নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তার সর্বশেষ পোস্টের শেষে শায়মা লিখেছে,
"বেশ কিছুদিন বা মাস হয়ত পোস্ট দেয়া হবে না বা আরও কোনো বিশেষ ব্যস্ততার কারণে..... ততদিনের জন্য বিরতি কিংবা বিদায়......... সবাই ভালো থেকো........... "
কেন শায়মা এসব লিখল? শায়মা মানেই তো আনন্দ, উচ্ছ্বাস, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে....... শায়মা মানেই ঝলমলে খুশি। কি হলো শায়মার, যে এমন কথা লিখল?
আমার মন্তব্যর প্রতিমন্তব্যে শায়মা জানাচ্ছে যে, তার একটা সার্জারি হবে। সেই সার্জারির ভয়ে সে আধমরা হয়ে আছে। আহারে!!
কিসের সার্জারি জানতে চাই না, শুধু চাই সার্জারি শেষে শায়মা শিগগিরই সুস্থ হয়ে উঠুক, আবার আমাদের ব্লগ মাতিয়ে তুলুক হাসি, গান, আনন্দভরা সব পোস্ট দিয়ে।
শায়মার জন্য অসীম শুভকামনা।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:০৬
করুণাধারা বলেছেন: আসতেই হবে- আমাদের সম্মিলিত দাবি।
২| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:১১
ভুয়া মফিজ বলেছেন: পরম করুণাময় আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক মতোই হবে, ইন শা আল্লাহ।
শায়মা আবার আমাদের মাঝে ফিরে আসবে আনন্দের ঝাপি নিয়ে, এই কামনাই করি।
অল দ্য বেস্ট, শায়মা!!!
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৩০
করুণাধারা বলেছেন: ইনশাল্লাহ, শায়মা শিগগিরই সুস্থ হয়ে উঠবে- আমাদের সম্মিলিত দোয়া আছে যে।
৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:১৫
চাঁদগাজী বলেছেন:
শায়মার কোন সাময়িক শারীরিক অসুস্হতা থাকলে, উনার সুস্হতা কামনা করছি।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৩১
করুণাধারা বলেছেন: আমরা সবাই তার সুস্থতা কামনা করছি, ভাল হয়ে উঠুক শায়মা।
৪| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:২৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শায়মার জন্য শুভকামনা। মহান আল্লাহ তার আরোগ্য দান করুন।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৩৩
করুণাধারা বলেছেন: মহান আল্লাহ তার আরোগ্য দান করুন। আমিন।
৫| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৩৬
বিষাদ সময় বলেছেন: আল্লাহ তাঁকে শেফা দান করুন...............তিনি হাস্যজ্জল থাকুন সারাটা জীবন সেই কামনা।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৪৫
করুণাধারা বলেছেন: হাস্যজ্জল থাকুন সারাটা জীবন সেই কামনা। সবসময়।
৬| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শায়মার প্রাণ চাঞ্চল্য অটুট থাকুক এই কামনা।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৪৯
করুণাধারা বলেছেন: শায়মার প্রাণ চাঞ্চল্য অটুট থাকুক এই কামনা। শায়মার জন্য কতভাবে শুভকামনা.....
৭| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৫০
তারেক ফাহিম বলেছেন: উনার শুভকামনা করছি।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৫৩
করুণাধারা বলেছেন: আমাদের সম্মিলিত শুভকামনা।
৮| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
শায়মা আপুর সৌন্দর্য বাড়াতে কসমেটিক সার্জারির প্রয়োজন কিনা......
আগে তাকে জিজ্ঞাসা করে দেখি,
তারপরে দোয়া করমু!!
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:২৮
করুণাধারা বলেছেন: এটা তো আমার মাথায় আসেনি! সার্জারি মানেতো কসমেটিক সার্জারিও হতে পারে!!!
