নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করুণাধারা

করুণাধারা

জীবন যখন শুকাইয়া যায় করুণাধায় এসো

করুণাধারা › বিস্তারিত পোস্টঃ

এই সব ব্লগার...

০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩১




সামহোয়্যারইনব্লগ শুরুর পর প্রায় ১৮ বছর কেটে গেছে; শিশু থেকে সামহোয়্যারইনব্লগ এখন প্রাপ্ত বয়স্ক। এত দীর্ঘ সময় কোনো ব্লগ শুধু না, অনেক পত্রিকাও টিকে থাকতে পারে না। সুতরাং আঠারো বছর সময় পার করাটা সামুর উজ্জ্বল অর্জন বলাই যায়।

এই অর্জনের ভাগীদার সামুর ব্লগাররাও; সামুর ব্লগাররা, যারা শুরু থেকে একটানা সামু ব্লগে থেকেছেন, যারা মাঝে বিরতি দিয়ে আবার ফিরে এসেছেন,যারা অতীতে অনেক সময় সামুতে ব্যয় করেছেন কিন্তু এখন সামুতে আসেন না এবং যারা নতুন এসেছেন, এরা সকলেই। এই দীর্ঘ সময়ে অনেক ব্লগার সামু ছেড়ে চলে গেছেন, কিন্তু আবার কিছু ব্লগার আছেন যারা নিজেদের জীবনে নানা কর্মব্যস্ততা, নানা পরিবর্তন ও অসুস্থতার মধ্যে দিয়ে গেলেও অনেক বছর ধরে একটানা সামু ব্লগে রয়ে গেছেন। এদের সংখ্যাও খুব কম নয়। এমন অবিরাম ব্লগারদের মধ্যে থেকে যারা একটানা অন্তত একযুগ ধরে আছেন, তারা কচ্ছপ ব্লগার এবং তাদের একটা তালিকা করলাম। (অবশ্য আরও অনেকে থাকতে পারেন তালিকার বাইরে।) এর চাইতে কম সময় একটানা সামুতে আছেন যারা তাদের তালিকা দিতে গেলে খুব বড় হয়ে যাবে, তাই দিলাম না।

কচ্ছপ ব্লগার ছাড়া সামুতে একজনকে আমার বিশিষ্ট ব্লগার বলে মনে হয়, তার নাম শায়মা! পনের বছরের বেশি সময় ধরে ডজন খানেক বা তারও বেশি নিক নিয়ে আনন্দমূলক, জ্ঞানমূলক, গল্পমূলক, ছবিতামূলক ইত্যাদি অনেক ধরনের অনেক পোস্ট দিয়ে, বাংলা ভাষায় নতুন শব্দ উদ্ভাবন করে, ক্যাচালে জড়িয়ে ক্যাচালের শেষে সবসময় বিজয়ী হয়ে, শায়মা এই ব্লগে এক অনন্য ব্লগার!

আমার তালিকায় আসি! একটানা অন্তত এক যুগ ধরে ব্লগিং করছেন, এমন ব্লগারদের খুঁজতে গিয়ে দেখলাম, অনেকেই আছেন যারা কয়েক বছর অনুপস্থিতির পর ফিরে এসে আবার ব্লগিং করছেন। তাই যারা অন্তত ১৫ বছর ধরে ব্লগিং করছেন, এবং মাঝে তিন বছর অনুপস্থিত ছিলেন, তাদেরকেও আমি ১২ বছর ব্লগিং করেছেন বলে ধরে নিচ্ছি।

ব্লগিং বয়স যাদের সতের বছরের বেশি:

১) নতুন: ১৭বছর ৮ মাস। প্রথম পোস্ট দিয়েছেন ফেব্রুয়ারি ২০০৬। তারপর এত বছর ধরে আছেন সামুর সাথে।
view this link

২) শ।মসীর : ১৭ বছর ৮ মাস। প্রথম পোস্ট দিয়েছেন ফেব্রুয়ারি ২০০৬। মাঝে ২০০৭ সালে কোন পোস্ট দেননি, বাকি সব বছরেই পোস্ট আছে।
view this link

৩) ইফতেখার ভূইয়া: ১৭ বছর ৪ মাস। প্রথম পোস্ট দিয়েছেন জুন ২০০৬। এরপর থেকে প্রতি বছর তিনি পোস্ট দিয়ে গেছেন।
view this link

৪)সুমেরু: ১৭ বছর ৪ মাস। মাঝে বিরতি দিয়ে ইনি ফিরে এসেছেন। view this link

ব্লগিং বয়স যার ষোল প্লাস:

৫) বক: ১৬বছর ১১ মাস। দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছেন।
view this link

যদিও এই ১৬ বছর ১১ মাস একটানা ব্লগে ছিলেন না, তবু সিক্সটিন প্লাস ব্লগার একমাত্র বককেই পেয়েছি!

পনের বছর পার করেছেন যারা:

*) পদ্মপুকুর: ১৫ বছর ১০মাস। প্রথম পোস্ট দিয়েছেন জানুয়ারি ২০০৮, তারপর ২০১৩ বাদে ২০২১ সাল পর্যন্ত একটানা ছিলেন। ২০২১ থেকে উধাও ছিলেন, আজ আবার পদ্মপুকুরকে দেখতে পেয়ে আমি আনন্দিত!!
view this link

৬) রেজা ঘটক: ১৫ বছর ৯ মাস। প্রথম পোস্ট দিয়েছেন জানুয়ারি ২০০৮, তারপর থেকে এই বছর পর্যন্ত অবিরাম পোস্ট দিয়ে চলেছেন।
view this link

৭) সোহানী: ১৫ বছর ৯ মাস। প্রথম পোস্ট দিয়েছেন জুন ২০০৮। ব্লগিং বিরতি ২০১০ আর ২০১১ সাল।
view this link

৮) জুলিয়ান সিদ্দিকী: ১৫ বছর ৬ মাস। প্রথম পোস্ট মে ২০০৮, তারপর থেকে প্রতিবছর তিনি সামুতে উপস্থিত আছেন।
view this link

৯) মুক্ত মানব: ১৫ বছর ৮ মাস। ২০০৯, ২০১২, আর ২০২০ সালে ব্লগে ছিলেন না।
view this link

১০) শাহাবুদ্দিন শুভ: ১৫ বছর ৫ মাস। প্রথম লিখেছেন মে ২০০৮, তারপর থেকেই ব্লগে আছেন একটানা।
view this link

১১) বিদ্রোহী ভৃগু: ১৫ বছর ৩ মাস। প্রথম পোস্ট দিয়েছেন জুলাই ২০০৮, তারপর থেকে প্রতিবছর অন্তত একটি পোস্ট দিয়েছেন।
view this link

১২) অপসরা: ১৫ বছর ৩ মাস। প্রথম পোস্ট জুলাই ২০০৮, কিন্তু ২০১৯,২০২০ আর ২০২১ সালে কোনো পোস্ট নেই!!
view this link

১৩) বিডি আইডল: ১৫ বছর ৩ মাস। প্রথম পোস্ট সেপ্টেম্বর ২০০৮, তারপর থেকে সব বছরেই আছেন।
view this link

১৪) সোনাবীজ; অথবা ধুলোবালিছাই: ১৫ বছর দুই মাস। প্রথম পোস্ট আগস্ট ২০০৮, তারপর থেকে একটানা সামুতে আছেন। view this link

১৫) এ.টি.এম.মোস্তফা কামাল: ১৫ বছর ২মাস। প্রথম পোস্ট দিয়েছেন সেপ্টেম্বর ২০০৮, তারপর থেকে একটানা সামুতে আছেন।
view this link

যারা ১৪ প্লাস বছর ধরে ব্লগে আছেন:

১৬) হাসান মাহবুব: ১৪ বছর ১১ মাস। প্রথম পোস্ট দিয়েছেন নভেম্বর ২০০৮, তারপর থেকে একটানা আছেন।
view this link

১৭) শেরজা তপন: ১৪ বছর ১১মাস। প্রথম পোস্ট ডিসেম্বর ২০০৮, মাঝে ২০১৭ আর ২০১৯ দু'বছর বাদ দিয়ে ২০০৮ থেকেই আছেন।
view this link

১৮) নীল- দর্পণ: ১৪ বছর ১০মাস, প্রথম পোস্ট ডিসেম্বর ২০০৮, ছিলেন না শুধু ২০১৯ সালে।
view this link

১৯) লাইলী আরজুমান খানম লায়লা: ১৪ বছর ৯মাস, প্রথম পোস্ট মার্চ ২০০৯, ছিলেন না ২০২০ সালে।
view this link

২০) ফয়সাল রকি: ১৪বছর ৩ মাস। প্রথম পোস্ট জুলাই ২০০৯, ছিলেন না ২০১৩, ২০১৪ সালে।
view this link

২১) রোকসানা লেইস: ১৪ বছর। প্রথম পোস্ট অক্টোবর ২০০৯, তারপর থেকে একটানা ব্লগিং করছেন এত বছর ধরে।
view this link

তেরো বছর ধরে ব্লগিং করছেন:

২২) মরুভূমির জলদস্যু: ১৩ বছর ১১ মাস। প্রথম পোস্ট ফেব্রুয়ারি ২০১০, তারপর থেকে আজ অবধি একটানা আছেন, দেড় হাজারের বেশি পোস্ট দিয়েছেন।
view this link

২৩) কাবুলিওয়ালা: ১৩ বছর ১১ মাস। প্রথম পোস্ট নভেম্বর ২০০৯, এরপর ২০১৮ এবং ২০২০ সালে বাদে বাকি সব বছরগুলোতে পোস্ট দিয়েছেন, কিন্তু তার মোট পোস্ট ২৫!
view this link

২৪) শ্মশান ঠাকুর: ১৩ বছর ১১ মাস। প্রথম পোস্ট নভেম্বর ২০০৯, এরপর থেকে একটানা এবছর অবধি ২৭৫টি পোস্ট করেছেন, কিন্তু মন্তব্য করেছেন মোট ৮০টি!!
view this link

২৫) রাজীব নুর: ১৩ বছর ১০ মাস। প্রথম পোস্ট ডিসেম্বর ২০০৯, তারপর প্রতিবছরই পোস্ট দিয়েছেন।
view this link

২৬) বুবলা: ১৩ বছর ১০ মাস। প্রথম পোস্ট আগস্ট ২০১১, তারপর থেকে প্রতিবছরই পোস্ট দিয়েছেন, কিন্তু মোট পোস্ট সংখ্যা ৩৫!
view this link

২৭) জুন: ১৩ বছর ৮ মাস। প্রথম পোস্ট ফেব্রুয়ারি ২০১০, তারপর থেকে অবিরত লিখছেন।
view this link

২৮) রিম সাবরিনা জাহান সরকার: ১৩ বছর ৮ মাস। যদিও বিরতি আছে, কিন্তু মনে হলো তালিকায় তার নাম দিতে ইচ্ছা হলো।
view this link

২৯) শায়মা: ১৩ বছর ৭ মাস। প্রথম পোস্ট মার্চ ২০১০, তারপর থেকে কুইক মার্চ করে এগিয়ে চলা!
view this link

