নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করুণাধারা

করুণাধারা

জীবন যখন শুকাইয়া যায় করুণাধায় এসো

করুণাধারা › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন: তারিখ ভুল হতেও পারে। :|

১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

আমার প্রিয় দুজন ব্লগারের জন্মদিন; কিন্তু তারিখ নিয়ে আমি নিশ্চিত নই

 শিখা রহমান: ১০ই ডিসেম্বর। যখন ব্লগে শিখা রহমান নামটা দেখলাম, তখনই আমার চোখে ভেসে উঠলো বহুদিন আগে দেখা একটা  বাসার নামফলকে লেখা নাম, শিখা রহমান। সে বাসায় মা-বাবার আলাদা পরিচিতি আছে, তাদের নাম নামফলকে থাকতেই পারে, কিন্তু স্কুল পড়ুয়া মেয়ের নাম তাদের নামের সাথে কেন থাকবে, অনেক মাথা ঘামিয়েও বুঝতে পারিনি!

 নাম দেখার সাথে সাথে মাথায় এলো শিখা রহমানের সাথে জড়িত সব তথ্য, মা..... বাবা...... পোষা খরগোশ...... হাসিমুখে কেউ বলছেন,  আমার মেয়ের জন্মদিন.........

জন্মদিনের এই তারিখটা নিয়ে কিছুটা সংশয় আছে, কারণ  মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে,  বিস্মৃতি কিছু হতেই পারে !

আর যদি ভুল না করে থাকি, তবে আজ ১০ই ডিসেম্বর, শিখা রহমানের জন্মদিন। জন্মদিনে শিখাকে শুভেচ্ছা............এই দিন জীবনে বারবার ফিরে আসুক !

 খায়রুল আহসান: জন্মদিন ১৩ ই ডিসেম্বর। স্মৃতি হাতড়িয়ে বুঝতে পারলাম না, এই তারিখটা আমি কি করে পেয়েছিলাম। মনে হচ্ছে কোথাও উনি লিখেছিলেন যে উনার জন্মদিন ডিসেম্বর মাসে, আবার কোথাও লিখেছেন ১৩ তারিখ উনার জন্য বিশেষ দিন! কোন পোস্ট বা কোন কমেন্টে এই কথা লিখেছেন আমার মনে নেই, কিন্তু আমার মনে হল, ১৩ ই ডিসেম্বর উনার জন্মদিন।

এই ভাবনা থেকেই ব্লগার খায়রুল আহসানকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা......... এই দিন জীবনে বারবার ফিরে আসুক !


আর যদি তারিখ ভুল করে থাকি........ ভুল তো মানুষই করে, সেক্ষেত্রেও তাদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাখি; জন্মদিন যেদিনই হোক না কেন!

মন্তব্য ৫৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

বিজন রয় বলেছেন: বাহ!

আপনার মাধ্যমে আমিও জানতে পারলাম।

অনেক অনেক শুভেচ্ছ রইল উনাদের প্রতি।

আর আপনাকেও আন্তরিক ধন্যবাদ।

১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

করুণাধারা বলেছেন: আপনাকেও ধন্যবাদ, মন্তব্য আর প্লাসের জন্য।

ভুল হলে আমি নাই! :(

২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

ডার্ক ম্যান বলেছেন: ম্যাডাম , আপনার জন্মদিন কবে

১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

করুণাধারা বলেছেন: ওই ১৩ তারিখেই, আর সেজন্যই ১৩ তারিখে জন্মদিনওয়ালা মানুষদের খুঁজে বেড়াই........ তারিখটাকে লোকের অশুভ বলে কিনা!

অবশ্য আমি জন্মেছি আষাঢ়স্য প্রথম দিবসে। B-)

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: আজকেই শিখা রহমানের জন্মদিন :)

১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

করুণাধারা বলেছেন: তাই যেন হয়! না হলে তো আমাকে বোকা মাসি বলবে.........