যে ছিরির প্রতিমন্তব্য করেছে, তাতে আমার ভাবনা হওয়াটা খুব স্বাভাবিক। যেমন একটা প্রতিমন্তব্য এমন- "তবে জীবনের শেষ দিন নিয়ে ইদানিং খুবই চিন্তায় আছি। সেটা তাড়াতাড়ি এসে যায় কিনা সে চিন্তায় একটু আনন্দ ব্যাহত হচ্ছে!!! "
শায়মা কই? তাড়াতাড়ি এসে আমাদের নিশ্চিন্ত করে যাও। এই সাময়িক পোস্ট আর বেশিক্ষণ থাকবেও না।
৯| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: এটা কোন সমস্যা হলো। আমার এক কবিতার ব্যাপার মাত্র। শায়মা থাকবেন আমাদের সঙ্গে।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৩০
করুণাধারা বলেছেন: নিশ্চয়ই কোন সমস্যা না। আপনাদের সাথে পেয়ে বেশ ভরসা পাচ্ছি।
১০| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: ফেসবুকে নক করলাম কিন্তু এখনো তার কোন সাড়া-শব্দ মেলেনি ।। হয়তো ব্যস্ত বা অফলাইনে আছে।।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৩৫
করুণাধারা বলেছেন: দেখা যাক, আসে কিনা। এখন মনে হচ্ছে কিছুটা কৌতুহল দেখাতে পারতাম।
১১| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: ও কিন্তু ঢঙ্গী আছে। এখন আপনার পোস্ট পড়ছে। ঢঙের কোটা পূর্ণ হলে তখন পোস্টে হাজির হবে।
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৪৩
করুণাধারা বলেছেন:
১২| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সব না জেনে, রসিকতা করে কে হে??
শায়মা আপাকে নিয়ে রসিকতা করলে কচুকাটা করবো!!
কি ঘটনা, তার লাস্ট দুদিনের মন্তব্য পড়লেই বোঝা যাবে!
আমি জানি! এটা সিরিয়াস অপারেশান!
কয়েক সপ্তাহ সে ব্লগে আসতে পারবে না!
(শায়মা হকঃ
কাল(আজ) সময় দিয়ে লাভ নেই। কাল থেকে আমি কয়েকদিনের অবসরে যাচ্ছি। এই অবসর সেই অবসর না রিতীমত ভয়ংকর অবসর।
আমি তো যেতে চাইনা......
সত্যি বলতে একেবারেই অনিচ্ছাকৃত যাওয়া এটা ......
সাথে ভয়েও মরে যাচ্ছি .........
তবে সময় হলেই ইনশাল্লাহ ফিরে আসবো....
যদি ফিরে আসি লড়াই হবে।
অনেক অনেক ভালোবাসা......
অনেক ভালো থেকো......)
শামা তুমি ভালো থেকো!!
০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৩১
করুণাধারা বলেছেন: ইচ্ছা করে কি আর কেউ রসিকতা করে!! শায়মার মতো প্রাণবন্ত মেয়ে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকবে এটা কি ভাবা যায়?
শায়মা যে সত্যিই অসুস্থ, এটা বুঝিয়ে বলার জন্য অজস্র ধন্যবাদ, মো: নিজাম উদ্দিন মন্ডল। দোয়া করি, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ব্লগে ফিরে আসুক।
১৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:০২
আখেনাটেন বলেছেন: বেচারি সার্জারির ছুরি-কাঁচির ভয়ে চুপসে আছে মনে কয়!!
ভয়কে জয় করে আবার সরব হোক শায়মা এই কামনা করি।
ব্লগারের জন্য এই ভালোবাসাটুকুতে করুণাধারাপা'র উপরও শান্তি বর্ষিত হোক।
০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৩৪
করুণাধারা বলেছেন: মনে হচ্ছে শায়মা কিছুটা ভয় পাচ্ছে। আশা করি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।
আমার জন্য শান্তি কামনা করেছেন, অসংখ্য ধন্যবাদ আখেনাটেন।
১৪| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:০৯
অর্থনীতিবিদ বলেছেন: আল্লাহ তাঁকে শেফা দান করুন।
০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৩৫
করুণাধারা বলেছেন: আমিন।
শায়মা আবার আগের মত ঝলমলিয়ে উঠুক।
১৫| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সামুর ব্র্যান্ড আইকন শায়মাপুকে ছাড়া ব্লগের কথা কল্পনাই করা যায় না। সে যে অবস্থাতেই থাকুক না কেন তার জন্য দোয়া ও শুভকামনা থাকবে। যদি অসুস্থ থাকে তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক!