৩০) কলাবাগান১: ১৩ বছর ৭ মাস। প্রথম পোস্ট জুন ২০১০, তারপর থেকে বিরামহীন ভাবে প্রতিবছর পোস্ট দিয়েছেন।
view this link

*৩০) মোস্তফা সোহেল: ১৩ বছর ৭ মাস। প্রথম পোস্ট জুন ২০১০। ২০১১, ২০১২ সালে কোনো পোস্ট নেই, কিন্তু এই ব্লগার নিয়মিত ভাবে অন্যের পোস্টে মন্তব্য করে চলেছেন।
view this link

৩১) মোহাম্মদ সাজ্জাদ হোসেন: ১৩ বছর ৭ মাস। প্রথম পোস্ট মার্চ ২০১০, তারপর থেকে শুধু ২০২১ বাদে বাকি বছরগুলোতে পোস্ট করেছেন।
view this link

৩২) আমি তুমি আমরা: ১৩ বছর ৪ মাস। প্রথম পোস্ট জুন ২০০৯, তারপর থেকে প্রতিবছর তার পোস্ট রয়েছে।
view this link

৩৩) মোস্তফা সোহেল: ১৩ বছর ৪ মাস। প্রথম পোস্ট জুন ২০১০, তারপর থেকে ২০১১ এবং ২০১২ বাদ দিয়ে প্রতিবছর পোস্ট দিয়েছেন।
view this link

৩৪) হাসান কালবৈশাখী: ১৩ বছর ২ মাস। প্রথম পোস্ট আগস্ট ২০১০, সেই থেকে আজ অবধি ব্লগে নিয়মিত।
view this link

বারো বছর ধরে ব্লগিং করছেন যারা:

৩৫) কাজী ফাতেমা ছবি: ১২ বছর ১১ মাস। প্রথম পোস্ট নভেম্বর ২০১০, তারপর থেকেই ব্লগে আছেন নিয়মিত ভাবে।
view this link

৩৬) আহমেদ জী এস: ১২ বছর ৭ মাস। প্রথম পোস্ট মার্চ ২০১১, তারপর থেকে প্রতিবছর তার পোস্ট রয়েছে।
view this link

৩৭) মোস্তফা কামাল পলাশ: ১২ বছর ৭ মাস। প্রথম পোস্ট জুলাই ২০১১, বিরতিহীন লিখে যাচ্ছেন।
view this link

৩৮) গিয়াস উদ্দিন লিটন: ১২ বছর ৬ মাস। প্রথম পোস্ট এপ্রিল ২০১১। তারপর থেকে ব্লগে আছেন বিরতিহীনভাবে।
view this link

৩৯) রানার ব্লগ: ১২ বছর ৫ মাস। যদিও পোস্ট আছে ২০১৩ থেকে, মাঝে ২০১৫ তে কোন পোস্ট নেই, বাকি সব বছরে আছে।
view this link

৪০) অপু তানভীর: ১২ বছর ৩ মাস। প্রথম পোস্ট আগস্ট ২০১১, অবিরাম লিখে যাচ্ছেন সেই থেকে।
view this link

৪১) প্রামানিক: ১২ বছর ১ মাস। প্রথম পোস্ট সেপ্টেম্বর ২০১১, তারপর থেকে ব্লগে নিয়মিত আছেন।
view this link

======≠===============================================================

অনেকে চুপচাপ অলক্ষ্যে সামু ছেড়ে চলে গেছেন। আবার কেউ কেউ ঘোষণা দিয়েই গেছেন। কেউ কেউ আছেন যারা তালিকায় নেই, কিন্তু তারা ব্লগে প্রায়ই আসেন। এমন দুজনের একজন ডঃ বাহারুল ইসলাম। কয়েকদিন আগে তাকে লগইন করা দেখে তার ব্লগ পরিসংখ্যান দেখতে যাই। দেখলাম ১৪ বছর একমাস ধরে ব্লগিং করছেন, এই ১৪ বছরে তিনি মন্তব্য করেছেন ৩টি, মন্তব্য পেয়েছেন ৪টি এবং পোস্ট দিয়েছেন ৫টি। ভালো লাগলো দেখে যে তিনি এখনো ব্লগে আসেন!
view this link

দ্বিতীয়জন লীনা দিলরুবা। ব্লগিং পরিসংখ্যানে দেখা যাচ্ছে তিনি ১৪ বছর ১১ মাস এই ব্লগে আছেন। পোস্ট সংখ্যা শূন্য, মন্তব্য সংখ্যা ৬৩১১! মাঝে মাঝেই তাকে লগইন অবস্থায় দেখা যায়। এই পোস্ট যদি লীনা দিলরুবার চোখে পড়ে, তাহলে দয়া করে মন্তব্য সংখ্যা ৬৩১২ করুন, জানিয়ে যান যে কেন নিয়মিত উপস্থিত থেকেও আপনি নীরব ব্লগার হয়ে গেলেন!

চমৎকার সব পোস্ট লিখে উধাও হয়ে যাওয়া আরেকজন ব্লগারকে আমি মিস করি। লগইন করা না দেখলেও আমি নিশ্চিত জানি যে ব্লগের সব পোস্ট তার পড়া হয়, তাই এই পোস্ট দিয়ে তাকে অনুরোধ করছি আবার ফিরে আসার জন্য । সাড়ে চুয়াত্তরের গতকালের পোস্টে বলা হয়েছে যে নারী ব্লগারেরা সাম্প্রতিক ঘটনা এবং রাজনীতি এড়িয়ে চলেন, অথচ এইসব বিষয়ে চঞ্চল হরিণী নিকের এই ব্লগারের লিখা গুলো চমৎকার ছিল! এমন আর কারো লেখা চোখে পড়েনি! চঞ্চলা হরিণীর লিঙ্ক: view this link

এই পোস্ট নিবেদিত হলো ব্লগের সেইসব হাউকাউ ব্লগারের উদ্দেশ্যে, যারা সামু ব্লগে কোন ব্লগারের কী অবদান আছে কেবলই তার হিসাব চাইতে থাকেন!!

মন্তব্য ১৫৯ টি রেটিং +২৮/-০

মন্তব্য (১৫৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬

রেজাউল৬১ বলেছেন: আপনার উৎসর্গ বিফলে যায় নাই, দেখতে পাই গলু গার্বেজ ছড়িয়ে তার উপস্থিতি জানান দিয়ে গেল।

০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

করুণাধারা বলেছেন: আমি ভেবেছিলাম অন্তত এই পোস্টে কোনো ঝামেলা হবে না! ভুল ভাবনা।

২| ০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৭

শায়মা বলেছেন:
কচ্ছপ ব্লগার ছাড়া সামুতে একজনকে আমার বিশিষ্ট ব্লগার বলে মনে হয়, তার নাম শায়মা! পনের বছরের বেশি সময় ধরে ডজন খানেক বা তারও বেশি নিক নিয়ে আনন্দমূলক, জ্ঞানমূলক, গল্পমূলক, ছবিতামূলক ইত্যাদি অনেক ধরনের অনেক পোস্ট দিয়ে, বাংলা ভাষায় নতুন শব্দ উদ্ভাবন করে, ক্যাচালে জড়িয়ে ক্যাচালের শেষে সবসময় বিজয়ী হয়ে, শায়মা এই ব্লগে এক অনন্য ব্লগার!


আপুনি হাসতে হাসতে হাসতে হাসতে মরে গেছি আমি!!!!!!!!!!! এই যে যারা বলে নারী ব্লগাররা নাকি ভয়ে ভয়ে থাকে তাই ঝামেলায় জড়ায় না ঝগড়ায় জড়ায় না একে অন্যের সাথে তারা যে যাই বলুক আমি জানি কারা কারা আমাকে অনেককককককককককককক বেশি সত্যি সত্যি ভালোবাসে যেমন তুমি একজন আবার মেহবুবা আপুনি আরেকজন। সোহানী আপুনিও, আবার সহেলী আপু ছিলো সেও অনেক খানিই। তবে তোমার কাছে মেহবুবা আপুর কাছে আমার সাত খুন মাফ। তোমরা একটু অন্ধ ভালোবাসাই বাসো আমাকে আপুনি!!! :)


ভাষায় নতুন শব্দ উদ্ভাবন করে, ক্যাচালে জড়িয়ে ক্যাচালের শেষে সবসময় বিজয়ী হয়ে, শায়মা এই ব্লগে এক অনন্য ব্লগার!

এটা দেখে সত্যিই মজা পেয়েছি কিন্তু হা হা হা

এইবারেও পুরো পোস্ট পড়িনি। এত টুকু পড়েই কমেন্টো!!!!!!

বাকীটা পড়ে আবার আসছি!

০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

করুণাধারা বলেছেন: ওরা কেন হিংসা করে? তোমাকে।

৩| ০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৯

শেরজা তপন বলেছেন: অনেক কষ্ট করেছেন। এটা ব্লগ ও ব্লগারদের প্রতি আপনার মমত্ববোধ ও ভালবাসার বহিঃপ্রকাশ। আপনিও যুগ যুগ ধরে থাকুন আমাদের সাথে এইভাবে এই কামনা করি।

০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

করুণাধারা বলেছেন: আমার মাঝে মাঝে অবাক লাগে, এত দীর্ঘদিন এরা কীভাবে সামুর সাথে আছেন। এখন প্রামানিকের কথা মনে পড়ল ১২ বছর ধরে প্রায় নিয়মিত আছেন সামুতে, মাঝখানে অসুস্থতার ধকলের মাঝখানেও ছিলেন। কারা কারা দীর্ঘদিন ধরে আছেন সেটা দেখতে গিয়ে মনে হল সবার সাথে শেয়ার করি।

৪| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

শায়মা বলেছেন: সোনাগাজী ভাইয়া আবার হাতীর পাঁচ পা দেখছে........


১. ০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪০০

সোনাগাজী বলেছেন:



শায়মা ব্লগের নীচু মানের ব্লগারদের সাথে যোগাযোগ রেখে, পুরো সময় ব্লগে দলাদলি করেছেন; হাড়িপাতিলের ব্লগিং করেছেন।


ওলে উনি উঁচুমানের ব্লগার আর অন্যেরা নীচু মানের!!! হাসতে হাসতে পাগলেরও মাথা ভালো হয়ে যাবে।
আর তোমার মত গাধার দলে যে গাধারাই আজও ভ্যা ভ্যা করে যাচ্ছে সেই খবর কি কারো জানা নেই নাকি দেখতে পায় না??


হাড়িপাতিলের ব্লগিং বুঝার সাধ্য তোমার দাদারও নেই চৌদ্দ পুরুষেরও নেই তোমার আছে মেথরামী আর স্যুইপারদের মত ব্লগিং যেখানে কদিন পর পর লাত্থি খেয়ে খোয়াড়ে ঢুকো আবার কেন্দে কেটে বের হও সবার হাত পা ধরে।

বেয়াদপ নাম্বার ওয়ান তুমি।
আমার দেখা প্রবীণ ব্লগারদের মাঝে তোমার মত ইডিয়ট আমি আর একটাও দেখিনি ভাইয়াজী!

