![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ম এবং ধার্মিক
----------------------------
সার্বিক সামাজিক শান্তির উদ্দেশ্যে নিজের আধিপত্যকামী স্বেচ্ছাচারী স্বভাবটিকে নিয়ন্ত্রণ করা এবং সাময়িকভাবে ঐ আকাঙ্ক্ষাকে দমন করার মানসিকতাকে জাগানোই ধর্ম। জাগ্রত ধর্মকে ধারণ ক’রে নিয়ে যারা ধর্মের লক্ষ্যে এগিয়ে যায় তারাই ধার্মিক।
কোথাও মানবসমাজে ব্যক্তির স্বেচ্ছাচারিতা সংখ্যায় অথবা অত্যাচারে অসহনীয় মাত্রায় বেড়ে গেলে সেখানেই জেগে ওঠার জন্যে নেমে আসে ধর্ম- আজ পর্যন্ত আন্তরিক মনোযোগী পাঠক আমি এমনটাই পেয়েছি ধর্মগ্রন্থগুলো থেকে। আমি যে ভুল বুঝিনি, তার সাক্ষী হিসেবে আমি নিজেই যথেষ্ট।
--------------------------------------------------------------
শাস্ত্রপাঠক : আখতার২৩৯
##### ১৩/০৯/২০১৭খ্রি:
ধর্ম এবং ধার্মিক
©somewhere in net ltd.