০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৩৯
করুণাধারা বলেছেন: ঠিক বলেছেন, শায়মা দারুন ব্লগার। ওর পোস্ট, এমনকি ওকে আক্রমন করে করা মন্তব্যগুলোর প্রতিমন্তব্যগুলোও খুব উপভোগ্য হয়। দোয়া করি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।
১৬| ০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:২৯
কাওসার চৌধুরী বলেছেন: আপনি পোস্টটি না দিলে বিষয়টি জানতাম না। সায়মা আপুর অনেক লেখা পড়েছি। তিনি সামুর আইকন ব্লগার। উনার সুস্থতা কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই কামনা করি।
০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৪
করুণাধারা বলেছেন: কাওসার চৌধুরী, আসলে শায়মা তার হাসিখুশি ভরা দীর্ঘ পোস্টের শেষে দুই লাইনে ওর অসুস্থতার কথা জানিয়েছে, তাই সেটা কারুরই চোখে পড়েনি। আশা করি শায়মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।
১৭| ০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:৩০
আরাফআহনাফ বলেছেন: শায়মার জন্য শুভকামনা।
ভয়কে জয় করে ফিরে আসুন শীঘ্রই।
মহান আল্লাহ তাঁর আরোগ্য দান করুন - আমিন।
০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৬
করুণাধারা বলেছেন: মহান আল্লাহ তাঁর আরোগ্য দান করুন - আমিন।
১৮| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৭:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: বিষাদ সময় কাটছে আমার মন বসেনা কাজে,
মোর প্রিয়ার রোগে শোকে কাটছে সময়
তারে ছাড়া বসুন্ধরা শূন্য শূন্য লাগে ।
সে যে মায়ার আধার, তারে নিয়েই মোর কাব্য সাধনা
আর সহিতে পারিতেছিনা,
মহান বিধাতা তারে কেন অসুখ দিলো
তিনি ছাড়া পৃথিবীটা মোর বড্ড এলোমেলো
সহিতে পারিবে না যা তুমি কেন করিবে তা?
এমন পরিশ্রম তারে কে করিতে বলে?
প্রয়োজনে বিছিয়ে দেবো লাল গালিচা তার পদতলে
তবু মোর প্রিয়ার গায়ে কোন ব্যথা যেন না লাগে
স্রষ্টার কাছে করিতেছি প্রার্থনা মহান প্রভু তারে কোন কষ্ট দিয়ো না
লাঘব করো তার সকল সংশয়
মোর তরে দাও তারে অপার ভালোবাসা আর দূর করো তার ভয়।
হে আল্লাহ, পরম করুণাময় প্রভু রহিম রহমান
মুর প্রিয়ারে সুদীর্ঘ আর আরোগ্য জীবন করো গো তুমি দান।
০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:০২
করুণাধারা বলেছেন: এমন চমৎকার কবিতা লিখেছেন, আল্লাহ নিশ্চয়ই শায়মাকে সুস্থ করে তুলবেন তাড়াতাড়ি।
১৯| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
উনি অবশ্যই ফিরে আসুন।
শুভকামনা।
০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৮
করুণাধারা বলেছেন: সকলের শুভকামনা শায়মার জন্য।
২০| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: সকাল সকাল আসলেই মন খারাপ হয়ে গেল, শায়মা আপু দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন। আল্লাহ উনাকে দ্রুত আরোগ্য দিন।
০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৯
করুণাধারা বলেছেন: শায়মা আপু দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন। আল্লাহ উনাকে দ্রুত আরোগ্য দিন।
২১| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:২০
রাজীব নুর বলেছেন: আল্লাহ তাকে সুস্থ কর দিক।
০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪০
করুণাধারা বলেছেন: আমিন।
২২| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৪
মিথী_মারজান বলেছেন: সামুর উচ্ছল পরী শায়মা আপুর জন্য অনেক অনেক দোয়া রইলো।
খুব তাড়াতাড়ি সুস্হ্য হয়ে ফিরে আসুন আপু।
শুভ কামনা আর ভালোবাসা নিয়ে আমরা আপনার জন্য অপেক্ষায় রইলাম।
০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪২
করুণাধারা বলেছেন: আমরা সবাই শায়মার অপেক্ষায়, শায়মা সুস্থ হয়ে ফিরে আসুক ব্লগে।
২৩| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৮
বিজন রয় বলেছেন: হা হা হা .......