দূরে গিয়ে মর নাইলে অতি শিঘ্রই তোমার কপালে ভেউ ভেউ কান্না আছে ভাইয়ুমনি! :)



০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

করুণাধারা বলেছেন: মন্তব্য দেখ, দেখে ভুলে যাও। উনি এমন কোনো গুরুত্বপূর্ণ মানুষ না যে তার মন্তব্যকে গুরুত্ব দিয়ে তোমার একমিনিটও নষ্ট করবে।

আমার খুব ভালো লাগছে দেখে অনেকদিন পর এই পোষ্টের সুবাদে পদ্মপুকুরকে পাওয়া গেল। এমনিভাবে যদি চঞ্চলা হরিণীও ফিরে আসে!! B-)

৫| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

শায়মা বলেছেন: ৩. ০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৪০

সোনাগাজী বলেছেন:



রেজাউল৬১ যথাসম্ভব শায়মার লোক, এই লোক ৯৫ টার বেশী ( রেজাউল১ - রেজাউল৯৫ ) নিক সৃষ্টি করে আমার পোষ্টে ফ্লাডিং করেছে; ইহা ব্লগার অপুর কাজ হতে পারে।




ঠিক ঠিক আবার তোমার মরা দাদার প্রেতাত্মাও হইতে পারে ভাইয়া।

কারণ বেঁচে থাকতে তুমি তাকে ইডিয়টি করে করে ভূত বানিয়ে ফেলেছিলে তো তাই মরে গিয়ে তোমার ঘাড়ে চেপেছে!

০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

করুণাধারা বলেছেন: কেন মিছিমিছি সময় নষ্ট করছ!!

হিংসুটে মানুষ ভুলভাল বকে।

৬| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

পদ্মপুকুর বলেছেন: আমিও আছি কিন্তু.. :)

০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

করুণাধারা বলেছেন: আছেন তাহলে!! এতদিন কোথায় ছিলেন?

খুব ভালো লাগছে আপনাকে দেখে। বহুদিন একটানা ব্লগিং করে আপনি গত দু'বছর ব্লগে নেই। আশাকরি আবার নিয়মিত হবেন।

৭| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

শায়মা বলেছেন: করুনাধারা আপুনি

তুমি আমাকে এক অনন্য ব্লগার বলেছো সেই দুঃখ সোনাগাজী ভাইয়া দাঁত খিঁচিয়ে ছুটে এসেছে।

তার নাম না নিয়ে অন্যের নাম নেওয়া সাহস তো কম না !!!! :|

কালকেও চুয়াত্তর ভাইয়ার পোস্টে নারী ব্লগারেরা সব নীচুমানের পোস্ট লিখে এমন একটা কমেন্ট করে বেয়াদপী করেছিলো।

ভীমরতি এখনও ফুরায়নি।
সত্যিই মনে হয় ব্যান না হওয়া পর্যন্ত ভাইয়ার ইঁদুরের মত দাঁত সুড়সুড় করে।

ইঁদুরের মত মন তার ছোটলোক বুঝি এমন মানুষদেরকেই বলে।

সকল রকম অসভ্যতার সীমা ছাড়া অসভ্য ব্লগার এই চাঁদগাজী ভাইয়া ওরফে সোনাগাজী রুপা গাজী পিতলা গাজী কত গাজী দেখতে হবে আমাদের আল্লাহ জানে!

০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

করুণাধারা বলেছেন: কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এমন মন্তব্য করতে পারেনা। বিরক্তি লাগে, কিন্তু ইগনোর করাই ভালো।

৮| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

সোনাগাজী বলেছেন:




শিক্ষা নিয়ে আপনি লিখেছেন, তা ভালো; না'লিখলে আরো ভালো হতো; আমার ধারণা, শিক্ষা নিয়ে লেখার মতো দক্ষতা আপনার নেই।

০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

করুণাধারা বলেছেন: নেই তো নেই।

দয়া করে আমার পোস্টে আর আসবেন না। এই আমার শেষ প্রতিমন্তব্য।

৯| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

ঢাবিয়ান বলেছেন: সুন্দর পোস্ট । পুরাতন ব্লগাররা খুব বেশি একটিভ না দেখছি। এছাড়াও নিয়মিত ব্লগারদের মাঝে নীল আকাশ , জুলভার্ন , ভুয়া মফিজ , ওমেরা এদের অভাব খুব অনুভুত হয়।রাবেয়া রহিম আপুও একসময় আমেরিকার পটভুমিতে অনেক গল্প লিখতেন । এখন আর দেখি না।

০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

করুণাধারা বলেছেন: ব্লগে একটানা থাকা সবার পক্ষে সম্ভব হয় না নানা কারণে। আমি নিজেই দু'বছর অনুপস্থিত ছিলাম। যারা একটানা দীর্ঘদিন ধরে আছেন তারা কিভাবে এতদিন ধরে আছেন এটা ভেবে আমি অবাক হই। অন্তত দশ বছর নিয়মিত আছেন এমন ব্লগার শ খানেক হবে।

আপনি যেসব ব্লগারদের নাম উল্লেখ করেছেন তাদের অভাব আমিও খুব অনুভব করি। নীল আকাশ আর ভুয়া মফিজ কর্মব্যস্ততার জন্য আসছেন না, জুলভার্ন মনঃকষ্টে ব্লগ ছেড়ে গেছেন। কিন্তু ওমেরা কেন এতদিন ধরে ব্লগে নেই জানিনা। এদের সবাইকে মিস করি। শের শায়রীকেও খুব মিস করি।

আপনার পোস্টে যাবার ইচ্ছা আছে, পারছি না।

১০| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১

শায়মা বলেছেন: ১০. ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫০

সোনাগাজী বলেছেন:




শিক্ষা নিয়ে আপনি লিখেছেন, তা ভালো; না'লিখলে আরো ভালো হতো; আমার ধারণা, শিক্ষা নিয়ে লেখার মতো দক্ষতা আপনার নেই।




ওলে লে লে লে লে হা হা হা হা হা হা করুণাধারা আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

সোনাগাজী ভাইয়া মনে হয় আজ বোঝার উপর শাকের আঁটির মত পাগলের উপর মাতাল অবস্থায় আছে।

তোমার শিক্ষাগত যোগ্যতা তোমার কর্মস্থান ও পেশা এসব জানলে তো নইলে এখুনি ডিগবাজী খেত।

হাহাহহাহাহাাহাহাহাহাহাহাহহাহাাহা মরে গেলাম হাসতে হাসতে এইবার।

০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

করুণাধারা বলেছেন: পাগলে কিনা বলে ভাবলেই ল্যাঠা চুকে যায়!!

উনি সব সময় আমাকে মাদ্রাসা শিক্ষিত বলেন, আমি কী পড়েছি সেটা জানার পর।

আমি অনেক আগে থেকে একটা কথা মানি, কেউ যখন আমাকে কষ্ট দেবার চেষ্টা করবে, তখন যদি আমাকে কষ্ট পেতে দেখে তখন নিজের সফলতায় সে খুব খুশি হয়। আমি তাকে কিছুতেই খুশি হতে দেব না। এরপর থেকে আর তার কোন মন্তব্যের জবাব দেব না।

১১| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দেড় যুগ ধরে ব্লগিং!!

চাট্টিখানি কথা নয় । ব্লগের সবচেয়ে পুরনো ব্লগারদের একজন আপনি ।

অভিনন্দন আপা !!

ভালো থাকবেন । আর এভাবেই সামু'র সাথে মিশে রবেন এই কামনা রৈল !!

০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

করুণাধারা বলেছেন: হায় আল্লাহ নির্বহন নির্ঘোষ! কেন যে মিরোরডডল পিচ্চু বলে এখন বুঝতে পারলাম! :D

:D :D :D :D

আমি এই ব্লগে আছি সাত বছর দুই মাস যাবত। তার মধ্যে দুই বছর কোন পোস্ট দেই নি। সাত বিয়োগ দু্ই কত হয়? :D

১২| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

মিরোরডডল বলেছেন:




সবাইতো দেখছি কিশোর কিশোরী ব্লগার ১২-১৭ :)

এই ব্লগারদের ভীষণ ধৈর্য এবং সামুর প্রতি ভালোবাসা আছে।
তাদের সবাইকে অবশ্য চিনি না।
লিস্টের যাদের চিনি তারা সবাই প্রিয় ব্লগার।

অনেক ধৈর্য নিয়ে এই বিশাল পোষ্ট লিখে সামুর ব্লগারদের প্রতি ধারাপুর ভালোবাসা দেখে ভালো লাগলো।
সকল ব্লগারদের জন্য শুভকামনা যেনো এমন আরও অনেক যুগ এভাবে ব্লগিং করতে পারে।

উৎসর্গ ভালো হয়েছে ধারাপু।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৩

করুণাধারা বলেছেন: সবাইতো দেখছি কিশোর কিশোরী ব্লগার ১২-১৭ :)

তুমি তো ক্লাস ওয়ানের শিশু! (ছয় বছর)

এই দীর্ঘ সময় ধরে নিয়মিত ব্লগিং করাটা সহজ কাজ না! যারা কাজের অজুহাতে ব্লগ থেকে দূরে থাকছেন, তারা এই ব্লগারদের দেখে যেন ফিরে আসতে অনুপ্রাণিত হন, তাই এই পোস্ট দেয়া।

১৩| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

কামাল১৮ বলেছেন: ব্লগের সবাই ভালো।প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা আলাদা।তাই প্রকাশও আলাদা আলাদা।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৫

করুণাধারা বলেছেন: ব্লগের সবাই ভালো।প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা আলাদা।তাই প্রকাশও আলাদা আলাদা।

ঠিক বলেছেন। সব রকম চিন্তাভাবনার সাথে পরিচয় হওয়ার জন্য ব্লগে আসা আমাদের।

১৪| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

সোনালি কাবিন বলেছেন: একটা নিরীহ পোস্টেও উস্কানি দেবার স্বভাব চ্যাংড়া বুড়োটার আর এ জীবনে যাবে না ।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৬

করুণাধারা বলেছেন: খুবই হতাশাজনক। এমন পোস্টে কেন উনি এমন তেড়ে এলেন জানিনা।

১৫| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

শায়মা বলেছেন: ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২০

লেখক বলেছেন: ওরা কেন হিংসা করে? তোমাকে।


উহা তো তুমিও জানো আমিও জানি!!!!!!!!!!

কিন্তু কেউ এমন একটা পোস্টেও তেড়ে ফুড়ে আসতে পারে এটাই জানা ছিলো না আপুনি!


যাইহোক তোমার মনে আছে সাজি আপুর কথা নুশেরা আপুর কথা আরও শ্রাবণসন্ধ্যা আপু কত শত মানুষ যে হারিয়ে গেছে এই ব্লগ থেকে।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১০

করুণাধারা বলেছেন: যাইহোক তোমার মনে আছে সাজি আপুর কথা নুশেরা আপুর কথা আরও শ্রাবণসন্ধ্যা আপু কত শত মানুষ যে হারিয়ে গেছে এই ব্লগ থেকে।

জীবনে নানা পর্যায়ে প্রায়োরিটি বদলে যায়‌ সেজন্যই এক সময় যাদের ব্লগ খুব প্রিয় ছিল, তারাও ব্লগ ছেড়ে দূরে চলে যান। আবার তারা সকলে ফিরে আসুন!

