ দ্বিতীয়বার ক্ষমতায় এলেন শুধুমাত্র নাইন ইলেভেন বা টুইন টাওয়ার ট্র্যাজেডীর জন্য নেয়া একশনের কারণে.... যার নাম দেয়া হলো 'টেরোরিজম দমন'। একটা মজার বিষয় হলো বুশকে দ্বিতীয়বার ক্ষমতায় আনার জন্যে টুইন টাওয়ার ট্রাজেডী ছিলো সম্পূর্ণ সাজানো একটা নাটক। ইলুমিনাতির বিভিন্ন সাইন আছে... গুগলে একটু সার্চ দিলেই পাওয়া যাবে। আমরা দুই আঙ্গুল উঁচিয়ে 'রক এন্ড রোল' এর যে সাইন দেখাই, সেটা শয়তানের সাইন। তাছাড়া স্ট্যাচু অফ লিবার্টির হাতে যে জ্বলন্ত মশাল আছে সেতাকে বলা হয় আলোকবর্তিকা। কিন্তু এই মশাল শয়তানের একটি রূপ 'লুসিফার' এর সাইন। ইলুমিনাতির সবচেয়ে পপুলার সাইন হলো একটি চোখ.... যেটি আমেরিকার এক ডলার নোটে আছে। 'দাজ্জাল' সম্পর্কে যারা জানেন, তাদের কি মনে পড়ে যে কুরআন বলে দাজ্জালেরও একটি চোখ থাকবে...?? যাকে ধ্বংস করার জন্যে আখেরী জমানায় আবার আসবেন ইমাম মাহাদী...??
তবে কি এই ইলুমিনাতি'ই দাজ্জাল...???
ইলুমিনাতির টিম মেম্বাররা ভয়ংকর স্মার্ট.... হলিউডে নায়ক-নায়িকা, পপ তারকা হতে হলে ইলুমিনাতি মেম্বার হতে হয়। ইলুমিনাতি যখনই টুইন টাওয়ার টাইপ কোন কান্ড ঘটাতে যায়, তখনই আমেরিকায় নতুন নোট চালু করে সেই নোটে ক্লু দিয়ে দিয়ে দেয়। একেবারে প্রকাশ্যে সবকিছু জানিয়ে তারপর কাজ সারে.... এমনি টুইন টাওয়ার ধ্বংসের কাহিনীও ২০০১ এর আগেই আমেরিকান ৫ ডলার নোটে দেয়া হয়েছিলো। কেউ সেটা বুঝতে পারে নি। ইলুমিনাতির সাইন আছে জাতিসংঘের লোগো তে, আছে এমিনেম বা লেডি গাগার ভিডিও তে। সবচেয়ে ভয়ংকর ব্যাপার প্রচন্ড জনপ্রিয় সিম্পসন্স কার্টুনের নানান সময়ের এপিসোডে পরবর্তী ভয়াবহ ঘটনাগুলোর অনেক আগে থেকে ইঙ্গিত দিয়ে দেয়া.... যেমন ১৯৯৭ সালে ৯/১১ এর ঘটনার ইঙ্গিত, ২০১৪ বিশ্বকাপের ৩ মাস আগেই জার্মানীর চ্যাম্পিয়ন হবার ইঙ্গিত, ১৯৯৭ তেই ইবোলা ভাইরাস আসার ইঙ্গিত... যেটার ব্রেকডাউন হয় ১৭ বছর পর ২০১৪ তে.... আজ থেকে ১৫ বছর আগে ২০০০ সালের একটি এপিসোডে তাঁরা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন করা এবং জয়ী হবার ঘটনা প্রচার করে। এর মাঝখানে অলরেডি দুইবার প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেছে... এই কার্টুন ১৫ বছর আগেই এই ভবিষ্যদ্বাণী কিভাবে করলো...?? এখন ট্রাম্প নির্বাচিত হোক, তবেই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে।
হিলারী পোলে এগিয়ে থাকুক, বা জিতুক... নির্বাচনে ট্রাম্পের জয়ী হবার সিদ্বান্ত পুরোনো।
ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে থেকে সে স্ট্রীট গুলো বিভিন্ন দিকে চলে গেছে, সেগুলো কে রেখা ধরে পরস্পর যোগ করা হলে পাওয়া যায় একটি পেন্টাগ্রাম বা পঞ্চভূজ। যা শয়তানের সাইন হিসেবে বেশ পাকাপোক্ত। ইউরোপ আমেরিকার প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপণা বানানো হয়েছে পিরামিডের আদলে.... যে পিরামিড ফারাওদের নিশান এবং একটি প্রধান ইলুমিনাতি সাইন। এতো কথা বলার একটা'ই কারণ। 'জানা' এবং 'জানানো'। সচেতন হবার সময় এসেছে... জ্ঞানের পরিধি খুলুক, এটাই কামনা। ( অধিকাংশ লেখা Arif Moynuddin এর ফেসবুক পোষ্ট থেকে নেওয়া। পোষ্ট তাং - 29 December 2015 · Oklahoma City, OK, United States )

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৫

হুমায়রা আনিস বলেছেন: আপনার একটাও লিংক তো কাজ করে না ভাই..!!

