![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যানজটমুক্ত নিরাপদ সড়ক প্রসঙ্গে
----------------------------------------------
*****
যতদিন সড়কপথে পুলিশি এবং অপুলিশি চাঁদাবাজি এই দেশে চলমান থাকবে ততদিন কেহ যেন এখানে যানজটমুক্ত নিরাপদ সড়ক দেখবার আশা না-করে।
*****
অপুলিশি এবং পুলিশি নির্যাতনের চাপের মুখে ক্ষমতাধারী জনসাধারণও গণপিটুনি দিচ্ছে না। বাধ্য হয়েই তারা এমনকি ঋণগ্রস্ততার মধ্যেও অভিজাত-কাঙালের গোষ্ঠীগুলোকে চাঁদার নামে বিশাল পরিমাণে ভিক্ষা দিয়ে যাচ্ছে।
*****
চাঁদাবাজ-ভিক্ষাখোরদের খাই মেটাতে এবং যানজটে নষ্ট হওয়া সময়গুলোর ক্ষতি পুষিয়ে নিতে গিয়েই ভদ্র যানচালকেরাও বেপরোয়া গাড়িচালনায় বাধ্য হয়। আসনহীন যাত্রী এবং দাঁড়ানো-ঝুলন্ত-ছাদেচড়া যাত্রীগুলোকে যে সরকপথে দেখা যায়- ভারসাম্য রক্ষার ঐ দৃশ্যটাও তো সেই একই কারণে।
--------------------------------------------------------
দর্শক : আখতার২৩৯
##### ০৬/০৮/২০১৮খ্রি:
যানজটমুক্ত নিরাপদ সড়ক প্রসঙ্গে
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।