১৬| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

শায়মা বলেছেন: ঠিক বলেছো মূল্যবান সময় নষ্ট না করে একটা কাজ করা যায় :)

কি কাজ সেটা কানে কানে বলবো ওকে?

কিন্তু সত্যি আপুনি তোমার এই পোস্ট দেখে মনে পড়ে গেলো কত শত মানুষদেরকে। লীনা দিলরুবা আপুকে আমিও দেখেছি চুপচাপ এসে বসে থাকে কিন্তু কিছুই লিখে না।

আরও মনে আছে একজন কবি আপু ছিলো লাবন্যপ্রভা। কি সুন্দর একটা নিক!

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৩

করুণাধারা বলেছেন: আচ্ছা, কানে কানে বলো। তবে গুরুত্ব দেবার মত কোন গুরুত্বপূর্ণ মানুষ নন উনি।

তোমার একাধিক পোস্ট পড়েছি অনেক হারিয়ে যাওয়া ব্লগারদের নাম উল্লেখ করে। লাবণ্যপ্রভা হয়তো আমি ব্লগে আসার আগেই চলে গেছেন।

১৭| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

বিষাদ সময় বলেছেন: অনেক শ্রমসাধ্য এবং চমৎকার পোষ্ট ........

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২৩

করুণাধারা বলেছেন: ঠিকই বলেছেন, এভাবে লিঙ্ক দিয়ে পোস্ট দেয়া পরিশ্রমের কাজ। প্রথমে ভেবেছিলাম যারা ১০ বছর বা তার চাইতে বেশি সময় ধরে আছেন তাদের সবার নাম উল্লেখ করে পোস্ট দেব। কিন্তু তাতে এতো বেশি নাম এসে যায় যে শেষ পর্যন্ত কমিয়ে ১২ বছর করতে হলো।

আপনি এখন ব্লগে নিয়মিত আছেন, ১১ বছর ৩ মাস দীর্ঘ সময়। আশাকরি আরো অনেক বছর থাকবেন।

আপনার আজকের পোস্টে (বিশ্বাস ভার্সেস বিজ্ঞান) কিছু বলার ইচ্ছা আছে। সময় করে নেই।

১৮| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০২

নতুন বলেছেন: ১৭ বছর অনেক ভালো একটা সময় কাটছে ব্লগে।

বিদেশে একলা থাকার সময়ে অনেক ভালো সময় কেটেছে।

এখনো দিনে কয়েকবার ঢু মারি এবং বিভিন্ন সময় ক্যাচালে অংশ নিতে চেস্টা করি.... B-))

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২৭

করুণাধারা বলেছেন: আপনি তো সিনিয়রতম ব্লগার। তালিকায় প্রথম স্থান অর্জন করার জন্য অভিনন্দন। :D

আপনি ক্যাচালে অংশ নেন!! আমার তো মনে হয় আপনার পোস্ট গুলো একেবারে নির্ভেজাল।

১৯| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: লেখক বলেছেন: হায় আল্লাহ নির্বহন নির্ঘোষ! কেন যে মিরোরডডল পিচ্চু বলে এখন বুঝতে পারলাম! :D

:D :D :D :D

আমি এই ব্লগে আছি সাত বছর দুই মাস যাবত। তার মধ্যে দুই বছর কোন পোস্ট দেই নি। সাত বিয়োগ দু্ই কত হয়?


মিরোরডডল আপা আসলে আদর করে এই বলে ডাকতেন এখন থেকে আর ডাকবেন না । কারণ বড় হয়ে একদম বুড়িয়ে গেছি তো তাই অথবা রবীন্দ্রনাথের ফটিকের মত এখন আর সেই মায়া নাই বলে !

হাহাহাহাহাহা , আচ্ছা ৫ বছর , এটাও কম না । আমি তো সবেই সাবালক ব্লগার হলাম ! ভালো থাকবেন আপা !!

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩০

করুণাধারা বলেছেন: যার ব্লগের ব্য়স একবছর, সেতো নিতান্তই শিশু !

যার বয়স ক্যালেন্ডারের হিসেবে ২৫ বছর, সে পিচ্চু ছাড়া আর কি হবে!! B-)

২০| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১১

শাহ আজিজ বলেছেন: ছোট একটি জায়গায় সবার হিসেব নিকেশ পেয়ে গেলাম , ভাল লাগলো ।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৬

করুণাধারা বলেছেন: আরও বেশি দেবার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে দিতে পারলাম না।

আপনার পরিসংখ্যানও উল্লেখ করার মতো। আপনি একহাজারের বেশি পোস্ট দিয়েছেন, নিয়মিত ভাবে পোস্ট দিয়েই যাচ্ছেন। এটা অনেকেই পারেন না।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

২১| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৫

জুন বলেছেন: ১৩ আমার জন্য কুফা করুনাধারা, তাই অপেক্ষা করছি আর কয়েক মাসের :-<
আর অবিরত লিখছি শুনে লজ্জা পেলাম । কত মানুষ দিনে তিন চারটি করে লেখা দেয়, আর আমি /:)

আমার কাকু সব সময় এমন ফেরোশাস হয়ে থাকে ক্যান বুঝি না #:-S
সব পোস্টে, সবার পোস্টে একই অবস্থা। গার্বেজ আর গার্বেজ :-&

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৪

করুণাধারা বলেছেন: হায় হায়! তের কুফা! আমি তাহলে কোথায় যাই!!

আপনি তো অবিরাম লিখছেনই, নানারকম লেখা। তার মধ্যে ভ্রমণ কাহিনী লেখক হিসেবে আপনি অদ্বিতীয়া। আরও অনেক বছর এমনি ভাবে লিখে চলুন, শুভকামনা রইল।

২২| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

ডার্ক ম্যান বলেছেন: চমৎকার পোস্ট।
ব্লগ কিছুটা পাঙ্গা হোক

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৬

করুণাধারা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ডার্ক ম্যান। ভালো থাকুন, শুভকামনা রইল।

২৩| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৯

মিরোরডডল বলেছেন:




শের শায়রীকেও খুব মিস করি।

আমিও শায়রীকে মিস করি।


০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৯

করুণাধারা বলেছেন: যারা চলে যায় তারা যদি বলে যেত... শেরশায়রীর পোস্টে আমি কয়েকবার গিয়ে জানতে চেয়েছি, উত্তর পাইনি!!

২৪| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৯

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার লিখা দেখে লগ-ইন করতে হলো। মন্তব্য করার লোভ সামলাতে পারছিলাম না, কিন্তু এখন ঠিক কি লিখবো সেটাও বুঝে উঠতে পারছি না :``>> যাইহোক, সময় নিয়ে "এই সব ব্লগার"-দের খুঁজে বের করার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। পোাস্টটি প্রিয়তে নিলাম। শুভ কামনা থাকছে। ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৮

করুণাধারা বলেছেন: এই পোস্ট দেবার পেছনে আপনার একটা পোস্টের ভূমিকা আছে। আপনার ১৭ বছর পূর্তির পোস্টটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম এত বছর ধরে আছেন দেখে। আরও অবাক হয়েছিলাম দেখে, এই এত বছর ধরে আপনি সবসময় ব্লগে কিছু না কিছু লিখে গেছেন। আপনার জীবনে অনেক পরিবর্তন এসেছে, পিতা হয়েছেন, দায়িত্ব বেড়েছে, কিন্তু সেইসব পরিবর্তন সত্ত্বেও ব্লগের সাথে আপনার সম্পর্ক অপরিবর্তনীয় রয়ে গেছে। তখন আমার মনে হলো আপনার মতো নিষ্ঠাবান ব্লগার কে কে আছেন দেখি। তারপর এই পোস্ট।

আপনাকেও ধন্যবাদ, আর শুভকামনা।

২৫| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সম্মানিত পোস্টদাতা করুণাধারা আপা ,

একটি ভুল সংশোধন প্রয়োজন , পিচ্চু ডাকটা শায়মা আপার আবিষ্কার । যদিও তিনি পিচকা শব্দের উদ্ভাবক কিন্তু উনি মানছেন না তাই অনতিবিলম্বে ওনাকেই পিচ্চু নামের উদ্ভাবক হিসেবে ঘোষনা দেয়া হোক !!

বিঃদ্রঃ ম্যাসেঞ্জারে আপা আমার কান মলাটাই বাকী রেখেছেন । কী করা আমি নাবালক ব্লগার একজন ! অসহায় আমি সর্বদা !!

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০১

করুণাধারা বলেছেন: আচ্ছা আচ্ছা! ভুল সংশোধন করলাম! মিরোরডডল না, শায়মাই তাহলে পিচ্চু নামের উদ্ভাবক!

শায়মা কেন কান মলবে!! X( খুবই অন্যায়। শায়মাকে ভালো করে বকে দেব। ঠিক আছে?

২৬| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৯

জাদিদ বলেছেন: ব্লগার সোনাগাজীর নাম নেননি দেখে উনি গোসসা করে আপনার পোস্টে এই সব সিন ক্রিয়েট করেছেন B-)
তবে বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের রিজার্ভ যেভাবে দ্রুত কমছে উনার প্রতি নির্ভেজাল সহ ব্লগারদেরও শ্রদ্ধা দিন দিন কমছে।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১১

করুণাধারা বলেছেন: বাংলাদেশের রিজার্ভ যেভাবে দ্রুত কমছে উনার প্রতি নির্ভেজাল সহ ব্লগারদেরও শ্রদ্ধা দিন দিন কমছে।

নিঃসন্দেহে। কিন্তু এটা আমাদের জন্য দুঃখজনক। উনার কথার হুলে বিদ্ধ হবার পর কিভাবে উনাকে শ্রদ্ধা করি!!

২৭| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫২

জাদিদ বলেছেন: ওহ! ব্লগার সোনাগাজীর ভাইয়ের নাম না থাকার জন্য ব্লগার রাজীব নূর কি অনশন শুরু করেছেন?

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১৪

করুণাধারা বলেছেন: কিন্তু রাজীব নুরের নাম তো আছে!! মনে হয় হাওয়া ঠান্ডা হলেই উনি চলে আসবেন। দেখা যাক!

