![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবরঃ অভিযুক্ত পুলিশকে খুঁজে পাচ্ছে না তদন্ত কমিটি !!
সূত্রঃ Click This Link
সিদ্দিকুর এখন অন্ধ, অস্ত্রোপাচারের পরও চোখের আলো ফিরবে না, সাফ জানিয়ে দিয়েছে চেন্নায়ের ডাক্তার। সরকারকে অসংখ্য ধন্যবাদ গরু মেরে হলেও জুতো তো দান করেছে!! রাষ্ট্রযন্ত্র চোখ নিয়েছে তো কি হয়েছে, চিকিৎসা তো করিয়েছে!! পাঠিয়েছে চেন্নাই!! জীবনে চেন্নাইএর মত শহরে কখনো যেতে পারতো সিদ্দিকুর?? রাষ্ট্রযন্ত্রের বদৌলতে চেন্নাই ঘুরে আসা হলো, কিন্তু দেখে আসতে পারলো না সে।
সিদ্দিকুরের সাথে অন্ধত্ব লাভ করেছে আমাদের পুলিশ বাহিনীর তদন্তকারীরা। যে পুলিশের টিয়ার শেলের আঘাতে সিদ্দিকুর আজ অন্ধ সেই পুলিশ সদস্যকে চিহ্নিতই করতে পারেনি তারা!!
টিয়ার শেলের ভিডিও ভাইরাল হওয়ার পর এখনো পুলিশের কাছে রহস্য আদেও ওটা টিয়ারগ্যাস ছিল নাকি ফুলেট টব!! ( ভিডিও: https://www.youtube.com/watch?v=mPTC2LoA5Fk ) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ৬ কোটির কাছাকাছি , সবাই সেই ভিডিও দেখেছে, শুধু দেখেনাই পুলিশ আর তদন্তকারীরা কারণ শাহবাগ থানার ওসি তো সত্যবাদী যুধিষ্ঠি, উনার জোর দাবী ওটা ছিল ফুলের টব, আন্দোলনকারীরা ছিল বিএনপি জামাত, নাহলে রাস্তা বন্ধ করবে কেন?? আলামত হিসেবে তাদের কাছে জব্দ আছে সেই বিখ্যাত টব!! (সূত্র: সংবাদ মাধ্যম) সত্যি হাস্যকর..... এমন নিলজ্জ মিথ্যাচার করতে কি এদের লজ্জাও করে না??
(সূত্রঃ Click This Link )
পুলিশের কমিশনার, যুগ্ম কমিশনার পদের দায়িত্ব প্রাপ্তরা ৩ দিন সময় পেয়েছিলেন, সুষ্ঠু তদন্তের জন্য আরো ৭ কর্মদিবস সময় বাড়ান কিন্তু এখনো রহস্য ভেদ করতে পারেন নাই তারা। তাদের সেই পুরানো কাসুন্দি, তদন্ত চলছে তাই কিচ্ছু বলা যাবে না, আর কোন অভিযুক্ত চিহ্নিত হয় নাই, তাই এখনো রহস্য উন্মোচন করা সম্ভব হয়নাই। সত্যি সেলুইকাস!! এমন অথর্ব এবং অযোগ্যরা পুলিশের শীর্ষপর্যায়ে থাকে কি ভাবে?? শাহবাগ থানায় তো আর শ'খানেক কিংবা হাজারখানের পুলিশ নাই যে খুজে বের করা কঠিন, পুরো থানায় ওসি, ওসি তদন্ত,এস.আই, এ.এস.আই,সেন্ট্রি, মুন্সি, ধরে ৪০-৫০ জন হবে কি না সন্দেহ। সেদিন টিয়ারগ্যাসের দায়িত্বে ছিল কে কে সেটার তো অবশ্যই একটা রেজিষ্ট্রার আছে, নাকি সেটাও হাওয়া করে ফেলা হয়েছে?? আসল ব্যাপার হচ্ছে সঠিক তদন্ত করার ইচ্ছা নাই, মূল অপরাধীকে না খুজে হয়তো তাদের বাচানোর চেষ্টায় আছে তদন্তকারী দল, কারণ অন্ধত্ব গ্রাস করেছে তাদের, বিবেক পেয়েছে লোপ।
০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
কলম চোর বলেছেন: বোঝার চেষ্টা করলে অনেক আগেই করতো। ঠেকায় না পরলে কেউ বুঝতে চায় না।
২| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
চিটাগং এক্সপ্রেস বলেছেন: এই অপরাধের সুবিচার হবে না বলে ধরে নিন।
০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২১
কলম চোর বলেছেন: সম্ভাবনা অনেক
৩| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০
তপোবণ বলেছেন: পুলিশের উপর ভর করে সরকার দাঁড়িয়ে আছে। আর আপনি বলছেন সেই পুলিশের উপর একশান নিতে! পুলিশ একশনে গেলে সরকার পড়ে যাবে।
০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
কলম চোর বলেছেন: সহমত
৪| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: অদ্ভুত এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ।
০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
কলম চোর বলেছেন: সহমত
৫| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যখন তখন দাবি নিয়ে রাস্তা ঘাটে নামা বন্ধ করতে হবে...
০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
কলম চোর বলেছেন: রাস্তা ঘাটে না নেমে কি ঘরের বারান্দায় নামবে??
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
খারাপ সংবাদ, ছিদ্দিকুর অন্ধ হয়ে যাবে, তার পরিবার ও তার জীবনের স্বপ্ন এখন দু:স্বপ্নে পরিণত হবে।
আমশাকরি, অন্য ছাত্ররা এখান থেকে দেশের ও সমাজের অবস্হা বুঝার চেস্টা করবে।