১২ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

কলম চোর বলেছেন: দুঃখিত, এখন ঠিক করে দেওয়া হয়েছে। আপনার সুবিধার্থে লিঙ্ক সমূহ ক্রমানুসারে দেওয়া হলো। ধন্যবাদ, সাথে থাকবেন :)

https://www.youtube.com/watch?v=irrbuaiUMVw&app=desktop

https://www.youtube.com/watch?v=G02rYAXtJHY&spfreload=10

https://www.youtube.com/watch?v=hguXWqHEkMo

২| ১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫

বনলতা-সেন বলেছেন: এর অর্থ হচ্ছে এই যে, সিম্পসন কার্টুনটার পরিচালনা, স্টোরি রাইটিং এইসবের পেছনে ইলুমিনাতির সদস্যরা আছে? এবং তারা এই কার্টুনের মাধ্যমে সতর্কবাণী ছাড়ার চেষ্টা করে?

১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩১

কলম চোর বলেছেন: আমার সেটাই মনে হয় তবে কার্টুনের মাধ্যমে সতর্কবাণী ছাড়ানো নয় বরং তাদের পরিকল্পনার জানান দিচ্ছে। (অনুমান নির্ভর) ।
আরেকটি লিঙ্ক দিচ্ছি, দেখার অনুরোধ রইলো। এটা হিলারী ক্লিন্টনকে নিয়ে। Click This Link

মন্তব্যের জন্য ধন্যবাদ, সাথে থাকবেন।

৩| ১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯

আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: আমেরিকান সরকার ছাড়াও পর্দার আড়ালে কোন গ্রুপের ইঙ্গিত অনেকেই দেয়। এরা খুব সম্ভব শয়তানের অনুসারী। আমাদের বিভিন্ন ধর্মীয় বইগুলোতেও বলা আছে কুফরি কালামের মাধ্যমে এমন কিছু কাজ করা যায় যেটা সাধারণ মানুষ পারে না। এরাও এটাই করছে মনে হয়। এরা তো নিজেরাই বলে 'ঈশ্বরবিহীন আমেরিকা'। আইএসএর মাধ্যমে নৃশংস হত্যাকান্ডের পিছনেও এরাই।

১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৫

কলম চোর বলেছেন: সহমত।

৪| ১২ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: লেখার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ন হলেও লেখাটা অনেক অগোছালো, অপরিপূর্ন। একসাথে অনেক বিষয় সংক্ষেপে বলতে গিয়ে হয়তো এমন হয়েছে, আপনার উচিত ধারাবাহিক ভাবে বিষয়ভিত্তিক লেখা। অপেক্ষায় রইলাম।

১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৭

কলম চোর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিন্স ভাই, ভবিষ্যতে আরো গুছিয়ে লেখার চেষ্টা করবো। সাথে থাকবেন।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০১

কলাবাগান১ বলেছেন: অশিক্ষিত লোকেরাও রূপকথা বিশ্বাস করে

১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২১

কলম চোর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, সাথে থাকবেন।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫০

কলাবাগান১ বলেছেন: আপনার মত সল্প শিক্ষিত লোকে রাই এই সমস্ত গাজাখুরি সস্তা গল্প বিশ্বাস করে এবং আবার পোস্ট ও দেয়...।কমেন্ট মুছেন কেন??? গায়ের চামড়া মোটা না হলে পোস্ট না দিলেই পারেন