২৮| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৮

দি এমপেরর বলেছেন: অনেক কিছু জানলাম। ব্লগের রথী-মহারথীদের অনেককেই পাইনি। তবে নিশ্চয়ই তারা খুব ভালো ব্লগিং করতেন। তাদের প্রতি ফিরে আসার আহবান।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২০

করুণাধারা বলেছেন: সবসময় শুনছি, ব্লগ আর আগের মত নেই... ব্লগে আসতে ভালো লাগে না এজন্য... এই সব কথা।

তারপরও অনেক ব্লগার দীর্ঘদিন ধরে নিয়মিত ব্লগিং করে যাচ্ছেন। যারা একসময় ব্লগ মাতিয়ে রাখতেন অথচ এখন ব্লগে নেই, তারা যদি এইসব ব্লগারদের দেখে ফিরে আসার অনুপ্রেরণা পান, সেই আশায় রইলাম।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ দি এমপেরর।

২৯| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৬

অপু তানভীর বলেছেন: একটা মজার ব্যাপার দেখেন, ব্লগের সব থেকে পুরানো ব্লগারের নাম ''নতুন'' :D =p~

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২২

করুণাধারা বলেছেন: দারুন পর্যবেক্ষণ! আসলেই তো, সবচেয়ে পুরাতন ব্লগারের নাম নতুন!!

৩০| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৭

অপু তানভীর বলেছেন: স্বপ্নবাজ অভির নামটা যুক্ত করতেন । সেও একযুগ ধরে আছে । আমার কিছু দিন পর থেকে ব্লগে এসেছেন । যদিও কিছু দিন বেশ অনিয়মিত !

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৩

করুণাধারা বলেছেন: স্বপ্নবাজ অভির কোন পোস্ট পেলে সেখান থেকে আমি তার লিঙ্ক যোগ করে দেব। এখন আর কারো নাম দিয়ে "ব্লগ অনুসন্ধান" থেকে খোঁজ করতে গেলে তার ব্লগ আসে না, বরং প্রথম পাতা চলে আসে। তাই স্বপ্নবাজ অভিকে যোগ করতে পারছি না এখনি। এখানে যাদের নাম দিয়েছি, তাদের নাম পেয়েছি লগইন তালিকা থেকে, অথবা মন্তব্য থেকে।

৩১| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৬

আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,




বলার অপেক্ষা রাখেনা, এটা একটা গবেষণাধর্মী পোস্ট। অনেক খাটতে হয়েছে আপনাকে। যে কারনে আপনি এই খাটুনি খেটেছেন, মনে হয় "এই সব ব্লগার"বৃন্দ এরকম কোনও কারনেই ব্লগে বছরের পর বছর ধরে আছেন।
আমি আছি - আমার নিজের টানে। এখানে নিজের লেখার হাতখানা কতোখানি শক্তিশালী হয়েছে তা দেখার টানে। আর ব্লগারদের মিথষ্ক্রিয়া তো আছেই বাড়তি পাওনা হিসেবে। এসবই জীবনের একটা অমূল্য সঞ্চয়।

আপনাকে সহ সকল ব্লগারদের শুভেচ্ছা। সবাই যেন থাকেন অনন্তকাল......

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৯

করুণাধারা বলেছেন: এত বছর ধরে ব্লগে লিখে যাওয়া সহজ কাজ নয়। যেখানে অনেকেই জীবনের নানা পরিবর্তনে, মান- অভিমানে ব্লগ ছেড়ে যান... অনেকেই বলেন, ব্লগ আর আগের মতো নেই তাই এখানে আসতে আর ভালো লাগে না!!

তাই আপনার মতো যারা দীর্ঘদিন ধরে, কখনো না থেমে ব্লগে লিখে চলেছেন, তারা সকলের জন্য অনুকরণীয়। অনেকেই হয়তো বাদ পড়ে গেছেন, তবু কয়জনকে অন্তত পেয়েছি।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আহমেদ জী এস। শুভেচ্ছা আপনাকেও।

৩২| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৫

নূর আলম হিরণ বলেছেন: লেখক বলেছেন: আমি ভেবেছিলাম অন্তত এই পোস্টে কোনো ঝামেলা হবে না! ভুল ভাবনা।
তাহলে পোষ্টের শেষে এই লাইনটি না লিখলে কি হতো না?
এই পোস্ট নিবেদিত হলো ব্লগের সেইসব হাউকাউ ব্লগারের উদ্দেশ্যে, যারা সামু ব্লগে কোন ব্লগারের কী অবদান আছে কেবলই তার হিসাব চাইতে থাকেন!!
এনিওয়ে এই কষ্টসাধ্য পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫১

করুণাধারা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, কষ্ট করে এসে মন্তব্য করেছেন তাই। শুভকামনা রইল।

৩৩| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০৭

শেরজা তপন বলেছেন: আগুন ঘুরে ফিরে সেই একজনই লাগাচ্ছে আর আমরা সবাই মিলে হৈ হৈ করে সেই আগুন নিভাচ্ছি :)

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৪

করুণাধারা বলেছেন: মনে হয় গুরুতর কোনো মানসিক সমস্যা আছে।

৩৪| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১২

শায়মা বলেছেন: ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০১০

লেখক বলেছেন: আচ্ছা আচ্ছা! ভুল সংশোধন করলাম! মিরোরডডল না, শায়মাই তাহলে পিচ্চু নামের উদ্ভাবক!

শায়মা কেন কান মলবে!! X( খুবই অন্যায়। শায়মাকে ভালো করে বকে দেব। ঠিক আছে?


আমি কারো কান মলিই না। এক্কেবারে ছিড়ে দেই।

তাও মেসেঞ্জারে। সামুতে কান মলে জাদিদ ভাইয়ার ডায়াবটিস বাড়াবো নাকি!!!!!!! কি বলো!!!!!!!!

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৬

করুণাধারা বলেছেন: থাক থাক!! এবার থামো। আমি ছোট পিচ্চিদের কান্নাকাটি একদম সহ্য করতে পারিনা। :D

৩৫| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যস্ততায় হয়তো অনেকেই সক্রিয় হতে পারেন না। প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড চালু রাখলে মনে হয় অনেকের সক্রিয়তা বাড়ত।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৮

করুণাধারা বলেছেন: প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড চালু রাখলে মনে হয় অনেকের সক্রিয়তা বাড়ত।

আমিও এমন মনে করি। আগেও দেখা গেছে, কোন প্রতিযোগিতার ঘোষণা হলে তখন অনেক ব্লগারদের দেখা যায়।

৩৬| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৬

কাছের-মানুষ বলেছেন: আপনি অনেক ডাইনোসর আমলের ব্লগারদের লিস্ট করেছেন কষ্ট করে, এটা সত্যিই দারুণ। দীর্ঘদিন যারা ব্লগে টিকে আছে তারা প্রশংসা পাবার যোগ্য।

ব্লগার হারিয়ে যাবার পিছনে আমার কিছু অবজারভেশোন আছে, সময়ের সাথে মানুষ ঘর সংসারে ব্যস্ত হয়ে, সামাজিক অর্থনৈতিক বিষয়গুলো সামনে চলে আসে। শৈশব কৈশোর-সহ জীবনের একাংশে মানুষের জীবন অনেকটা নির্বার এবং নিশ্চিন্তে থাকে, বাস করে এক কাল্পনিক-জগতে, তখন পেট থেকে শিল্প সাহিত্য বের হয় বেশী। যখন দায়িত্ব বেড়ে যায়, মানুষ এডাল্ট হয় তখন বুঝতে পারে there is no mercy in adulthood। সামাজিক এবং দায়িত্বের চাপে জীবনের পট পরিবর্তন হয়, এই পরিবর্তনেই অনেকে হারিয়ে যায় আবার অনেকে টিকে থাকে আগের মতনই! আমি মনে করি ব্লগকে সময় দেয়া মানে নিজেকে সময় দেয়া! দেখা যায় অনেকে অনেক বছর পর ব্লগে উদয় হয়ে বলে " আজ অফিস ছুটি তাই ব্লগে এলাম বা আজ কাজ নেই তাই ব্লগে এলাম অনেক বছর পর!" আসলে ব্যস্ততা কখনো অজুহাত হতে পারে না, মানুষের জীবনে এমন কোন ব্যাস্ততা থাকতে পারে না যার জন্য বছরে একদিনও সময় হয়না ব্লগে আসার, বড় কথা হল মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে জীবনের পট-পরিবর্তনে! যাইহোক সবাই সবার মতন ভাল থাকুক।

আসা যাওয়া থাকবে ব্লগে, তবে নতুন ব্লগার কম তৈরি হচ্ছে এটা দুঃখজনক। আমি চাই পুরনো সব হেভি-ওয়েট, লাইট-ওয়েট, মিডিয়াম-ওয়েট সব ব্লগার ফিরে আসুক।

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:০৯

করুণাধারা বলেছেন: আপনি ঠিকই বলেছেন।

কোনো ব্লগার যখন কর্ম ব্যস্ততার কথা বলে ব্লগ ছেড়ে চলে যান, তখনো কিন্তু একই সমান ব্যস্ততা নিয়ে অন্য একজন ব্লগার ব্লগিং করে চলেছেন। আপনার নিজের কথাই ধরুন। পড়াশোনার চাপ, পিতা হবার অভিজ্ঞতা, দেশ ছেড়ে আরেক দেশে গিয়ে থিতু হওয়া এমন নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে যেতে আপনি সেগুলো ব্লগে শেয়ার করেছেন, কিন্তু ব্লগ ছেড়ে যাননি। এভাবে সবাই যদি মাঝে মাঝে এসেও নিজের নানা গল্প অভিজ্ঞতা শেয়ার করতেন তাহলে আমরা সকলেই নিজেদের জানার পরিধি বাড়াতে পারতাম।

আমি চাই পুরনো সব হেভি-ওয়েট, লাইট-ওয়েট, মিডিয়াম-ওয়েট সব ব্লগার ফিরে আসুক। আমিও চাই। অপেক্ষায় রইলাম।

৩৭| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: পোস্টের তৃতীয় অনুচ্ছেদে ব্লগার শায়মার ব্যাপারে আপনি যে মূল্যায়ন করেছেন, আমার কাছে তা নির্মোহ মনে হয়েছে এবং আমি তার সাথে একমত। দীর্ঘদিন ধরে তিনি ব্লগে আছেন এবং বিভিন্ন নামে তিনি ব্লগিং করে চলেছেন। এখনও অন্ততঃ ৪/৫টি নামে অনিয়মিত ভাবে এবং অন্ততঃ দুটিতে নিয়মিত ভাবে তিনি ব্লগিং করেন। প্রতিটি নিকেই তিনি অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছেন, যা আমাদের মত অনেকের ক্ষেত্রে একেবারেই অসাধ্য বলা যায়। রান্নাবান্না ও সাজসজ্জা ছাড়াও তার অনেক পোস্টে তিনি মানব মনের বিভিন্ন আবেগ আকুতি নিয়ে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় দৈনদিন জীবন কাহিনী তুলে ধরেছেন, যা বিভিন্ন বয়সের পাঠকের মনযোগ আকর্ষণ করতে সম্ভব হয়েছে।
বাকিদের ব্যাপারে আশাকরি আগামীকাল বা অতি শীঘ্র আমার নিজের কিছু পর্যবেক্ষণ তুলে ধরবো।
পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ, এবং পোস্টে প্লাস। + +

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৫

করুণাধারা বলেছেন: শায়মা সম্পর্কে আপনার কথাগুলো ভালো লাগলো। পনের বছরের বেশি সময় ধরে সে ক্রমাগত লিখে চলেছে, সবগুলো নিকে তার মোট পোস্ট সংখ্যা অনেক বেশি হবার কথা। তার আরেকটি গুণের কথা উল্লেখ করতে ভুলে গেছি, সে যেভাবে বিভিন্ন ব্লগারদের খোঁজ খবর রাখে এটা আর অন্য কারও পক্ষে সম্ভব হয় না। যেমন ব্লগার নূর মোহাম্মদ নূরুর পরিবারের সাথে যোগাযোগ করে তার মৃত্যুর খবর শায়মাই আমাদের জানিয়েছিল।

এই প্রসঙ্গে মনে পড়লো, ব্লগার নূর মোহাম্মদ নূরুর অনুপস্থিতি প্রথম লক্ষ্য করেছিলেন চাঁদগাজী/ সোনাগাজী। তার পোস্ট দেখে শায়মা স্বতপ্রণোদিত হয়ে মৃত্যুর খবর জানিয়ে গভীর রাতে পোস্ট দিয়েছিল। ব্লগারদের মধ্যে যদি সব সময় এমন সৌহার্দ্য বজায় থাকতো তবে কত ভালো হতো!!