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: খায়রুল আহসানের জন্মদিন ১৩ ডিসেম্বর কিনা জানি না....

উনাদের দুইজনকেই জন্মদিনের শুভেচ্ছা :)

১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

করুণাধারা বলেছেন: আমিও জানিনা..........

এটা পরীক্ষা, আমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির!!

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

সেলিম আনোয়ার বলেছেন: দুজনকে ্ই জন্মদিনের শুভেচ্ছা।।।আপনাকে ধন্যবাদ তথ্য প্রচারের জন্য ।

১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

করুণাধারা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা, আমার ব্লগে আগমনের জন্য!

এইবার আমি যাই..........

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

সেলিম আনোয়ার বলেছেন: আমি আসলেই চলে যেতে হবে কেন??

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭

করুণাধারা বলেছেন: দুঃখিত, তখন থাকার উপায় ছিল না। কিছুক্ষণের জন্য ব্লগ ছেড়ে যেতেই হল।

আতিথেয়তার এ ত্রুটি ক্ষমা করে আশা করি ভবিষ্যতেও আমার ব্লগে আসবেন।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

হাবিব বলেছেন: কোথায় শিখা রহমান আপু? দেখছিনা যে........

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২০

করুণাধারা বলেছেন: হয়তো ব্যস্ত........

ধন্যবাদ হাবিব স্যার। মনে আছে, যাচ্ছি আপনার ব্লগে, সময় করে।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শুভ জন্মদিন।।। জন্মদিবস সুখের হোক। কল্যাণকর হোক জীবন

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩

করুণাধারা বলেছেন: কল্যাণকর হোক জীবন


মন্তব্যের জন্য ধন্যবাদ, আব্দুল্লাহ্ আল মামুন।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

মাহের ইসলাম বলেছেন: শুভ জন্মদিন।

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৪

করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ, মাহের ইসলাম।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় দুজন ব্লগাররের জন্মদিনের অনেক শুভেচ্ছা।

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫

করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ, তারেক_মাহমুদ।

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: ভুল হোক সঠিক হোক শুভ জন্মদিন শিখা আপু 8-|

করুনাধারা আপু, যদি কিছু মনে না করেন আপনার জন্মদিন কবে জানতে পারি কি ?

আপনার লেখাটা দেখে ভাবছি একটা পোষ্টে আমাদের সব সহব্লগারদের জন্মদিন টা জেনে নেই । তারপর ঠিক সময়মত জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে ;) কেমন আইডিয়া আপু ?

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

করুণাধারা বলেছেন: ফুলের ঝুঁড়ি, আমার জন্মদিন আরেকদিন বলি........... B-)

কেমন আইডিয়া? একটু অসুবিধাজনক বলে মনে হচ্ছে। দেখা যাবে প্রতিদিন কারো না কারো জন্মদিন। সব কাজ বাদ দিয়ে প্রতিদিন সকালে উঠেই দেখতে হবে আজ কার জন্মদিন! তারপর লগইন, তারপর শুভেচ্ছা জানানো.........

মনে হয়, এ কাজ করতে করতে কয়দিন পর হাঁফ ধরে যাবে।

অবশ্য কয়েকজনের জন্মদিন মনে রাখা যেতেই পারে।

শুভকামনা, কথার ফুলঝুরি!

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

স্রাঞ্জি সে বলেছেন:


দুজনের জন্মদিন ঠিক ঠিক।


শিখা আপু জন্মদিনের শুভেচ্ছা.......


আর....... :-0


খায়রুল ভাইয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা.......


আপনার জন্যও........ !:#P

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১

করুণাধারা বলেছেন: দুজনের জন্মদিন ঠিক ঠিক।

কে বলল, স্রাঞ্জি সে?