এটা নিয়ে চিন্তার কিছু নেই।
উনি প্রতি বছন এমন করে থাকেন।
বলে-কয়ে কিছুদিন অফ থাকেন।
তারপর হয় শায়মা নয় অপ্সরাবেশে চলে আসেন।
সো নো টেনশন...................
০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৭
করুণাধারা বলেছেন: চিন্তার কিছু নেই বলছেন? তাই যেন হয়।
কিন্তু ডুব দিতে হলে ডুব দিক না, এইসব সার্জারি টার্জারির কথা বলল কেন?
যাই হয়ে থাক, ও তাড়াতাড়ি ব্লগে ফিরে আসুক।
২৪| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫১
বিজন রয় বলেছেন: আরে না কোন চিন্তা কইরেন না।
সে আসবেই, যদি না মরে।
০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৫১
করুণাধারা বলেছেন: সে আসবেই, যদি না মরে।
দারুন বাণী।
২৫| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৯
খনাই বলেছেন: সার্জারি মানি ন,
ব্লগ ছারণ চৈলতো ন |
০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৫২
করুণাধারা বলেছেন:
২৬| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:২৯
প্রামানিক বলেছেন: শায়মার সার্জরী হোক তাতে অসুবিধা নাই, তবে শায়মা আমদের মাঝেই আনন্দে ঝলমলো হয়ে থাক। ধন্যবাদ শায়মাকে নিয়ে পোষ্ট দেয়ার জন্য।
০৫ ই জুন, ২০১৮ রাত ৮:১১
করুণাধারা বলেছেন: শায়মা আমদের মাঝেই আনন্দে ঝলমলো হয়ে থাক। আমরা সবাই তাই চাই।
২৭| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৫০
খায়রুল আহসান বলেছেন: শায়মা এই ব্লগের একজন অত্যন্ত জনপ্রিয় ব্লগার। পোস্টগুলো যেরকম সুন্দর, সাজিয়ে গুছিয়ে লেখেন, বিভিন্ন রকমের প্রামাণ্য ছবি সন্নিবেশিত করে পোস্টকে দৃষ্টিনন্দন করে তোলেন, সেরকম সুন্দর সুন্দর মন্তব্য/প্রতিমন্তব্য করেও ব্লগারদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেন। মন্তব্যে/প্রতিমন্তব্যে তিনি অন্যের প্রতি সৌজন্য ও শ্রদ্ধা প্রদর্শন করেন, যুক্তির অবতারণা করে ভদ্রভাবেই অনেক কটু কথার জবাব দিয়ে থাকেন। এমন একজন প্রাণোচ্ছ্বল ব্লগার অসুস্থ হয়ে এখানে অনুপস্থিত থাকবেন, এটা ভাবতেই খুব খারাপ লাগছে। আমি তার আশু রোগমুক্তি কামনা করি। দ্রুত আরোগ্য লাভ করে তিনি সুস্থ জীবন যাপন করুন, স্রষ্টার কাছে এটাই প্রার্থনা করছি।
০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৩১
করুণাধারা বলেছেন: এমন একজন প্রাণোচ্ছ্বল ব্লগার অসুস্থ হয়ে এখানে অনুপস্থিত থাকবেন, এটা ভাবতেই খুব খারাপ লাগছে। আমারও খুব খারাপ লাগছিল, তাই এই পোস্ট দিয়েছিলাম; ভেবেছিলাম কিছু সময় পরে পোস্ট সরিয়ে দেব। কিন্তু অনেক ব্লগার যেভাবে শায়মাকে শুভকামনা জানাচ্ছিলেন, তাতে আমি পোস্ট সরানোর কোনো অবকাশই পাচ্ছিলাম না। অবশ্য এত ব্লগারের মাঝে শায়মা অনুপস্থিত!!