মন্তব্য এবং প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্যে আমার পোস্টটি মূল্যায়িত হয়, তাই আপনার মন্তব্য পেলে ভালো লাগে।

৩৮| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:০৩

খায়রুল আহসান বলেছেন: সপ্তম লাইন, ৩৭ নং মন্তব্যেঃ
"সম্ভব হয়েছে" এর স্থলে "সক্ষম হয়েছে" পড়তে হবে।

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৯

করুণাধারা বলেছেন: বাক্যে "সম্ভব হয়েছে" লিখলেও অর্থ বুঝতে কোন অসুবিধা হয়নি । আপনি পারফেকশনিস্ট, তাই হয়তো মনে করছেন এখানে "সক্ষম হয়েছে" লিখলে আরো ভালো হতো।

৩৯| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১:০২

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: এই পোস্ট দেবার পেছনে আপনার একটা পোস্টের ভূমিকা আছে।

আপনার মন্তব্যে অনুপ্রাণিত বোধ করছি। অনেক ধন্যবাদ জানবেন।

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:১০

করুণাধারা বলেছেন: আপনাকেও ধন্যবাদ, আবার ফিরে আসার জন্য।

৪০| ০৯ ই নভেম্বর, ২০২৩ ভোর ৬:২৪

সোহানী বলেছেন: ওরেরররর আপুুুুউউউউউ................ ধন্যবাদ এমন একটা পোস্টের জন্য।

শায়মার মূল্যায়নটা শতভাগ সমর্থন করি। এমন মেয়েই আমাদের দরকার। ঝাঁড়ু পিটিয়ে আপদ বিদেয় করবে............. হাহাহাহাহা

আমার মনে হয়, সোনাগাজী/চাঁদগাজী ভাইয়ের রিটায়ারমেন্ট এর সময় হয়েছে।

আমি কোনভাবেই বুঝতে পারি না, সন্মান দিলে সন্মান মিলে। এ সহজ সত্যটা যারা বুঝতে পারে না তারা আসলে নরকে বাস করে। যাগ্গা.............

আমি মাঝের দুই বছর কেন ছিলাম না?? এখন মনে করার চেস্টা করছি........ ইয়েস মনে পড়েছে। ২০১০ এ যেখানে চাকরী করতাম তখন জান নিয়ে টানাটানি চলছিল। সে নিয়ে একটা লিখা ড্রাফট করেছি। শীঘ্রই পোস্ট করবো। আর ২০১১ তে দ্বিতীয়বার মা হওয়া, অফিস সামলিয়ে পাগল হবার অবস্থা ছিল। তা নিয়ে মনে হয় গতবছর একটা পোস্ট করেছিলাম।
একটি চ্যালেন্জ কিংবা সাফল্যের গল্প

আবারো ধন্যবাদ কারন এ লিখার সূত্র ধরে কিছু পুরোনো মুখ উকিঁঝুকি দিচ্ছে, যেমন, পদ্মপুকুর। ;)

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৫

করুণাধারা বলেছেন: কর্মব্যস্ততা, অসুস্থতা আর জীবনের নানা টানাপড়েন আমাদের জীবনে আছেই, তারপরও দীর্ঘ সময় ধরে ব্লগে নিয়মিত থাকা ব্লগের প্রতি গভীর ভালোবাসা না থাকলে সম্ভব হয় না সোহানী। এই সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও কারা কতদিন ধরে ব্লগিং করছেন তা জানতে ইচ্ছা করলো, দেখলাম অনেকেই আছেন যারা অন্তত দশবছর ধরে ব্লগিং করছেন, তাদের সবার নাম লিঙ্কসহ দিতে গেলে অনেক বড় তালিকা হয়ে যায়। তাই যারা অন্তত বারো বছর ধরে ব্লগিং করছেন তাদের নাম দিলাম শুধু। তাও তো অনেক জন হয়ে গেল...

আবার বলি, ব্লগের প্রতি বিশেষ ভালবাসা না থাকলে এতদিন থাকা সম্ভব না বলে আমার মনে হয়। তাই এরা সবাই বিশেষ ব্লগার।

আমি কোনভাবেই চাঁদগাজী/ সোনাগাজীর প্রতি কোন বিদ্বেষ পোষণ করিনা। আমার মনে হয় ব্যক্তিগত জীবনে তার অনেক সমস্যা আছে, ব্লগে এসে তিনি মুক্তি খোঁজেন। কিন্তু অন্যদের প্রতি কেন কটুক্তি করেন এটা আমি বুঝতে পারি না। আমি চাই উনি যেন ভালোভাবে ব্লগিং করতে পারেন। আমার পোস্টের কারণে যদি তাকে শাস্তি দেয়া হয় তবে আমার অপরাধবোধ থেকে যাবে। ঠিক করেছি, এরপর পোস্ট দিলে আমি ওনার মন্তব্য ব্যান করে দেব যাতে ঝামেলা না হয়। অবশ্য আমি জানি না কিভাবে এটা করতে হয়। :(

২০১০এর গল্প শুনতে চাই সোহানী, ২০১১র গল্প পরে পড়ছি। সবাই যদি এভাবে বলে যেতেন যে কেন বিরতি নিয়েছিলেন, কেন ফিরে এলেন আবার...

৪১| ০৯ ই নভেম্বর, ২০২৩ ভোর ৬:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপুর মন্তব্যগুলি পরে খুব হাসলাম। এই ব্লগে একমাত্র সোনাগাজী ওনাকে খ্যাপাতে পারেন। ওনার ক্ষেপে যাওয়া উপভোগ করার মত একটা ব্যাপার। আরও কিছু ওনাকে নিয়ে লিখতাম। কিন্তু আমার উপর ক্ষেপে যেতে পারে।

সোনাগাজীর যে মন্তব্যগুলি মুছে দেয়া হয়েছে সেগুলি জানা হল না। আরও আগে পোস্ট আসলে দেখা যেত।

উপরে ৩৬ নং মন্তব্যে কাছের- মানুষের মন্তব্য ভালো লেগেছে।

আপনি অনেক শ্রম এবং সময় নিয়ে এই পোস্ট দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। ১৫ বছর বা তার চেয়েও বেশী সময় ব্লগে যারা লিখছেন তারাই আসলে প্রকৃত ব্লগার। ব্লগে না আসার কারণ হিসাবে সময়ের অজুহাত আমার কাছে বিশ্বাস যোগ্য মনে হয় না। কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে ব্লগে প্রবেশ করা যায়। এতো সহজ যোগাযোগ আর নাই। বছরে ১৫ মিনিট সময় কেউ ব্লগে দিতে পারে না সময়ের অভাবে এটা আমার বিশ্বাস হয় না। মূল কারণ কোন কারণে মন অন্য দিকে চলে যাওয়া। জীবনের ব্যস্ততা কার না আছে। তবে যারা আয় রোজগার আর সোশ্যাল কাজকে বেশী অগ্রাধিকার দেয় তারা ব্লগকে কম গুরুত্ব দেয়। তাই ঘরমুখো ব্লগারেরা ব্লগিংয়ে বেশী সময় দেয় বলে আমার মনে হয়। আমি সন্ধ্যার পরে মুলত ফ্রি থাকি। তাই প্রায় প্রতিদিন ব্লগে আসি। আমার অন্যান্য সামাজিক ব্যস্ততা কম। আমি অনেকটাই ঘরমুখো মানুষ।

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০২

করুণাধারা বলেছেন: এই পোস্ট দেবার জন্য এখন মনখারাপ হচ্ছে। আমি কখনও চাই না সোনাগাজীর ব্লগিং করা ক্ষতিগ্রস্ত হোক। আমার ধারণা ব্লগিং করে উনি ভালো সময় কাটাতে পারেন, এবং জীবনের কিছু ঝামেলা ভুলে থাকতে পারেন। তাই আমার কারণে তাকে শাস্তি দেয়া হলে এটা আমার জন্য খুব দুঃখজনক।

পোস্ট দেবার পাঁচ মিনিটের মধ্যে উনি মন্তব্য করলেন। উনার যে মন্তব্য মুছে দেয়া হয়েছে তা শায়মার ৩,৪ নম্বর মন্তব্যে আছে। আমি তাকে শান্ত করার জন্য প্রতিমন্তব্যে চেষ্টা করেছিলাম। কিন্তু উনি মনে হয় রাগ কমাতে জানেন না।

ব্লগে না আসার কারণ হিসাবে সময়ের অজুহাত আমার কাছে বিশ্বাস যোগ্য মনে হয় না। কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে ব্লগে প্রবেশ করা যায়। আমারও তাই মনে হয়। দীর্ঘদিন ব্লগিং করতে করতে একঘেয়েমি আসে, আগ্রহ চলে যায়। তাই এই ব্লগকে প্রাণবন্ত ভাবে টিকিয়ে রাখার জন্য ব্লগে পুরনো ব্লগারদের সমাগম ঘটাতে হবে। আপনার মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে পোস্টটা আমার মনে আছে। ব্লগের মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য প্রতিবছর ব্লগ দিবসের এক মাস আগে থেকে প্রতিযোগিতায় করা যায়। যে ব্লগাররা চলে গেছেন, তারা যেন বর্ষপূর্তির এই সময়টায় অন্তত একটি করে পোস্ট দেন প্রতি বছর সেই অনুরোধ করা যায়। আমার মনে হয় বছরে একটি করে পোস্ট দিতে অনেকেই কোন অসুবিধা হবে না।

আমার আরেকটি আইডিয়া হচ্ছে, অনেককেই দেখি নতুন বই বের হবার সংবাদ নিয়ে ব্লগে আসেন। কিন্তু এছাড়া তাদের অন্য সময় ব্লগে দেখা যায় না। এটা এক ধরনের প্রচারণা বা বিজ্ঞাপন। এই প্রচারণা বা বিজ্ঞাপন দেবার সুযোগ করে দেবার জন্য নতুন বইয়ের লেখক সামু ব্লগ কর্তৃপক্ষকে তার বইয়ের অন্তত একটি করে কপি দিতে পারেন। এই বই গুলো প্রতিযোগিতার পুরস্কার হিসেবে দেয়া যাবে ফলে সারা বছরই নানা প্রতিযোগিতার আয়োজন করা যায়। বইয়ের লেখকের নাম ব্লগে তার বই পরিচিতি পাবে।

আপনি যেমন ব্লগকে প্রাণবন্ত করার জন্য ভাবনা শেয়ার করেছিলেন, এটা তেমনই একটা পোস্ট। আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪২| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমারো বয়স ১৪+ হইতো কিন্তু আসিফ মহিউদ্দিন-কে নিয়ে একটি পোস্ট দেওয়ায় আমার সেই নিক স্থায়ীভাবে ব্লক করে দিয়েছে কতৃপক্ষ।

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৬

করুণাধারা বলেছেন: আপনার নিক স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে শুনে দুঃখ পেলাম। আমি কখনোই কোনো নিক বন্ধ করার পক্ষে নই।

জীবন থেকে প্রিয় অনেক কিছুই হারিয়ে যায়, সেভাবেই ভাবতে পারেন আগের নিকটি হারিয়ে গেছে!!

