![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মতামত প্রকাশের স্বাতন্ত্র্য সুরক্ষায়
--------------------------------------------------------------------
প্রত্যেক ব্যক্তি তার নিজস্বত্ব ধারণ করার সম্মানে সম্মানিত। কেউ যদি চায় তো সসম্মানে সে তার নিজের সত্যকে যেকোনো ভাবে প্রকাশ করার চেষ্টা চালাতেই পারে।
প্রত্যেকেই যখন তার নিজস্ব বোধনের স্বাধীনতায় আবদ্ধ, আন্তরিক ভাবেই যেখানে বন্দি, সেখানে কারো মতামত প্রকাশের স্বাতন্ত্র্যে বাধা দেওয়াটাই ঘৃণ্য শয়তানি, জঘন্য স্বেচ্ছাচারিতা।
কোনো লেখকের কোনো প্রকাশিত সত্যকে সকল পাঠক সমভাবে সমর্থন করতে পারে না এ-জন্যেই যে, পাঠকেরাও প্রত্যেকে, নিজের মতো ক’রে জানা কোনো বিষয় সম্পর্কে, তার নিজস্ব সত্যকে অবিশ্বাস করতে পারে না সহজে। তবে, যেজন নিজের নির্ভুলতায় সন্দিহান, লিখিত কোনো কিছু প’ড়ে প’ড়ে পড়ার মাধ্যমেও নির্ভুল কিছু খুঁজে পেতে চান, পাঠক রূপে তিনি যেমন উচু মানের পাঠক, লেখকের বিচারক রূপে তিনি একজন মর্যাদাবান দক্ষ ব্যক্তি হিসেবেই গণ্য।
সভ্য সচেতনেরা প্রত্যেকেই নিজের পরিবেষ্টিত অস্তিত্বকে পরিশুদ্ধ রূপে রাখার স্বার্থে অন্যদের মতামতকে সম্মানের সাথে মনোযোগে মূল্যায়ন ক’রে যেতে বাধ্য।
কোনো লেখক যদি তার ব্যক্তিক কোনো সত্যকে সার্বজনীন সত্য হিসেবে, কিম্বা কোনো সার্বজনীন সত্যকে তার ব্যক্তিক সত্য হিসেবে দাবি করার চেষ্টা চালিয়ে নিজেকে অপদস্থ করার মধ্যে সার্থকতা খোঁজে, তখনি স্মরণীয়- সম্মানিত পাঠকেদের সচেতনতা কোনো লেখকের চেয়ে কোনো অংশেই বেশি ছাড়া কম নয়।
দর্শক : আখতার২৩৯
মতামত প্রকাশের স্বাতন্ত্র্য সুরক্ষায়
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:৫৫
সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।