![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিযোগকারী সম্পর্কিত করণিকা
-------------------------------------------------
প্রমাণ না-থাকলে শুধু অনুমানের ভিত্তিতে কারো বিরুদ্ধে নালিশ নিয়ে যারা বিচার চাইতে যায়, সর্বমান্য আদালত তাদেরকে প্রশ্রয় দিতে পারে না এবং তাদেরকে প্রশ্রয় দেওয়াটা উচিতও নয়। নির্দোষের বিরুদ্ধে অভিযোগ সাজিয়ে বিচার চাওয়ার ঘটনাও সর্বকালেই ছিল এবং থাকবেও। স্বপ্নের ঘোরেও অনেকে অনেক কিছুই দেখতে পারে, তবে ঐ দেখাগুলো নির্ভুল হ’লেও ওগুলোকে কোনো মামলায় প্রমাণ হিসেবে বিবেচনায় রাখা সম্ভব নয় এজন্যেই যে, বিচারের নামে প্রহসন বেড়ে গেলে সেটা কারো জন্যেই ভালো নয়। এবং তা’ এজন্যেও যে, এমনও দেখা যায়, নিজেদের দোষ গোপন করার লক্ষ্যে চতুরেরাই বেশি বেশি অভিযোগকারী হয়।
------------------------------------------------------------------------------
গণকরণিক : আখতার২৩৯
অভিযোগকারী সম্পর্কিত করণিকা
©somewhere in net ltd.