আপনার আগামী দিনের ব্লগিং আনন্দময় হোক, শুভকামনা রইল। সবসময় থাকুন।

৪৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: তাদের ব্লগজীবন প্রলম্বিত হোক আরও সমৃদ্ধ হোক গতিশীল করে দিক সামহুয়ারইন ব্লগ। সবাইকে শুভেচ্ছা শুভকামনা ।

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১০

করুণাধারা বলেছেন: সেলিম আনোয়ার, আমার ব্লগ জীবনের শুরু থেকে আপনাকে নিয়মিত ব্লগিং করতে দেখছি। সেই হিসেবে আপনি বিশেষ ব্লগার। কিন্তু আমি যেহেতু কেবল ১২ বছরের বেশি ব্লগিংকরা দের তালিকা করেছি, তাই আপনার নাম এখানে দিতে পারিনি। কিন্তু আপনি সবসময়ই আমার মনে ছিলেন।

আপনার ব্লগের জীবন এবং ব্লগের বাইরের জীবন আনন্দময় হোক। আপনার জন্যও শুভেচ্ছা শুভকামনা।

৪৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: তেরো বছর হয়ে গেল। সময়ের কারণে লেখার ঝড় ব্লগে তুলতে পারি না। নইলে মাসে অন্তত বিশটা পোস্ট থাকতো। যে পরিমান লিখি তা থেকে এক চিমটি লিখাও এখানে দেই না। কারণ ব্লগে অনেকেই আমার লেখা পছন্দ করেন না। একজন তো প্রতিটা পোস্টেই নেতিবাচক, নেগেটিভ কমেন্ট করে যাচ্ছেন। এত ঝামেলা এত ব্যস্ততার পর পোস্ট দিলে এসব মন্তব্য পেলে মন খারাপ হয়।

যাই হোক এই পোস্টে অনেক কান্ড ঘটে গেছে দেখলাম যদিও সব কমেন্ট পড়ার সময় নেই হাতে। ব্যক্তিগত আক্রমণ করে মানুষ কী যে মজা পায় বুঝি না। নিজের শান্তি নিজেই চায় না। অশান্তি করে কী লাভ। সৌহার্দপূর্ণ আন্তরিকতায় ভরপুর সম্পর্ক থাকুক প্রতিটা ব্লগারের সাথে ব্লগারদের। শুভকামনা আপুনি।

শেষের পোস্টে কিন্তু আমার নিজের তোলা ছবি দিয়ে পোস্ট করেছিলাম।

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৫

করুণাধারা বলেছেন: স্যরি ছবি, শেষের পোস্টের ছবিটা দেখেছি, ভালো লেগেছে কিন্তু মন্তব্য করা হয়নি। এই পোস্ট লেখা নিয়ে ব্যস্ত ছিলাম।

নিয়মিত এতো বছর ধরে ব্লগে থাকাটাই বিশেষ গুরুত্বপূর্ণ, এটা ব্লগের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। পোস্ট কম না বেশি সেটা নিয়ে না ভেবে নিয়মিত পোস্ট করাটাই আসল ব্যাপার।

নেগেটিভ কমেন্ট পেলে মন খারাপ হবেই। আমি জানিনা, এই ভার্চুয়াল জগতে মানুষ মানুষকে এভাবে কষ্ট দিয়ে কি আনন্দ পায়। দুইটা ভালো কথা বলতে কোন পরিশ্রম হয় না, পয়সাও খরচ হয় না!!

অনেক শুভকামনা রইল।

৪৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৪

শায়মা বলেছেন: খায়রুলভাইয়া সোহানী আপুনি যারা যারা আমাকে এত ভালো ভালো বললে তাদের জন্য এক্সট্রা ভালোবাসা! :)

আর সাড়ে চুয়াত্তর ভাইয়া আমিও আজকে ভাইয়ার সাথে করা নিজের মন্তব্যগুলি দেখে হাাসছি। কালকেও হাসছিলাম মোটেও রাগিনি।
হাসতে হাসতে মানুষ খুন এটা শিখতে হবে না বুঝি!!! :)

যাইহোক মন্তব্য মুছে দেওয়ায় দুস্ক পেতে হবে না। আমার কমেন্টগুলিতেই সেই সব মন্তব্য আছে।

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

করুণাধারা বলেছেন: হ্যাঁ, তোমার মন্তব্যে মুছে দেওয়া সব মন্তব্যগুলো আছে।

তুমি হচ্ছ মুশকিল আসান! B-)

৪৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: বিরক্তকর পোষ্ট।

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৯

করুণাধারা বলেছেন: পোস্ট পড়ে আপনার বিরক্তি আসতেই পারে, কিন্তু কটুক্তি করবেন না দয়া করে।

৪৭| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বড়ই আচানক ঘটনা।

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২০

করুণাধারা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আপনি দীর্ঘদিন ধরে আছেন, অনেক শুভকামনা।

৪৮| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পুরাতনরা অনেকে নেই। সুন্দর মূল্যায়ন ও স্মৃতিচারন।

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৩

করুণাধারা বলেছেন: পুরাতনেরা অনেকে নেই।
সরাসরি আসেন না তারা, কিন্তু অনেকেই মনে হয় আড়াল থেকে আসেন। যেমন দেখুন, পদ্মপুকুর আমি পোস্ট দেয়ার কিছুক্ষণ পর এসে জানালেন তিনি ১৫ বছরের বেশি সময় ধরে আছেন, কিন্তু আমি তার নাম তালিকায় দেইনি। যদি এভাবে আরও কিছু পুরানো ব্লগার চলে আসতেন!!

৪৯| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩

জেরী বলেছেন: আপু,আমি আছি এই ব্লগে ১৫ বছর ৪ মাস যাবত :)

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

করুণাধারা বলেছেন: আপু,আমি আছি এই ব্লগে ১৫ বছর ৪ মাস যাবত :)

তাই নাকি! :D আমি তো দেখলাম ১৫ বছর ৪ মাস আগে ব্লগে রেজিস্ট্রেশন করা হয়েছে, কিন্তু ২০১৩র পরে গত ১০ বছরে কোন পোস্ট নেই!! তাহলে কিভাবে ১৫ বছর ৪ মাস ধরি!!

আমি তো তালিকা করেছি শুধু সেই ব্লগারদের যারা অন্তত ১২ বছর ধরে ব্লগে একটিভ। যাদের ১৫ বছর আগে রেজিস্ট্রেশন, তারা তিন বছর অনুপস্থিত থাকলেও ১২ বছর ধরে উপস্থিত আছেন ধরে নেয়া যায়...

কিন্তু আমি তালিকায় আপনার নাম জুড়ে দিচ্ছি, শিগগিরই একটা পোস্ট দেবেন এই শর্তে! B-)

৫০| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর পোস্ট।

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

করুণাধারা বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে দেশ প্রেমিক বাঙালী। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।

৫১| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: যারা চলে যায় তারা যদি বলে যেত... শেরশায়রীর পোস্টে আমি কয়েকবার গিয়ে জানতে চেয়েছি, উত্তর পাইনি!!

গত বছর ব্লগার নীলাকাশ বলেছিলো, তার সাথে শায়রীর ফেইসবুকে কন্টাক্ট হয়। ভালো আছে।

ধারাপু, পোষ্টের ফুলের ছবিটা সুন্দর।
তোমার নিজে হাতে করা?

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

করুণাধারা বলেছেন: নীল আকাশের সেই মন্তব্য আমি দেখেছিলাম। শেরশায়রী ভালো আছেন জানতে পেরে ভালো লেগেছে, কিন্তু এটা কিছুতেই বুঝতে পারছি না যে যিনি ব্লগে নিয়মিত পোস্ট দিতেন তিনি হঠাৎ কেন ব্লগ ছেড়ে গেলেন! একটি দিনের জন্যও কি ব্লগে ফেরা যায় না!!

না, এই ফুল আমার কথা না। ডিসির National history museum এর ফুটপাতে হাঁটতে গিয়ে ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছবিটা তুলেছিলাম, পোস্ট করতে গিয়ে দেখি উল্টো হয়ে গেছে!! এখন মনে পড়ছে মিউজিয়ামের ভিতরে ডাইনোসরের ছবিও তুলেছিলাম। এই পোস্টের সাথে ডাইনোসরের ছবি দিলেই উপযুক্ত হতো। B-)

৫২| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৮

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: সময় নিয়ে গুছিয়ে ব্লগারদের নিয়ে চমৎকার এবং গবেষনাধর্মী একটা ব্লগ লিখলেন। পড়ে ভালো লাগলো।
এটা লিখতে আপনার সময় লেগেছে, গতানূগতিক লেখা যেভাবে লেখতে হয় তার চেয়ে অনেক বেশী সময়/পরিশ্রম লেগেছে।
আপনার এই এফোর্টকে সম্মান জানাই।

আমি জানি এখানে একজন মেন্টাল হেল্থ পেশেন্ট আছেন যিনি Vগাজী বা Mগাজী নাম নিয়ে বিভিন্ন টিভি নিউজ আর পত্র পত্রিকার খবরের বিশ্লেষণগুলোকে পুনরুল্লেখ করে ব্লগ লিখে থাকেন। এমন সব তথ্য ব্লগে নিয়ে আসেন যেগুলো অলরেডি সবাই জানে। তারপরও তাঁর প্রচন্ড কনফিডেন্স, উনি বিশাল জ্ঞানী। এতে আমার সমস্যা নেই। মনে মনে মনকলা খাবার অধিকার সবার আছে।
সমস্যা হল উনার কমেন্টগুলো irritable যা কিনা সহজে বিরক্তির উদ্রেক করে। এই বিরক্তি থেকে বাঁচার উপায় কি? কিছু কিছু উপদ্রপ আছে যেখনে মন খারাপ করার সুযোগ নেই। যেমন, ভাইরাস, ব্যাক্টেরিয়া, মশা, মাছি ইত্যাদি। এসব উপদ্রপ থেকে যতখানি সম্ভব গা বাঁচিয়ে চলি, মন খারাপ করিনা তাই না?। এগুলোর Existence আছে এটা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি এরা তাৎপর্যহীন, insignificant.

