![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিপ্লোমেটিক হোন, সুখে থাকুন।।
বিয়ে করার পাঁচ বছর পর আমি ডিপ্লোমেটিক হইছি।
প্রথম প্রথম বউ এর অনেক প্রশ্নের অনেস্ট অ্যান্সার দিয়ে বিপদে পড়তাম। বিশাল ক্যাচাল লেগে যেতো। এরপর ঠিক করলাম তেল মারা অ্যান্সার দিবো। এতে ও লাভ হলো না। ক্যাচাল থামলো না। এর পর হয়ে গেলাম ডিপ্লোম্যাটিক। হালকা পাতলা লাভ হচ্ছে।
১) প্রশ্ন: বউ খাবার সময় বেশ হাসি মুখে বল্লো, রান্না কেমন হয়েছে?
অনেস্ট অ্যান্সার: ভালোই, তবে আরেকটু রসুন দিলে বেশী মজা হতো, আর লবন টা স্লাইটলি কম হলে।
ফিডব্যাক: "হইসে! আর খাওয়া লাগবে না। আমি তো আসলে কিছুই পারি না!" বউ এর চোখ ছলছল।
তেল মারা অ্যান্সার: অসাধারন!!! তুমি আমাকে আর কত অবাক করবা! ফাইভ স্টারের মাস্টার শেফ ফেইল!
ফিডব্যাক: এক চামচ খেয়েই এতো কথা বলে দিলা!! চাপাবাজি টা একটু কমাও! সত্যিকারের কম্পলিমেন্ট দিতে শেখো!
ডিপ্লোম্যাটিক অ্যান্সার: খুব গম্ভীর কন্ঠে "ও! তুমি রেঁধেছো! আমি তো ভাবলাম শাশুড়ি আম্মা আমার জন্য রান্না করে পাঠিয়েছেন। তোমার রান্না তো পুরা আম্মার মতো!"
ফিডব্যাক: গদগদ মুখে, "আরেক টু খাও, এক চামুচ দেই?"
২) প্রশ্ন: অ্যাই, মেকআপ টা কেমন হইসে?
অনেস্ট অ্যান্সার: "একটু বেশী হয়ে গেসে, কম হলে আরো ভালো লাগতো।"
ফিডব্যাক: মেকআপ তুলতে তুলতে, "যাবোই না আজ! আমি তো মেকআপ ই পারি না! তুমি যাও একা একা! পার্টি তে গিয়ে সুন্দরি দের সাথে ঢং করে আসো"
তেল মারা অ্যান্সার: "ও মাই গড! অসাম মেকআপ! কিভাবে এতো জোস মেকআপ করো!!"
ফিডব্যাক: না বুঝে বেশী কথা বলো!! আর ঠিক কথা বলবাই বা কিভাবে! আমার দিকে তো আর তাকাও না, চোখ থাকে অন্য মেয়ে দের দিকে!
ডিপ্লোম্যাটিক অ্যান্সার: বেশ কিছুক্ষন মুখের দিকে তাকিয়ে, "হুম, ন্যাচারাল হইসে"
ফিডব্যাক: উচ্ছ্বসিত হয়ে, "তুমি এতো কিছু বুঝো কিভাবে! বাহ! ইউ আর টুউ গুড"
৩) প্রশ্ন: শাড়ি টা আমাকে কেমন মানিয়েছে?
অনেস্ট অ্যান্সার: গ্রীন শাড়ি টা পড়লে দারুন লাগতো!
ফিডব্যাক: ক্যানো!!! গ্রীন শাড়ি কি তোমার এক্স কোনো গার্লফ্রেন্ডের পছন্দের রঙ?
তেল মারা অ্যান্সার: পুরা অপ্সরী! মনে হচ্ছে অ্যাফ্রোদিতি চলে এসেছে!
ফিডব্যাক: "এই সব তেল আমাকে দিবা না! বিরক্ত লাগে!"
ডিপ্লোম্যাটিক অ্যান্সার: "হুম! মাথায় রেখো, বিয়ে বাড়িতে যাচ্ছো, বউ এর চেয়ে তোমাকে বেশী সুন্দর লাগলে কিন্তু সমস্যা"
ফিডব্যাক: আহ্লাদী কন্ঠে, "যাহ! কি যে বলো না!!"
ডিপ্লোম্যাটিক হোন, বিবাহিত জীবনে সুখে থাকুন।।
(পোষ্টটা ফেবু থেকে Collected, কে লিখছে জানি না, তয় যে লিখছে তারে সামনে পাইলে লম্বা একখান বিপ্লবী স্যালুট দিতাম।)
০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৩৩
কলম চোর বলেছেন: হা...হা...হা..
২| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:৩১
মোস্তফা সোহেল বলেছেন: আমি অবিবাহিত পড়ে ফেলছি এখন কি হবে!
০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৩২
কলম চোর বলেছেন: কি আর হবে বলুন, পড়েই যখন ফেলেছেন আগে থেকেই ডিপ্লোম্যাটিক হয়ে যান।
৩| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:৪৭
টারজান০০০০৭ বলেছেন: এহনকার মাইয়াগো এইসব শুনাইয়া লাভ নাইক্কা ! এরা জামাইগো দুইবার বেচবার পারবো ! এইসব শিশু ভোলানো কথা কইলে ঝাড়ি দ্বিগুন হইবো ! তারচাইতে সত্য কথা কইয়া সারেন্ডার করণই আসল পুরুষের কাম ! মালিশ আর পালিশ দুইটাই চালাইতে হইবো ভ্রাতা !
