![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতি এবং ধর্ম # race & religion
-------------------------------------------------
জাতের বংশীয় বা পারিবারিক পরিচয়গুলোকে লুকিয়ে ধর্মকে যদি সচল রাখতে পারা যায়, যারা রাখতে পেরেছে তাদের মতো ব্যক্তিক চেতনায়, তবেই ধর্মটাকে নিশ্চিতভাবে পাওয়া যায় মানবিকতার রাস্তায়।
জাতিগত পরিচয় প্রকাশে যেমন গোষ্ঠী, সমষ্টি বা দল ভেসে ওঠে, ধার্মিকগণের চারিত্রিক প্রকাশে তেমনটি থাকে না কিম্বা থাকতেই পারে না। যথারীতি, যেকোনো ধার্মিক ব্যক্তিকে চেনা যায় তার কর্মে-আচরণে।
সাম্প্রদায়িক পাহারাদারিতার অবর্তমানে অবশ্যই শুধু ধার্মিকেরা কখনোই নিজেদের জাতিগুলোকে টিকিয়ে রাখতে পারতো না। জাতিগুলোর অস্তিত্বের স্বার্থে ধার্মিকগণের চেয়ে অধার্মিকেরাই বরং বেশি প্রয়োজনীয়। ধর্ম চলমান থেকেছে ধার্মিকদের মাধ্যমে, তবে যখন ধার্মিকগণ, প্রত্যেকের একাকিত্বের কারণে, আত্মরক্ষাই করতে পারেনি মানবসমাজে তখন অধার্মিকদের কাছে আশ্রয় পেয়ে পেয়েই রক্ষা পেয়েছে ধার্মিকগণ।
নিশ্চয়ই নিজের বা নিজেদের অশান্তিটা কারোই কাম্য নয়। শান্তিটাই সকলের ধর্ম, প্রত্যেকের লক্ষ্যটাও ঐ শান্তি। এমনকি, অধার্মিকগণের চাওয়াটাও অশান্তি নয়, বরং যেকোনোভাবে ঐ শান্তিটাই একমাত্র লক্ষ্য এবং কাম্য।
মানবসমাজে অশান্তি তো কেবল তাদেরই কাম্য বা লক্ষ্য যারা আত্মঘাতি-শয়তানিতে স্বেচ্ছায় নিজেদেরকে জড়ায়।
-----------------------------------------------------------------
গণকরণিক : আখতার২৩৯
##### ০৫/০৮/২০১৮খ্রি:
জাতি এবং ধর্ম # race & religion
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: আপনি বড় কঠিন করে লিখেন।
গত ৮ বছর ধরে দেখছি।