নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম চোর পেশায় একজন আইনজীবী। তিনি নিজের ব্যাপারে উদাসিন, অন্যের ব্যাপারে সচেতন, এবং দেশের ব্যাপারে বেশি সচেতন।

কলম চোর

কলম চোর › বিস্তারিত পোস্টঃ

পুলিশ সুপারের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য অতঃপর ক্ষমা প্রার্থনা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯



খবরঃ http://mzamin.com/article.php?mzamin=43205

‘ডাকাত যদি হাতেনাতে পান, তো জলজ্যান্ত পিষে মেরে ফেলেন। গ্যারান্টি আমার। আমি যদি গ্যারান্টার হই, তবে আপনাদের কোনো ভয় আছে??যদি ডাকাত হাতেনাতে ধরতে পারেন, এলাকার লোকজনকে মাইকে ডেকে এনে ওকে পিষে মেরে ফেলেন। ‘মাদকের গাড়ি হলে সেটি আগুনে পুড়িয়ে দেবেন। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনাদের নামে কোনো মামলা হবে না। এই গ্যারান্টি আমার!! ‘
না এটা কোন সিনেমা কিংবা নাটকের বক্তব্য না। প্রকাশ্যে এই উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন চাঁপাই নবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম।
এস পি সাহেব আরও বলেছিলেন উনি মামলা নিবেন কিন্তু আসামীদের কিছুই হবে না কারন উনি ফাইনাল রিপোর্ট দিয়ে মামলা শেষ করে দিবেন!! (সূত্রঃ Click This Link )
তার এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশন ৪ ডিসেম্বর তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান এবং সেই অঞ্চলের জনগণকে আইন স্বহস্তে নিয়ে বিচারবহির্ভূতভাবে অপরাধীকে মৃত্যু প্রদানে উস্কানি দেয়ায় কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহা-পরিদর্শক, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি, চাঁপাই নবাবগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছিল।

অতঃপর ঊনি ক্ষমা চেয়েছেন এই বক্তব্বের জন্য। সেটা ঠিক আছে কিন্তু ভাবনার বিষয় অন্য খানে .........।
এই বক্তব্য থেকে এটাই প্রতীয়মান যে এত উচ্চ পদের একজন পুলিশ কর্মকর্তার আইন ও দেশের সংবিধানের উপর বিন্দুমাত্র সম্মান নেই এবং এই অসম্মানের নমুনা জনসম্মুখে প্রদর্শন করতে উনি কোন কার্পণ্য দেখান নি। জনসম্মুখে যদি এই কথা বলতে পারে তাহলে অগোচরে উনার আইনের প্রতি এবং বিচার ব্যাবস্থার প্রতি কতখানি সম্মান আছে?? আর তার মত কতজন পুলিশ আছেন বাংলাদেশে??

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫

বিজন রয় বলেছেন: এবার কি হবে?

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১২

কলম চোর বলেছেন: মহামান্য হাইকোর্ট বিভাগ এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উনি ক্ষমা চেয়েছেন। কী হবে সেটা হাইকোর্টের এখতিয়ার। কিন্তু আমি বলি এরকম কথা বলাই বা হয় কেন, আর বলার কারণে ক্ষমাই বা চাওয়া হয় কেন? অনেকে বলবেন, এসপি সাহেব ভুল করে বলে ফেলেছেন, তাই ক্ষমা চেয়েছেন। তাই যদি হয় তাহলে সব অপরাধীই তার কথা বা কৃতকর্মের জন্য এই ভুল করার অজুহাত খাড়া করে ক্ষমার সুযোগ নিবে।

এত গুরুত্বপূর্ণ পদে থেকে কথাবার্তায় সংযত হওয়া উচিৎ।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৩

কলম চোর বলেছেন: সম্পূর্ণ সহমত। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.