১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০২

কলম চোর বলেছেন: ১টা মাইকে যখন কাজ হয় তখন ২টা মাইকের প্রয়োজন নাই। আপনি একই কমেন্ট দুই বার করেছেন, সেজন্য একটি মুছে দিয়েছি।
আর আমি তো আপনাকে জোর করে বিশ্বাস করতে অথবা মানতে বলছি না। আপনার কাছে গাজাখুরি হতেই পারে, এটা একান্ত ব্যক্তিগত বিষয়। আপনার বিশ্বাস কিংবা অবিশ্বাসকে আমি আক্রমণ করবো না।
'ইলুমিনাতি' নিয়ে বিশ্বে মানুষ ২ ভাগে বিভক্ত। কেউ এটা মানে আবার কেউ মানে না। আপনি না মানার দলে, আর আমি মানার দলে। ব্যাস, সিম্পল।
আর গঠনমূলক সমালোচনা করুন ভাই। আপনার মত জ্ঞানী হয়তো আমি নই, আবার আপনি অনেক বছর ব্লগে লিখেন আর আমি লিখছি মাত্র কয়েক মাস। ব্লগে সিনিয়র হিসেবে আপনার নিকট থেকে আমরা ভদ্রতা শিখবো। তাই নয় কি?? অহেতুক 'স্বল্প শিক্ষিত' বুলি আওড়িয়ে আমাদের মত নবাগতদের মনে কষ্ট দেওয়ার কোন মানে নাই। আমার ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

( ব্যক্তিগত জীবনে আমি একজন আইনজীবী, আপনার ব্লগে আপনার কোন পরিচয় আমি দেখতে পাই নাই)

৭| ১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ বিষয়ে ভাল জানতে পারবেন মরহুম ইমন জুবায়ের ভাইয়ে ধারাবািহক পােষ্টে!

ফ্রিম্যাসনারি বিশ্বের প্রাচীনতম গুপ্ত গোষ্ঠী। যে গোষ্ঠীর উদ্ভব হয়েছিল খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের জেরুজালেমের টেম্পল অভ সলোমন-এর কারিগরদের ভিতর। যে গোষ্ঠীটি সাধন করে বিশ্বের প্রাচীনতম রহস্যময় জ্ঞান, যে গোষ্ঠীর সঙ্গে জড়িত মধ্যযুগের কুখ্যাত নাইট টেম্পলারদের বিচিত্র অনৈক কর্মকান্ড; যে গোষ্ঠীর সঙ্গে জড়িত ষোড়শ শতকের ইউরোপের জ্ঞানদীপ্তির যুগ বা ‘এজ অভ এনলাইটমেন্ট’ এবং সপ্তদশ শতকের ‘ম্যাসনিক গিল্ড’ বা ‘রাজমিস্ত্রিদের সংঘ’; সেই গোষ্ঠীই সপ্তদশ এবং অষ্টাদশ শতকে ইংল্যান্ড, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পটপরিবর্তন এবং সমাজবিপ্লবের পিছনে সক্রিয় ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের অদৃশ্য নিয়ন্তা বলে মনে করা হয় যে ফ্রিম্যাসনারি গোষ্ঠীটিকে - সেই গোষ্ঠীর সদস্যদের মধ্যে রয়েছেন প্রখ্যাত ফরাসি লেখক ভলতেয়াল, জার্মান সঙ্গীতবিদ মোজার্ট, মার্কিন বৈজ্ঞানিক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে বর্তমান কালে প্রাক্তন ‘যুদ্ধাপরাধী’ মার্কিন প্রেসিডেন্ট বুশ ---(অংশ বিশেষ)

http://www.somewhereinblog.net/blog/benqt60/29549565

১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৮

কলম চোর বলেছেন: অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। এ ভাবে আমাকে অনুপ্রাণিত করবার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ, সাথে থাকবেন।

৮| ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৩৭

ছদ্মবেশী ভূত বলেছেন: আমরা কান নিয়েছে বলে চিলের পেছনে ছুটছি না তো?

৯| ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৪৩

ছদ্মবেশী ভূত বলেছেন: আপনারা সম্ভবত খ্রীস্টান ইউটিউবারদের ভিডিও দেখে অনুপ্রাণিত। Anti-Christ আর দাজ্জালকে এক হিসেবে দেখাচ্ছেন। ইউটিউবের একটা ভিডিওতে খ্রীস্টান এক প্যাস্টরকে বলতে শুনলাম ইমাম মাহদিই Anti-christ(সাথে কয়েকটা হাদিসের রেফারেন্স দিয়ে দিলেন)। ইসলামে দাজ্জালের ধারণার সাথে ইলুমিনাতি মেলানোর আগে আমার মনে হয় ব্যাপারটা নিয়ে বিশ্লেষণের প্রয়োজন আছে, ভাবার প্রয়োজন আছে। দাজ্জাল এক চোখওয়ালা ঠিক আছে, তাই বলে তার বাকি সব বর্ণনার সাথে Illuminati মেলে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.