একজন ব্লগারের প্রতি অন্য ব্লগারদের এই সহমর্মিতা দেখে খুব ভালো লাগছে। ইনশাল্লাহ, শায়মা সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি।
২৮| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আখেনাটন এর সাথে সহমত।
শায়মা আপু দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন। আল্লাহ উনাকে দ্রুত আরোগ্য দিন
০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৩৩
করুণাধারা বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু, আল্লাহ নিশ্চয়ই আমাদের সবার প্রাথনা শুনছেন। শায়মা দ্রুতই ফিরে আসবে আমাদের মাঝে।
২৯| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৪
কাছের-মানুষ বলেছেন: তার সুস্থতা কামনা করছি। তিনি একজন লড়াকু ব্লগার, আবার ফিরে এসে শিঘ্রই ব্লগ মাতাবেন আশা করি।
০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৩৫
করুণাধারা বলেছেন: আবার ফিরে এসে শিঘ্রই ব্লগ মাতাবেন আশা করি।
শায়মা শিগগিরই ফিরে আসুক ফিরে আসুক ব্লগে।
৩০| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
প্রথমকথা বলেছেন: শায়মার জন্য শুভকামনা। আবার ফিরে আসো আমাদের মাঝে।
০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৩৮
করুণাধারা বলেছেন: আবার ফিরে আসো আমাদের মাঝে।
ফিরে এস শায়মা!!
৩১| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:১৪
ওমেরা বলেছেন: আল্লাহ উনাকে সুস্থ্যতা দান করুন । আমীন।
০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৪৬
করুণাধারা বলেছেন: আমীন।
আমাদের সবার দোয়া আল্লাহ নিশ্চয়ই শুনবেন।
৩২| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৩৬
আহমেদ জী এস বলেছেন: করুণাধারা ,
শায়মার জন্যে আপনার উৎকন্ঠা ভালো লাগলো । সামু যে একটা পরিবার তাই-ই আবার দেখলুম ।
শায়মা সাময়িক অসুস্থতা কাটিয়ে উঠুক ।
০৫ ই জুন, ২০১৮ রাত ৯:০০
করুণাধারা বলেছেন: সামু যে একটা পরিবার তাই-ই আবার দেখলুম ।
আসলে সামু যে একটা পরিবার, এই ধারণা তৈরির পেছনে শায়মার অবদান অনেকখানি। আমি প্রথম প্রথম খুব অবাক হতাম, ও ব্লগারদের সম্বোধন ভাইয়া, আপুনি এইসব বলে করে দেখে। কিন্তু পরে বুঝতে পেরেছি এটা ওর আন্তরিকতা, যা সবাইকেই ছুঁয়ে যায়। কিছু ব্যতিক্রম ছাড়া ব্লগে এখন একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ব্লগারদের আন্তরিকতা বুঝতে পারলাম আজ আরেকবার, শায়মার জন্য শুভকামনা করে বিপুলসংখ্যক ব্লগারের মন্তব্য দেখে। তাই আমার সাময়িক পোস্টটা দীর্ঘ সময় ধরে রয়েই গেল!!
