![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো এক বিব্রত ভোটারের জবাবি
------------------------------------------------
আমার অনুগতদেরকে যখন তোমাদের কেহই পছন্দ করলে না, কারো কাছেই ভোট-প্রার্থনা করার সুযোগ যখন আমি পেলাম না, তোমাদের মনোনীতদের প্রত্যেককে ভোট না-দিলে তখন তোমরাই তো বলতে, তাকে না-দিয়ে ক্যানো ওকে দিলেন? যৌক্তিক এ-জিজ্ঞাসাটার জবাব আমি আগেও দিতে পারিনি। মনে কষ্ট নিয়ে তোমাদের ফিরে যাওয়াটা আমাকে কোনো আনন্দ দেয়নি।
এবারেও ওদের কেহই বলেনি যে, আপনাদের ভালো চাই না আমি নিজের ভালো চাই। এবারেও তারা নিজেদের ভালো না-চেয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে আমাদের ভালো চাচ্ছে।
ওদের অতীতের আচরণও আমাদের স্মরণে আছে। ওরা কিন্তু কেউ কারো চেয়ে কম করেনি। আমরাই চাইনি জন্যে আমাদের ভালো কিছু হয়নি।
ওরা নিজেদের ভালো চায়নি, তবু ওদেরই যে ভালো হয়েছে তাতেই আমরা খুশি।
তোমাদের মনোনীতদেরকে দেখা গেল, কেহই তারা যোগ্যতায় কারো চেয়ে কম নয়। আমার ভোট যখন আমিই দেবো, আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে একে তাকে সবাইকে দেবো। বেছে বেছে শুধু তাকে বা ওকে দিলে, সমযোগ্যতাসম্পন্নদের কারো প্রতি অবিচার করলে পরে, নিশ্চয়ই কোনো অবিবেচককে তোমরা ক্ষমা করতে পারো না। আমরাই যখন আমাদের ভালো চাই না, আমরা ছাড়া অন্য সবাই যেখানে আমাদের ভালোই চায়, আমার ভোট তাদের সকলেই পাবার যোগ্য, কোনো মার্কাকেই এবারে আর নির্ভোট রাখবো না। সকলেই যেখানে যোগ্য প্রার্থী, এবারে আমি সবাইকে ভোট দেবো।
-------------------------------------------------------------------
করণিক : আখতার২৩৯
কোনো এক বিব্রত ভোটারের জবাবি
২| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
আবু তালেব শেখ বলেছেন: ভোট??
ওটা এখন জাদুঘরে গিয়ে খোজেন
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫
জাহিদ অনিক বলেছেন:
ওরা কারা ? কি চাই নি ? কার কাছে চাইনি ? কে ভোটার ?? কে ভোট দিবে ? কাকে ভোট দেবে ?
আগামাথা ধরতে পারছি না