আমাকে শুভেচ্ছা জানানোয় আমিও ফিরতি শুভেচ্ছা জানালাম, স্রাঞ্জি সে। :)

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

রাকু হাসান বলেছেন:

শিখা আপুকে জন্ম দিনের শুভেচ্ছা । ভালো কাটুক এবং ভালো লিখুক সেই কামনা । খাইরুল স্যারকেও জানাই অগ্রিম জন্ম দিনের শুভেচ্ছা । প্রকৃতি ,বই সাহিত্য এবং পরিবার নিয়ে জীবনের সেরা সুখের সময়টা এখন থেকেই কাটুক । শুভকামনা । থাকুন আমাদের মাঝে ।
পরিশেষে আপনাকে অশেষ ধন্যবাদ না দিয়ে পারছি না । পোস্ট করার জন্য ধন্যবাদ । আপনার জন্যই সুযোগ হলো শুভেচ্ছা জানানোর জন্য ।

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

করুণাধারা বলেছেন: এত সুন্দর করে শুভেচ্ছা জানানোয় অনেক ধন্যবাদ, রাকু হাসান।

শুভকামনা জানাই আপনাকেও।

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: আমার টা জানেন?

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

করুণাধারা বলেছেন: আমি উত্তর দিয়েছিলাম, সেটা গায়েব হলো কি করে ভাবছি!!!!

আপনার জন্মদিনও আমি জানি। শুধু বলেন পরীর প্রথম জন্মদিন কত তারিখ, তারপর বলেন ঠিক কত বছর, কত মাস, কতদিন বয়সে আপনি বাবা হয়েছিলেন! আমি এক্ষুনি বলে দিচ্ছি আপনার জন্মদিন কবে.........

১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭

খায়রুল আহসান বলেছেন: এই ব্লগের উজ্জ্বল নক্ষত্র, কবি ও কথাশিল্পী শিখা রহমান এর শুভ জন্মদিনে রইলো অনেক, অনেক শুভকামনা ও দোয়া। আশাকরি, ওনার প্রতিভার শিখা আরো বহুদিন ধরে এ জগতে আলোর দ্যূতি ছড়িয়ে যাবে এবং ওনার কী বোর্ড হয়ে আরো অনেক সুন্দর সুন্দর গল্প ও কবিতা এ ব্লগেও এসে ব্লগারদের মনে ঠাঁই করে নেবে।
আপনি বিজ্ঞানী মানুষ, আপনার এ্যানালাইটিকাল এবিলিটি কে ভুল প্রমাণ করবে, সে সাধ্য কার? আগামী দিনগুলোতে আরো নিয়মিত ভাবে আপনি এ ব্লগে কন্ট্রিবিউট করে যাবেন, এ আশা ব্যক্ত করে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি একজন প্রতিভাধর এবং গুণী ব্লগারের পাশাপাশি আমার মত একজন সামান্য ব্যক্তির জন্মদিনকেও স্মরণ করার জন্য।
ভাল থাকুন, শুভেচ্ছা---

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

করুণাধারা বলেছেন: ব্লগে অনেকেই দেখি জন্মদিনে শুভেচ্ছা জানান; সেটা দেখেই আমারও ইচ্ছে করলো শুভেচ্ছা জানাই, যদিও কিছুটা অনিশ্চিত ও ছিলাম।

এটা পোস্ট করার পর মনে পড়ল, কোন ব্লগারের এক পোস্টে আপনি মন্তব্য করেছিলেন, আপনার জন্মদিনে অনেকেই আপনাকে শুভেচ্ছা জানান, কিন্তু তাতে আপনি বিব্রত হন.........

