নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্রকে সাদামাটাভাবে উদার মনে হ’লেও--

১১ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৯

গণতন্ত্রকে সাদামাটাভাবে উদার মনে হ’লেও--

----------------------------

রাজতন্ত্রে, এমনকী বিজয়ী রাজার কাছ থেকেও পরাজিত কোনো রাজা একজন রাজার প্রাপ্য মর্যাদাটুকু প্রত্যাশা করতে পারে সসম্মানে। তবে, গণতন্ত্রে, অমন উদারতা প্রদর্শনের সুযোগ রাখার নিয়মটাই নেই।



গণতন্ত্রকে সাদামাটাভাবে উদার মনে হ’লেও, কারো কারো জীবদ্দশায় প্রত্যক্ষজ্ঞানে ঐ গণতন্ত্রকেই নিষ্ঠুরতমের চেয়েও বেশি কিছু মনে হওয়াটাও স্বাভাবিক।



উচ্চাকাঙ্ক্ষী যে ব্যক্তিটি গণতন্ত্রের আঘাত সহ্য ক’রেও টিকে থাকতে পেরেছে, সে-ই জানে গণতন্ত্রের শিকারে পরিণত হওয়ার বিড়ম্বনা। অন্যকে বোঝাতে না-পারলেও, সে নিশ্চিতভাবেই জানে, - গণতন্ত্রে কখনো এখানে কেউ রাজা সাজতে চাইলে, তার দুর্ভোগের অবর্ণনীয় দশা সে তো জানে এবং জানা অর্থে যথার্থেই সে জানে।



কেবল অসভ্য জনগোষ্ঠীতেই অজ্ঞদের ওপর ধুরন্ধর কিম্বা বিচক্ষণ কেউ যদি চায় তো সাময়িকভাবে রাজাগিরি ফলাতে পারে। তবে গণতন্ত্রে, প্রত্যেকেই সাধারণ, প্রত্যেকে সম-মর্যাদায় সম-অধিকারে ‘সদস্য’ অর্থাৎ ‘সভ্য’ হিসেবেই বিবেচিতরূপে গণ্য।



গণতন্ত্রে, উচ্চাকাঙ্ক্ষী কেউ রাজাও হ’তে পারে না, জনসাধারণের সাথে মিশে সম-গতিক হয়ে চলতেও পারে না, সে এক ভীষণ তামাশার ঘোরপ্যাঁচে পড়ার দশা!-- গণতন্ত্রের গণমালিকদের মতো সাধারণ কেউ নয় সে তখন, রাজতন্ত্রের কোনো প্রজাও নয়, সে কেবল মানবসন্তান জন্যে তাকে দেখতে কিছুটা মানুষের মতো সাধারণ মনে হ’তে পারে,- স্বভাবে আচরণে প্রকাশমান সেয়ানা সে যেন তখন উদ্ভট একটা মানবাকৃতির হাস্যজনক প্রাণী, উচ্চাকাঙ্ক্ষার প্রায়শ্চিত্তে রত উদ্ভ্রান্ত কোনো আজব জীব।





গণকরণিক : আখতার২৩৯ রঙ্গপুর : ২১/০২/২০১৪খ্রি:

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৩৩

নিয়েল হিমু বলেছেন: এইটা কি কবিতা ?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.