শায়মা সাময়িক অসুস্থতা কাটিয়ে উঠুক ।
৩৩| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: আশা করি এই সপ্তাহেই বোন শায়মা'র পোষ্ট পাবো।
০৫ ই জুন, ২০১৮ রাত ৯:০২
করুণাধারা বলেছেন: ইনশাল্লাহ,রাজীব নুর। শায়মা শিগগিরই নতুন পোস্ট দিক।
৩৪| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:১৭
পবন সরকার বলেছেন: শায়মা ব্লগ থেকে হারিয়ে যাক এটা আমরা চাই না।
১৮ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৪
করুণাধারা বলেছেন: আমাদের সবার চাওয়ায় শায়মা আবার ফিরে এসেছে, পবন সরকার। খুব ভালো লাগছে।
৩৫| ০৮ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৯
খায়রুল আহসান বলেছেন: কেউ কি এখানে শায়মা'র চিকিৎসার বর্তমান অবস্থার কোন আপডেট দিতে পারবেন?
১৮ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৩
করুণাধারা বলেছেন: জবাব দিতে এত দেরি করলাম যে ততদিনে আপনার আপডেট জানাই হয়ে গেছে। যাহোক আমি খুব খুশি, শায়মা আবার সুস্থ হয়ে ফিরে এসেছে সেজন্য।
একজন সহ ব্লগারের প্রতি আপনার এই উৎকণ্ঠা, খুব ভালো লাগলো। ভালো থাকুন, সবসময়।
৩৬| ১৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৬
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!
ফিরে এসেছি!!!!!!
ভেবেছিলাম আর ফেরাই হবে না.....
বেঁচে থাকাটা আসলেই সুন্দর!
তোমার মেইল আইডি পেলে সব জানাতাম।
যদিও ভয়াবহ স্মৃতি মনেই করতে চাইনা আমি।
তবুও জেনে রাখো এখন অনেকটাই ভালো আছি!
খায়রুলভাইয়াসহ সবাই জেনে রাখো আমি ভালো আছি!!!!!
১৮ ই জুন, ২০১৮ সকাল ৯:৪০
করুণাধারা বলেছেন: ভাগ্যিস,ঈদের আগেই ফিরে এলে! কি চিন্তায় যে ফেলে দিয়েছিলে!! এখন খুব ভাল লাগছে, তুমি ভালো আছো দেখে!!
গতি জড়তা, স্থিতি জড়তার মত আমাকে মাঝে মাঝে লেখা জড়তায় পেয়ে বসে; তখন মন্তব্য করা দূরে থাক, প্রতিমন্তব্য করতে গেলে পর্যন্ত অসীম ক্লান্তি ঘিরে ধরে। সেজন্য তোমার সহ অন্য কারুরই মন্তব্যের উত্তর করা হয়নি। যাই, এখন সবাইকে উত্তর দেই।
তুমি এত ভয় পেয়েছিলে কেন,আমার খুব জানার আগ্রহ। কিন্তু এই পাবলিক প্লেসে মেইল আইডি দিতে একটু ভয় করে। তবে আশাকরি ঠিকই তোমাকে পেয়ে যাবো, কোনোভাবে।
খুব ভালো লাগছে তোমাকে দেখে। এই পোষ্টের আর দরকার নেই- এই জবাব তোমার দেখা হয়ে গেলেই পোস্ট মুছে ফেলব। খুব ভালো থাকো, সবসময়।
৩৭| ১৮ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৮
খায়রুল আহসান বলেছেন: একজন সহ ব্লগারের প্রতি আপনার এই উৎকণ্ঠা, খুব ভালো লাগলো - ধন্যবাদ আপনাকে, কিন্তু এজন্য সবচেয়ে বড় ধন্যবাদটা আপনারই প্রাপ্য, কারণ একমাত্র আপনিই একজন সহ ব্লগারের প্রতি উৎকণ্ঠাতাড়িত হয়ে এই "সাময়িক পোস্ট" টি লিখেছিলেন। আপনার এ লেখা পড়ে অন্যান্য ব্লগারগন তাদেরও উৎকণ্ঠার কথা এখানে জানিয়েছেন, তাদের সহমর্মিতা প্রকাশ করেছেন।
আমি মনে করি, সহব্লগারদের একের প্রতি অন্যের সহমর্মিতা ও শুভকামনার নিদর্শন হিসেবে এ পোস্টটা থেকে যেতে পারে। বড় জোর শিরোনাম থেকে "সাময়িক পোস্ট" কথাটা তুলে দিয়ে এটাকে রেখে দিতে পারেন। জাস্ট মাই টু সেন্টস...