হয়তো আপনাকে বিব্রত করলাম! :(

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা রইল, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকুন।

১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমেই এত সুন্দর একটা বিষয়কে সামনে আনার জন্য আপু আপনাকে অশেষ ধন্যবাদ।।
শিখাআপু ব্লগের উজ্জ্বল নক্ষত্র ; খায়রুল আহসান স্যার একটু আগেই বললেন। উল্লেখ্য একজন নক্ষত্র আরেকজন নক্ষত্রের মধ্যেই তার জ্যোতি বা প্রভা দীপ্তমান হতে দেখেন বা মূল্যায়ন করতে পারেন। শুভ জন্মদিনের শিখাও আপুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন।

আর শ্রদ্ধেয় খাইরুল আহসান স্যারের জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানাই । সামু ব্লগের ইতিহাসে একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। যার বিচ্ছুরণ ব্লগের পাতায় পাতায় সঞ্চালিত। সর্বজনবিদিত শ্রদ্ধার পাত্র স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।


বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় আপুনিকে।


১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০

করুণাধারা বলেছেন: এত সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, পদাতিক চৌধুরী। আপনার শুভকামনা উনাদের কাছে পৌঁছে গেল!

আপনার জন্য রইল, অনেক শুভকামনা।

১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

শিখা রহমান বলেছেন: করুণাধারা আপনাকে আজ আন্টি বলি, যেমনটা সামনাসামনি বলি। :) আপনার ঠিকই মনে আছে যে আজ ১০ই ডিসেম্বর আমার জন্মদিন। গত বছরেও আমার লেখায় আপনি একটা ধাঁধা লিখে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। আর আপনার ঠিক মনে আছে যে আমাদের ফ্ল্যাটের দরজায় তিনজনের নামই ছিলো। হঠাত করেই নস্টালজিক হয়ে গেলাম। পোষা খরগোশদের কথাও আপনার মনে আছে? চারটা খরগোশ ছিলো -- শ্বেত, শুভ্র, রুদ্র আর রক্তিম। ওদের নিয়ে আমার একটা লেখা আছে। একসময় ব্লগে দিয়ে দেবো। অনেক অনেক ভালোবাসা মনে রাখার জন্য।

প্রিয় ব্লগার আর লেখক-কবি খায়রুল আহসানকে অগ্রিম শুভেচ্ছা। ওনার লেখা ভালোবাসি ঠিক। তবে উনি মানুষ হিসেবে অসাধারণ। ওনার মন্তব্য, অন্যদের প্রতি শ্রদ্ধাবোধ আর ভদ্রতা অনুকরণীয়। ওনার জন্মদিন কাছাকাছি সময়ে শুনে মন ভালো হয়ে গেলো। রাশির প্রভাবে হয়তো ওনার মতো কিছু গুণ হয়তো আমারো আছে। :)

আন্টি ঠিক বলেছেন আমি আসলেই একটু ব্যস্ত। এ সপ্তাহে পরীক্ষা চলছে। শুধু আপনার পোস্টের জন্যেই লগইন করলাম। আমার পোস্টের মন্তব্যের উত্তর করিনি এখনো। :( সবার কাছে সেজন্য ক্ষমা চাইছি।

সবাইকে সুন্দর সব শব্দমালার জন্য অনেক ভালোবাসা। এমন সব পোস্ট আসলেই মন কেমন করে দেয়। নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয়। এমন ভালোবাসা পেয়েছি ভাবতেই মন কৃতজ্ঞতায় ভরে যায়।

ব্লগের সবাইকে এত্তো এত্তো ভালোবাসা। শুভকামনা নিরন্তর!!



১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

করুণাধারা বলেছেন: তোমার ভালো লেগেছে জেনে আমারও মন ভাল হয়ে গেল, শিখা। তোমাদের বাসার কথা আমার মনে আছে....... মানিপ্লান্টের চকচকে পাতা....... এখন আমার জমে থাকা স্মৃতি নিয়ে জাবর কাটার দিন; অনেক কিছু মনে পড়ে......

