নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

সন্ত্রাসকর্মীদের সংখ্যা যেভাবে কমছে

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১২

সন্ত্রাসকর্মীদের সংখ্যা যেভাবে কমছে
--------------------------------------------------
যখনি দেখা গেল, অনেকেই তাদের নিজেদের সম্প্রদায়ের ধর্মগ্রন্থগুলো নিজেদের ভাষায় পড়তে শুরু করেছে, তখনি অনেকাংশে নিশ্চিত হওয়া গেল যে, ধান্দাবাজ কলহজীবী ধর্মবণিকদের দখল থেকে ধর্মগ্রন্থগুলোর মুক্ত হওয়াটা এবং বিশ্বে শান্তি ফিরে আসার দিনটা খুব বেশি দূরে নয়।
বজ্জাতেরা মনগড়া ব্যাখ্যাকে ধর্ম হিসেবে দেখিয়ে যাদেরকে ধর্মাচার শেখাচ্ছিল আর শান্তি প্রতিষ্ঠার নামে যাদের অজ্ঞতার মাধ্যমে শয়তানি সন্ত্রাস চালাচ্ছিল, তারাও যখন তাদের ঐ ব্যাখ্যাগুরুদেরকে লুকিয়ে নিজেরাই ধর্মগ্রন্থ পড়ছে, তখন বদমাশ ধর্মব্যবসায়ীরা তাদের নজরানার ধনভাণ্ডারগুলো কোথাও গোপনে পাচার করার সাথে সাথে নিজেরাও স্বরূপ পাল্টিয়ে নিতে বাধ্য হচ্ছে, স্বাভাবিক এ-দৃশ্যটাতে শিক্ষণীয় কিছু থাকলেও থাকতে পারে, তবে, এতে কষ্টে কাঁদার মতো বা আনন্দে নাচার মতো কিছু নেই।
বর্তমানে শান্তিকামী মানুষের জন্যে এটাও একটা সুসংবাদ হ’তে পারে যে, অনেকেই এখন বুঝতে পারছে- নিজেদের নতুন প্রজন্ম থেকেই সমধিক মারাত্মক সন্ত্রাসকর্মীগুলো গজাচ্ছিল। সন্ত্রাসকর্মীগুলোকে হত্যা করাতে যাদের সংখ্যাই বাড়ছিল, তাদের কেহ কেহ নিজেরাই নিজেদের ভাষায় ধর্মগ্রন্থ পড়ার ফলে, সন্ত্রাসকর্ম কোনোভাবেই যে স্বর্গ অর্জনের পথ নয়- এতটুকু যারা জেনেছে, তারাই যথেষ্ট, অন্যের ব্যাখ্যা না মেনে নিজে নিজে পড়া এবং নিকটের সঙ্গীটিকে পড়তে বলার মাধ্যমেই, সন্ত্রাসকর্মীদের সংখ্যা দ্রুতবেগে কমছে।
দেখা যাচ্ছে, শান্তিকামীদের সাজোয়া সশস্ত্র বাহিনী সবদিক থেকে ঘিরে ফেলে হত্যা ক’রেও যাদেরকে দমাতে পারেনি, জ্ঞান ছড়িয়ে পড়াতেই তারা সংখ্যায় কমছে।
----------------------------------------------------
দর্শক : আখতার২৩৯
##### ২৭/০৩/২০১৭খ্রি:

সন্ত্রাসকর্মীদের সংখ্যা যেভাবে কমছে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: পড়লাম।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.