আশাকরি রমজান মাসটা ভালই কাটিয়েছেন এবং আপনার সঞ্চয় সমৃদ্ধ হয়েছে।
১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৩২
করুণাধারা বলেছেন: থেকে অনুপ্রাণিত হলাম। ঠিক আছে, সামরিক পোস্ট না হয় থেকেই যাক।
আসলে এই ব্লগে কিভাবে অচেনা মানুষের সাথে সম্পর্কিত হয়ে গেলাম!! এখন দেখছি আমরা সকলেই সহব্লগারদের অর্জনে আনন্দিত হই, কষ্টে ব্যথিত হই। বিশেষ করে এই পোষ্ট দেবার পর সকল ব্লগারদের প্রতিক্রিয়া দেখে আমি খুবই আপ্লুত হয়েছি। আল্লাহ যেন ব্লগের এই প্রীতি ভালবাসাময় পরিবেশ সবসময় বজায় রাখেন।
আপনার সঞ্চয় সমৃদ্ধ হয়েছে। ,তা হয়েছে- আল্লাহর রহমতে। সারা বছর আমার তেমন সুযোগ হয় না, তাই রমজান মাসে চেষ্টা করি মূল কোরআন শরীফ বুঝে পড়ার। একাজে আল্লাহ আমাকে অনেকটাই সহায়তা করছেন, যদিও এখনো অনুবাদের সহায়তা নিতে হয় অনেক খানি। বরাবরের মতো এবারও আমি কোরআন শরীফের শব্দচয়ন, আয়াতের অন্তমিল দেখে নতুন করে বিস্মিত হয়েছি। আল্লাহ যেন আমাকে এ কাজে সবসময় সহায়তা করেন, দোয়া রাখবেন।
আল্লাহ আপনাকেও সমস্ত নেক কাজে সহায়তা করুন, দোয়া করি।
৩৮| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৪০
শায়মা বলেছেন: আপু ভয় কি আর যে সে ভয়!
আমি মাথা ব্যাথা হলে পর্যন্ত ওষুধ খাইনা সেই আমাকে ডক্টর বললো সার্জারী করতে হবে। ফেব্রুয়ারী থেকেই জানি এটা। কিন্তু আমার প্রতি বছরে কিছু নির্ধারিত এইম থাকে সেসব ছেড়ে আমার সার্জারীতে গিয়ে মরার কোনো ইচ্ছাই ছিলোনা। এই দিকে হিমোগ্লোবিন কমছিলো।
যাইহোক আমি ডক্টরকে বললাম আমি এ বছরের আমার সকল এইম শেষ করেই আসবো। তো রোজার ছুটি বা কর্মবিরতিতে সবাই চেপে ধরলো। ৫ই জুন সেই ভয়াবহ দিন ছিলো।
এখন বাসায় এসেছি। বেড রেস্ট দিয়েছে ১ মাস। সে কি আর আমার পক্ষে সম্ভব বলো?
যাইহোক হাসপাতালে বসে আমি অনেকগুলো গল্পর প্লট পেয়েছি। সেসব নিয়ে লিখে ফেলবোনে খুব তাড়াতাড়ি আমার হাসপাতালের দিনগুলিরে .... হা হা হা
লাভ ইউ সো মাচ আপুনি!!!!!!!