অবশ্য অনেক কিছু ভুলেও যাই! যেমন মাঝে মাঝে গল্প লিখতে গেলে, ভিলেন চরিত্রের নাম প্রাক্তন কোন সহকর্মীর নামে দিয়ে ফেলি, পরে খেয়াল হয়। আশা করি তারা কেউ ব্লগে আসেন না, আসলেও আমাকে চিনতে পারবেন না। B-)

ব্যস্ততা শেষে ফিরে এসো ব্লগে, ভালো থেকো।

১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

করুণাধারা বলেছেন: ধন্যবাদ, স্বপ্নের শঙ্খচিল। আপনার জন্য এক ঝুড়ি শুভেচ্ছা।

১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪০

বলেছেন: দুজনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

করুণাধারা বলেছেন: ধন্যবাদ। আপনাকেও অনেক শুভেচ্ছা জানাই।

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৬

কাওসার চৌধুরী বলেছেন:
ব্লগের তিন তারকার পোস্ট!! একজন লেখক, অপর দু'জন তারকা চিহ্নিত গুণী ব্লগারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনের শুভেচ্ছা আপনাদের। আর করুণাধারা আপাকে ধন্যবাদ ব্লগ লিখে আমাদেরকেও সুযোগ করে দেওয়ার জন্য।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

করুণাধারা বলেছেন: আপনি হচ্ছেন ছবি মাস্টার! কোথা থেকে যে এসব সুন্দর ছবি বের করেন! আপনার নিজের পোস্টে ছবিগুলো খুব ভালো হয়!!

এই দারুন ছবিসহ শুভেচ্ছা জানানোতে অনেক ধন্যবাদ কাওসার চৌধুরী। আপনারকেও শুভেচ্ছা জানাই।

২১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
উনাদের দুইজনকেই জন্মদিনের শুভেচ্ছ।
ধন্যবাদ।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

করুণাধারা বলেছেন: "শুভ সকাল" এর প্রত্যুত্তর করতে করতে সন্ধ্যা হয়ে গেল! আগে আসতে পারলাম না! দুঃখিত, নীল আকাশ।

আপনার জন্যও শুভেচ্ছা।

২২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
দেখো দেখি কি কান্ড!
কি দারুন আয়োজন, কি দারুন পোষ্টে ব্যাক ব্যাঞ্চার হয়ে গেলাম :P

অনেক অনেক ধন্যবাদ জন্মদিনের শুভেচ্ছায়োজনে।

স্বনামধন্য, বিখ্যাত ব্লগারগণকে শুভেচ্ছা জানানোর সুযোগ করে দেয়ায় কৃতজ্ঞতা:)
শুভ জন্মদিন প্রিয় কবি গল্পকার শিখা রহমান- অনেক অনেক শুভকামনা
শুভ জন্মদিন প্রিয় সিনিয়র খায়রুল আহসান ভায়া- অন্তহীন শুভকামনা :)

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

করুণাধারা বলেছেন: ব্যাক বেঞ্চার হলে কোন অসুবিধা নেই, ব্লগের প্রখ্যাত কবির আগমন ঘটেছে তাতেই আমি বড় কৃতজ্ঞ। :)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু। ভালো থাকুন, সব সময়।

২৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,



শিখা রহমান ধূপশিখার মতোই গন্ধ বিলিয়ে যাক।

খায়রুল আহসান তাঁর সকল "শুভত্ব" নিয়ে থাকুন দীপ্যমান।

দু'জনকেই অঘ্রানী শুভেচ্ছা।

আর আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির জন্যে গোল্ডেন-এ প্লাস............ ;)
এবং দু'দিন পরে আসা ১৩ তারিখের ( সাথে অজানা মাসটা যোগ করে ) শুভকামনা আপনার জন্যেও।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

করুণাধারা বলেছেন: "কিছু বুঝতে পারো না", "কিছু মনে রাখতে পারো না", ইত্যকার কথাবার্তা শুনতে শুনতে নিজেই নিজের পরীক্ষা নিলাম, এবং কৃতিত্বের সাথে উত্তীর্ণ হলাম! বাকি ছিল কৃতিত্বের স্বীকৃতি, সেটাও আপনি দিলেন, গোল্ডেন এ প্লাস দেবার মাধ্যমে। এজন্য আমার অশেষ কৃতজ্ঞতা জানাই আহমেদ জী এস। B-)

