নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

‘বিদ্আত’-এর চেয়েও বড় সীমালঙ্ঘন

১৭ ই জুন, ২০১৫ রাত ৮:২৬

‘বিদ্আত’-এর চেয়েও বড় সীমালঙ্ঘন
------------------------------------------------------------
সভ্য সমাজে এমন কোনো সুযোগ নেই যে, যারা ধর্ম মানে না তারা কোনো উপবাসী ব্যক্তিকে জোর খাটিয়ে টেনে এনে সামনে বসিয়ে তাকে দেখিয়ে দেখিয়ে সুদৃশ্য সুঘ্রানযুক্ত মজাদার খাবারগুলো আকর্ষণীয়ভাবে গোগ্রাসে গিলবে। রোজাদারদের জন্যেও এমন কোনো ধর্মীয় বিধান নেই যে, নিজেদের ধর্ম-কর্ম ফেলে, কে কোথায় কী খাচ্ছে কী না-খাচ্ছে সেদিকে তাকিয়ে তাকিয়ে থাকবে কিম্বা কোনো ধরণের ফ্যাসাদে লিপ্ত হবে।
ধার্মিক কিম্বা ধর্মদ্রোহী, কেহই সীমাবদ্ধতা থেকে মুক্ত নয়।
সীমালঙ্ঘনকারীদের জন্যে যন্ত্রণাময় পরিণতি নিত্য অপেক্ষমাণ।
রমজান মাসকে উপলক্ষ্য ক’রে অতিধার্মিক সাজতে গিয়ে তৈরি-খাবারের দোকানগুলো বন্ধ রাখাটাও লক্ষণীয় সীমালঙ্ঘন, যা’ ‘বিদ্আত’-এর চেয়েও বড় পাপ এজন্যেই যে, -এতে মুসাফির, রুগ্ন ব্যক্তি এবং যাদের জন্যে রোজা-পালনে ধর্মেই শিথিলতা আছে, মানবসমাজে তাদের উপস্থিতিকে অবজ্ঞা এবং অসম্মান করা হয়।
ধর্মে কোথাও ক্ষুধার্তের খাদ্যপ্রাপ্তি বা খাদ্যগ্রহণকে সংকটময় ক’রে তোলার অনুমোদন নেই।

দর্শক : আখতার২৩৯

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.