৪| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:৪৯
টারজান০০০০৭ বলেছেন: এহনকার মাইয়াগো এইসব শুনাইয়া লাভ নাইক্কা ! এরা জামাইগো দুইবার বেচবার পারবো ! এইসব শিশু ভোলানো কথা কইলে ঝাড়ি দ্বিগুন হইবো ! তারচাইতে সত্য কথা কইয়া সারেন্ডার করণই আসল পুরুষের কাম ! ডিপ্লোম্যাট হইয়া এরেস্ট হওনের থেইকা বাঁচন যাইবো না ভ্রাতা ! মালিশ আর পালিশ দুইটাই চালাইতে হইবো !
০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৪৫
কলম চোর বলেছেন: হা..হা..হা.. ভালই বলেছেন ভ্রাতা
৫| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখছো তামশা-এসব ষড়যন্ত্র বউদের নামে
মানি না মানতাম না
প্রতিবাদের ঊর্মি তুলুম কইলাম
০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৪৯
কলম চোর বলেছেন: আপা যাই করেন না কেন, আপনার ভাবীকে কিছু বলবেন যা প্লিজ, তাহলে রাতে ফুটপাতে ঘুমাতে হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ বোন ফাতেমা।
৬| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
আলপনা তালুকদার বলেছেন: লোকেদের খেয়ে দেয়ে কোন কাজ নেই????
তাও আবার চুরি করা লেখা!!!! সেকথা প্রথমে বললে সময় নষ্ট করে এই অখাদ্য গিলতাম না। মানুষের ঘিলু হাঁটুতে নেমেছে! আফসোস!!!!
০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৪৩
কলম চোর বলেছেন: ভেবেছিলাম তেঁতো কিছু বলবো, ভাবলাম যাকে নিয়ে বলতো, তার সম্পর্কে কিছু জেনে আসি। দেখলাম আপনি যে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, সেই বিশ্ববিদ্যালয়েই আমার শিক্ষার সমাপ্তি ঘটেছিল, এবং আমার ফুপা বহু বছর আগে সেখানকার প্রভিসি ছিলেন। তাই তেঁতো কিছু বলা থেকে বিরত থাকলাম
সেযাজ্ঞে ম্যাডাম, চুরি করা লেখাটা আপনার নিশ্চই পছন্দ হয় নাই, কথায় আছে না, আঙুর ফল টক!!
৭| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
শাহরিয়ার কবীর বলেছেন:
এখনো বিবি দশন হয়নি ,একারণে না পড়ে চলে যেতে হচ্ছে !!!
০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৪৭
কলম চোর বলেছেন: দাদা পড়ুন, ভবিষ্যতে কাজে দিবে
৮| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
আলপনা তালুকদার বলেছেন: লেখকের ( সরি লেখা চোরের ) নামের স্বার্থকতা আছে, বলতেই হবে।
০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৪৫
কলম চোর বলেছেন: জি ধন্যবাদ।
৯| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ১) প্রশ্ন: বউ খাবার সময় বেশ হাসি মুখে বল্লো, রান্না কেমন হয়েছে?
- কি *** রান্না করছ? এগুলিতো কুত্তাও খাইবো না?
২) প্রশ্ন: অ্যাই, মেকআপ টা কেমন হইসে?
- পুরা সার্কাসের জোকারের মতো লাগতাছে। আর এতো সাজগোজের কি আছে, নিজেকে কি কচি খুকি মনে কর?
৩) প্রশ্ন: শাড়ি টা আমাকে কেমন মানিয়েছে?
- কোন জিনিশটায় তোমাকে মানায়?
ডোনাল্ড ট্রাম্পের ডিপ্লোম্যাসি।
০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৫১
কলম চোর বলেছেন: দাদা ডোনাল্ড ট্রাম্পের ডিপ্লোম্যাসি মানলে আমার ইহো জনমে বাসায় থাকা লাগবে না।
১০| ০৪ ঠা মে, ২০১৭ রাত ২:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ডিপ্লোমেটিক হতে দেরি করে ফেলাতে এখনও মাশুল দিচ্ছি...
১১| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৩:১৫
নাগরিক কবি বলেছেন: হা হা হা খুব ভাল লেগেছে
১২| ০৮ ই মে, ২০১৭ রাত ২:৩৪
মায়াবী মৌনতা বলেছেন: কি হবে আমি যে পড়ে ফেললাম
১৩| ০৮ ই মে, ২০১৭ রাত ৯:০৬
সুমন ইমাম বলেছেন: লেখাটা চুরি করা কি না, আপনিই বলুন?
১৪| ০৮ ই মে, ২০১৭ রাত ৯:০৯
সুমন ইমাম বলেছেন: যেকোন কারো লেখা শেয়ার দিলে শুরুতে লিখুন, যদি সত্যি আপনার মনোভাব ভাল থাকে।
২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:২৪
কলম চোর বলেছেন: আপনি মনেহয় শেষের লাইন দেখেন নাই, দেখলে এমন মন্তব্য করতেন না।
আমি যেখান থেকে সংগ্রহ করেছি তিনিও আরেক জায়গা থেকে সংগ্রহ করেছেন। আর আপনি যে সাব্বির আহম্মেদ ইমন সাহেবের ফেবু পোষ্ট দেখাচ্ছে সেটা আমার জ্ঞাত ছিল না। (আর আদেও তিনিই লেখাটা লিখেছেন কি না সেটাও নিশ্চিত নই।)
স্মার্ট হওয়া ভাল, কিন্তু অতিরিক্ত স্মার্ট হওইয়া হাস্যকর।
১৫| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:২৫
কলম চোর বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:২৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কপালে খড়ম পড়লে কী করবো?