শিখা রহমান ধূপশিখার মতোই গন্ধ বিলিয়ে যাক।

খায়রুল আহসান তাঁর সকল "শুভত্ব" নিয়ে থাকুন দীপ্যমান।


ওদের দুজনের সাথে আমাকেও শুভকামনা জানিয়েছেন, তাই :D

শুভকামনা আপনার জন্যও, ভালো থাকুন।

২৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

মনিরা সুলতানা বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমাদের গল্পের জাদুকর ! সব সময় ই অতখানি আদরে আহলাদে কোমলতায় ভালোবেসো আর ভালোবাসায় থেকো শিখা রহমান।

আমাদের কে ব্লগে দারুণ মমতায় আর শুভকামনায় বেঁধে রাখা খায়রুল আহসান ভাইয়া কে ও অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের।


ধন্যবাদ আপু দুজন কে একসাথে শুভেচ্ছা জানানোর সুযোগ করে দেয়ার জন্য।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

করুণাধারা বলেছেন: এত সুন্দর করে করা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, মনিরা। নিশ্চিত ছিলাম না যদিও, তবুও ভাবলাম দেখি একবার......... অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানায়, তাই আমিও জানালাম।

খুব খুশি লাগছে জেনে যে, ভুল করিনি........

২৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

ভুয়া মফিজ বলেছেন: দু'জনকেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
আর আপনি এই কষ্টটুকু করাতে আপনাকে অভিনন্দন।

ব্লগারদের প্রতি আপনার এই ভালোবাসা একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকুক আমাদের সবার সামনে।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

করুণাধারা বলেছেন: দু'জনকেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ অজস্র!

ব্লগারদের প্রতি আপনার এই ভালোবাসা একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকুক আমাদের সবার সামনে।
আমি অবশ্য এক্ষেত্রে অন্যদের অনুকরণ করেছি। ব্লগে তো দেখি হরদম কেউ না কেউ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

আপনাকেও শুভেচ্ছা জানালাম, ভুয়া মফিজ। :)

২৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: গুণী দুই ব্লগারের জন্মদিনে শুভেচ্ছা

সাথে আপনাকেও।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

করুণাধারা বলেছেন: আপনাকেও............

অনেক শুভেচ্ছা জানাই, আর শুভকামনা।

২৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

নতুন নকিব বলেছেন:



দু'জনই শ্রদ্ধার পাত্র। এই ব্লগজগতের রত্ন। দু'জনের জন্যই শুভকামনাসহ অভিনন্দন। আপনার প্রতিও।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

করুণাধারা বলেছেন: আমার ব্লগে আপনাকে পেয়ে আমি খুবই খুশি হলাম, নতুন নকিব!

শুভকামনা আপনার জন্যও।

২৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: হ্যাপি বার্থডে টু থ্রি ওফ ইউ

কেকুঃ

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

করুণাধারা বলেছেন: কেক্কুক ছাড়া জন্মদিনের আয়োজন করে ফেললাম!!!!

মনে করে কেক নিয়ে আসেন অনেক ধন্যবাদ, আর্কিওপটেরিক্স। কেক না খেয়ে কিন্তু বাড়ি যাবেন না......

২৯| ১৩ ই জুন, ২০২০ ভোর ৬:১০

মা.হাসান বলেছেন: আপনাকে ১৮ তম জন্মদিনের শুভেচ্ছা, মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে।

১৭ ই জুন, ২০২০ সকাল ১১:৪২

করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। সত্যি যদি বয়স আঠারো হতো... কত ভুল শুধরে নেয়া যেত.... :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.