২৪ শে জুন, ২০১৮ রাত ৮:৪১
করুণাধারা বলেছেন: সব ভালো তার শেষ ভালো যার- সব ভালোভাবে শেষ হয়েছে, আল্লাহর কাছে তাই শোকর।
লাভও কিছু হয়েছে, যেমন :
১) কি হবে, কি হবে- সেই টেনশন থেকে মুক্তি।
২) সার্জারি করার ভয় কে জয়।
৩) আমাদের প্রাপ্তি কিছু নতুন গল্প, শিগগিরই নিয়ে এসো।
পোস্টটা রাখবো কিনা ভেবে ভেবে এতদিন তোমার মন্তব্যের উত্তর দেইনি। এখন ঠিক করলাম রেখেই দেই, তাই মন্তব্যের উত্তর দিতে দেরি হল।
এখন থেকে সব সময় ভালো থাকো, সুস্থ থাকো।
৩৯| ২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৪৩
খায়রুল আহসান বলেছেন: পোস্টটা রেখে দেয়ার জন্য ধন্যবাদ। এ পোস্টে সহব্লগারদের মধ্যে সহমর্মিতার অনেক অনুভূতি প্রকাশ পেয়েছে।
২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৭
করুণাধারা বলেছেন: আপনাকে ধন্যবাদ, পোস্টটা রেখে দেবার পরামর্শ দিয়েছিলেন বলে। আসলেই এই পোস্ট দেবার পর বুঝতে পারছি, ব্লগিং করতে করতে ব্লগারদের পরস্পরের প্রতি কতটা সহমর্মিতা গড়ে ওঠে!!
৪০| ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার হাসপাতালের দিনগুলিরে ....
তাড়াতাড়ি পেলেই না মনের সকল তৃষ্ণা মিটবে!
অন্ধকারে শুধু চাঁদের কোনা দেখেই আহ! কি স্বস্তি! ফিরেছেন শায়মাপু
এখন পূর্নচন্দ্রের পূর্নিমা আসুক দ্রুত
২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৯
করুণাধারা বলেছেন:
আসবে, শিগগিরই ফিরে আসবে, একেবারে পূর্ণচন্দ্রের মত!!
৪১| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:৫১
শায়মা বলেছেন: হা হা ভৃগুভাইয়ার মন্তব্য পড়ে হাসছি!!!
আমার প্রথম নিক ছিলো চাঁদকন্যা....
২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৩
করুণাধারা বলেছেন: হা হা, আমিও হাসছি- কারণ তুমি আহা উহু করছ না!!!
চারপাশে সবাইকে ভালো দেখলে কি যে ভালো লাগে !!
৪২| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদ কন্যা ফিরেছেন।
২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৪
করুণাধারা বলেছেন: চাঁদ কন্যার একটা পোস্ট পড়তে পারলে বেশ হত!!!
৪৩| ২৭ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:৩৭
ডঃ এম এ আলী বলেছেন:
অনুসরণ করতে এসে দেখা পেলাম এটার ।
ঐ সময়টাতে অসুস্থতার কারণে ব্লগে অনিয়মিত ছিলাম বলে এটা মিস হয়ে যায় ।
আমাদের সকলের প্রিয় আপুমনি শায়মার সুস্বাস্থের জন্য রইল নিরন্তর শুভামনা ।
আপনার জন্যও শুভেচ্ছা রইল
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪
করুণাধারা বলেছেন: ডঃ এম এ আলী, শায়মা তার নানা রকম লেখা দিয়ে এমনভাবে ব্লগকে সমৃদ্ধ করছে যে, তার অনুপস্থিতি ভাবাই যায় না!! সুস্থ হয়ে শায়মা আবার ফিরে এসেছে- তাই আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা জানাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, পুরনো পোস্টে এসে একজন সহব্লগারের অসুস্থতায় এভাবে সহমর্মিতা প্রকাশ করার জন্য। ভালো থাকুন আপনিও।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:০৩
সুমন কর বলেছেন: অবশ্যই ফিরে আসবে.......