![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্য পুঁজিতে
----------------------------------------
(*****
এই করণিকাটি এমন ভাষাতে ভাসমান যে, দেখা যাচ্ছে তবু যেন যাচ্ছে না ধরা--
ধর্ম-বণিকের উচ্চশিক্ষিত ক্রীতদাসেরা পড়লেও বুঝবে না- সেভাবেই সিলমারা--
কেবল তারাই সহজে বুঝবে, বাস্তবে ধার্মিক যারা।)
------------------------------------------------------------------------------------------------------------
কেহ নিজের ভাষায় তার ধর্মের গ্রন্থ পড়লে বা শুনলে পরে, তাকে কোনো ধরণের লোভ দেখিয়ে আত্মঘাতী কোনো বাহিনীতে ঢোকানো যে অসম্ভব, তা’ ধর্ম-বণিকেরা নিশ্চিতভাবে জানে এবং বোঝে।
যেকোনোভাবে ধর্মগ্রন্থগুলোকে পাঠকদের নাগাল থেকে বাইরে সরিয়ে ফেলে নিজেদের মনগড়া ব্যাখ্যাগুলোকে ধর্মগ্রন্থগুলোর চেয়ে বেশি মর্যাদায় সচল রাখতে না-পারলে, কখনোই শূন্য পুঁজিতে বিশাল লাভের বাণিজ্যকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়াটা কোনোখানে সম্ভব ছিল না।
যে-সকল ব্যবসা প্রকাশ্যে আলোতে চালানো অসম্ভব, সেগুলোর জন্যে শান্তিকামী সমর্পিত ধার্মিকের পোশাকের আবরণের মতো অন্ধকারকে বেছে নেওয়ার কৌশলটা মানব-সমাজে কোনো নতুন চাতুরি নয়।
ধর্ম-বণিকেরা ধার্মিকদেরকে অতিধার্মিকদের দলে ঠেলে দিয়ে জপ-তপের ঘোরের মধ্যে কর্মহীন মত্ত অবস্থায় রাখতে চায়, হয়তোবা এজন্যেই যে, কেউ যেন অন্ধকারের ভোগ-বিলাসের লুটপাটে তাদের মতো সুযোগ নিতে না-পারে।
করণিক : আখতার২৩৯ ##### ০৭/০৪/২০১৫খ্রি:
কমপক্ষে আটমাস
ঐশী গ্রন্থগুলোর সচলতা
সহজবোধ্য অনুবাদে মুসলিম
ধার্মিকের পোশাকের আড়ালে
©somewhere in net ltd.