![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানুআরি মাসে জিপির নতুন সীম কিনতে গেলাম। আইডি,ফটো জমা দেবার পর আংগুলের ছাপ দিতে গিয়েই বিপদ হল। বার বার চেষ্টা করেও বিক্রেতা ছাপ নিতে পারলেন না, আংগুলের ছাপ নাকি অনেক জায়গায় মুছে গেছে। আমার হতাশ মুখ দেখে বিক্রেতা বললেন তার নিজের নামে রেজিস্টারড একটা সীম আমি নিতে পারি। ভেবে দেখলাম এতে আমার কোন বিপদ হবার কথা না- সিম নিয়ে নিলাম।
গ্রামীণের যে সিমটি আমি দীর্ঘসময় ধরে ব্যবহার করছি সেটা বা. মে. রেজিস্ট্রেসনের জন্য এবার গেলাম জিপি কাস্টমার কেয়ারে -এটা ভেবে যে হয়ত এদের কাছে ছাপ নেবার উন্নত যন্ত্র আছে। এবারে জাতীয় পরিচয়পত্র চাইল, ছাপ নেবার পর বল্ল পরিচয়পত্রের ছাপের সাথে এই ছাপ মিলছে না, নতুন করে পরিচয়পত্র করতে হবে। ঝামেলা এড়াতে এক আত্মিয় তার নামে আমার দুটো জিপি সিমই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করে দিল। কিছুদিন পর জিপি থেকে মেসেজ পেলাম "আপনার আইডিতে দুটো সিম রেজিস্ট্রেশন সফলভাবে হয়েছে।" কখন হল? তাহলে কি বিক্রেতা আমার ছাপ রেখে দিয়েছিল? ভুল করে কাগজপত্র তো।রেখে এসেছিলাম। এখন যদি কোন জংগী এটা ব্যবহার করে! আবার গেলাম কাস্টমার কেয়ারে। তারা।জানালেন এটার মানে আমার নামে দুটো সিম আছে। "কিন্তু আমার নামে তো কোন সিম নেই, আমার আত্মিয়কে দিয়ে রেজিস্ট্রেশন করিয়েছি!" "আসলে এই মেসেজটা আপনার আত্মিয়র উদ্দেশ্যে আপনার ফোনে পাঠানো হয়েছে "।
কিছুই বুঝতে পারলাম না।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬
জে.এস. সাব্বির বলেছেন: ওপেন & শর্ট
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪
সুমন কর বলেছেন: ঠিক আছে !
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬
করুণাধারা বলেছেন: ধন্যবাদ সকলকে।
৫| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
খায়রুল আহসান বলেছেন: আংগুলের ছাপ নাকি অনেক জায়গায় মুছে গেছে - কি অবাক করা কথা!!
ভাল থাকুন, বিপদমুক্ত থাকুন...
১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:১৮
করুণাধারা বলেছেন:
ধন্যবাদ।
পোস্টটা একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে লেখা। পড়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ভাল থাকুন সবসময়।
৬| ০১ লা মে, ২০১৯ দুপুর ১২:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: *16001# এ কল দিয়ে NID এর লাস্ট চার ডিজিট লিখে send করুন।
বিস্তারিতঃ
লিংক
০৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
করুণাধারা বলেছেন: দারুন দরকারি ইনফর্মেশন। লিংকটাও খুব কাজে আসবে...... অনেক ধন্যবাদ আর্কিওপটেরিক্স।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২০
পাবনার পাগল বলেছেন: সবই ঠিক আছে। আগে যা হয়েছে সেসব বাদ। মূলত, পরের ব্যাপারটি হল, আপনার আত্মীয় এর NID দিয়ে আপনার যে দুটো সিম রেজিস্ট্রেশন করেছেন, সেটাই শিওর করার জন্য আপনাকে মেসেজ দিয়েছে। আর আপনাকে মেসেজ দেওয়ার কারণ হল, তার NID এর বিপরীতে যেহেতু আপনার সিম রেজিস্ট্রেশন হয়েছে, তাই আপনাকে কনফার্ম করেছে। যদি সেখানে আমার সিম থাকতো, তাহলে আমাকেই কনফার্ম করতো। চিন্তার কন কারণ নেই।