যেহেতু সামু আমাকে ক্ষমতা দিয়েয়ে তাই আমার পোষ্ট থেকে যাবতীয় নুইসেন্স/ইরিটেবল কমেন্টু মুছে দিই। সামু আমাকে আরেকটা ক্ষমতা দিয়েছে। কাউকে বিরক্তিকর মনে হলে আমার পোস্টে কমেন্ট করা থেকে তাকে ব্যান করে রাখতে পারি। এখনও কাউকে করিনি, প্রয়োজন হলে সেটাও করবো।

সামুতে লিখি ভালো লাগে তাই, মন খারাপ করতে এখানে আসিনা।

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ আফলাতুন, এমন মন্তব্য অবশ্যই প্রেরণাদায়ক।

আজকাল সবাই বলতে থাকে, ব্লগ আর আগের মত নেই, সেজন্য ব্লগে আসতে ভালো লাগে না ইত্যাদি। কিন্তু তবু কেউ কেউ ফিরে আসছেন, যেমন আপনি। প্রথমে ভেবেছিলাম যারা ফিরে এসেছেন তাদের নিয়ে পোস্ট দেবো, পরে ভাবলাম যারা দীর্ঘদিন ধরে অনেক বিরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েও ব্লগে রয়ে গেছেন, তাদের নিয়েই লিখি। যারা চলে গেছেন, তারা যদি বছরে অন্তত একদিনের জন্যও ব্লগে ফিরতেন, কিছু লিখতেন, তাহলে ব্লগে বৈচিত্র্য আসত আর ব্লগ প্রাণবন্ত হয়ে উঠতো।

১৫ বছরের মধ্যে ১০ বছর ধরে অনুপস্থিত জেরীকে তালিকায় রাখবো বলেছি, তাহলে মনে হয় আপনাকে রাখাও ঠিক হবে।

সোনাগাজী সম্পর্কে আর লিখতে ইচ্ছা হচ্ছে না। আসলে আমার উচিত ছিল প্রথমেই তাকে কমেন্ট ব্যান করা। :(

৫৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২২

মিরোরডডল বলেছেন:




এই পোস্টের সাথে ডাইনোসরের ছবি দিলেই উপযুক্ত হতো। B-)

ধারাপু মজার মানুষ :)

কিন্তু এটা কিছুতেই বুঝতে পারছি না যে যিনি ব্লগে নিয়মিত পোস্ট দিতেন তিনি হঠাৎ কেন ব্লগ ছেড়ে গেলেন! একটি দিনের জন্যও কি ব্লগে ফেরা যায় না!!


হয়তো মন উঠে গেছে অথবা কারো ওপর অভিমান।
কে জানে হয়তো কোন মাল্টি নিক থেকে আসে।

১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮

করুণাধারা বলেছেন: হয়তো মন উঠে গেছে অথবা কারো ওপর অভিমান।

সত্যিই ব্লগের উপর থেকে কখনও মন উঠে যায়! প্রায় দু'বছর যাবত আমি ব্লগে লেখার আগ্রহ হারিয়ে ফেলেছিলাম...

এখনও যেমন এই পোস্টে আর ফিরতে ইচ্ছা করছিল না। নেহায়েত এতগুলো মন্তব্য রয়েছে, এর উত্তর না দেয়াটা অভদ্রতা তাই পোস্টে ফিরতে হলো।

সোনাগাজী ব্যান হয়েছেন আমার এই পোস্টে তার করা মন্তব্যের জেরে। তাই পরোক্ষভাবে এর দায় কেউ আমার উপর চাপাতে চাইছেন, এই বলে সে আমি আমার পোস্টে সোনাগাজীকে কমেন্ট ব্যানড করে রাখলে এই ঘটনা ঘটতো না। আমি কেন তাকে কমেন্ট ব্যান করবো? আমি একেবারেই ভাবতে পারিনি উনি এখানে এমন মন্তব্য করতে পারেন। আমার পোস্ট দেয়ার নয় মিনিটের মধ্যে উনি মন্তব্য করেন শায়মাকে নিয়ে কটুক্তি করে এবং অল্প সময়ের মধ্যেই আরো মন্তব্য করেন একই ভাবে। উনার মন্তব্য আমি লক্ষ্য করিনি কারণ অনেকক্ষণ ধরে পোস্ট দেওয়ার ক্লান্তি কাটাতে আমি পোস্ট দিয়ে কিছুক্ষণ ব্লগ ছেড়ে গিয়েছিলাম‌। লক্ষ্য করলেও উনাকে কমেন্ট ব্যান করতাম কিনা জানিনা, কারণ আমি কিভাবে কমেন্ট ব্যান করতে হয় সেটাই জানতাম না। সোনালি কাবিনের মন্তব্য থেকে এখন জানলাম।

আমি কখনোই আমার পোস্টে ক্যাচাল চাই না, তবু দ্বিতীয়বারের মতো ক্যাচালের দায় আমার উপরই পড়লো। :(


৫৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

খায়রুল আহসান বলেছেন: সবচেয়ে পুরনো ব্লগারদের মাঝে যে দুজন এখনও সক্রিয় রয়েছেন, তাদের মাঝে একজন 'নতুন', অপরজন ইফতেখার ভূইয়া। তারা এখনও নিয়মিতভাবে সোৎসাহে ব্লগিং করে যাচ্ছেন; তাদের উভয়কে অভিবাদন ও অভিনন্দন! প্রথমোক্তজন তার নিজের পোস্টে যতগুলো মন্তব্য পেয়েছেন, অন্যের পোস্টে মন্তব্য করেছেন তার প্রায় তিনগুণ বেশি। এ পরিসংখ্যান একজন ভালো ব্লগারের পরিচয় বহন করে।

১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৫

করুণাধারা বলেছেন: আমিও খুব অবাক হয়েছিলাম দেখে যে এরা দুজন ব্লগের প্রায় শুরু থেকে ব্লগে আছেন এবং এতগুলো বছর ধরে নিয়মিত নিজের ভাবনা শেয়ার করছেন। ব্লগার নতুন লেখার চাইতে পড়তে বেশি পছন্দ করেন সেজন্য তার পোষ্টের সংখ্যা কম। নতুন এবং ইফতেখার ভূঁইয়া দুজনেই তাদের জীবনের নানা ঘটনার উল্লেখ করেছেন, একটা বিষয় দুজনের কমন, দুজনেই স্নেহময় পিতা। নতুনের স্বল্প সংখ্যক পোস্টে উল্লেখযোগ্য ভাবে কন্যা ডানার উল্লেখ দেখা যায়, তেমনি ইফতেখার ভূইয়াও আগে তার পুত্রকে নিয়ে পোস্ট দিয়েছেন।

এই দুইজন সহ অন্য সকল ব্লগার ব্লগে সক্রিয় থাকুন, এটাই কাম্য।

আপনার সুচিন্তিত মন্তব্য পেয়ে ভালো লাগলো।

৫৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

সোনালি কাবিন বলেছেন: লেখক বলেছেন ঃ ঠিক করেছি, এরপর পোস্ট দিলে আমি ওনার মন্তব্য ব্যান করে দেব যাতে ঝামেলা না হয়। অবশ্য আমি জানি না কিভাবে এটা করতে হয়।

## এটা এভাবে করতে পারেন ---

ঁ প্রথমেই আপনার ব্লগ বাড়ির আঙিনা বা হোমপেজের উপরের সর্বডানের ড্রপ ডাউন আইকনে ক্লিক করে তারপর কমেন্ট মডারেশনে ক্লিক করুন।
ঁ বামে মডারেশন স্ট্যাটাসের নীচে অন্যান্য তালিকা থেকে নিষিদ্ধ তালিকায় ক্লিক করুন
ঁ এরপর যাকে ব্লক করবেন তার ব্লগের হোম পেজে গেলে এড্রেসবারে এরকম দেখতে পাবেন
https://www.somewhereinblog.net/blog/sonalikabin987

এখান থেকে শুধু তার ব্লগ আইডি নিন। যেমন এখানে sonalikabin987
ঁ এরপর আপনার নিষিদ্ধ তালিকায় একটি ট্যাব পাবেন - " নিষিদ্ধ তালিকায় এড করুন"।
এতে ক্লিক করলে একটা বক্স আসবে যেখানে নির্দিষ্ট ব্যক্তির ব্লগ আইডি যেমন এখানে sonalikabin987 বসান।
এরপর আবারো " নিষিদ্ধ তালিকায় এড করুন" এই বাটন চাপুন। ব্যস খেল খতম।


১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৯

করুণাধারা বলেছেন: ধন্যবাদ সোনালি কাবিন!

ব্লগ আইডি কোনটা সেটা বুঝতে ভুল করায় আমি বুঝতে পারিনি কিভাবে কাউকে কমেন্ট ব্যান করতে হয়! যেমন "সোনালি কাবিন" ব্যান করতে আমি sonalikabin987 না, ভেবেছিলাম "সোনালি কাবিন" হবে।

আরেকবার ধন্যবাদ, আর কৃতজ্ঞতা সোনালি কাবিন।

৫৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

রেজাউল৬১ বলেছেন: কে কি মন্তব্য করেছে দেখতে আস্লাম।

১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০০

করুণাধারা বলেছেন: আপনি শায়মার নাকি রাজীব নুরের মাল্টি?

৫৭| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অন্তত দশ বছর নিয়মিত আছেন এমন ব্লগার শ খানেক হবে।
........................................................................................
এই ভয়ে আপনি পিছিয়ে যাবেন ,তা তো হতে পারেনা ।
আপনি যে উদ্যোগ নিয়েছেন তার সমাপ্তি করাটাও আবশ্যক ।
আপনার এই কাজটি সামু ব্লগের ইতিহাস হতে পারে,
পরবর্তী প্রজন্ম যখন সাহিত্য চর্চ্চার জন্য ইতিহাস খুঁজবে তখন যেন
আপনার এই পরিসংখ্যান কাজে আসে ।
উদ্যাগেটি পরিশ্রমের কিন্ত প্রশংসনীয় ।

১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১১

করুণাধারা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল। অনেকদিন পর আমার ব্লগে আপনাকে পেয়ে ভালো লাগলো।

অন্তত দশ বছর ধরে যারা ব্লগিং করছেন তাদের তালিকা করা অনেক সময় সাপেক্ষ। জানিনা করতে পারব কিনা। তবে আপনার অনুরোধ মনে থাকলো...

এই পোস্ট নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। সেজন্য নতুন পোস্ট দিতে কিছুটা অনীহা জন্মেছে!

আপনার দেয়া ছবিটি চমৎকার, চোখ জুড়ানো! অনেক ধন্যবাদ!

শুভকামনা রইল।




৫৮| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: এমন একটা পোষ্ট পাবো কল্পনাই করি নাই। লিস্টে আমার নাম দেখে আনন্দই পেলাম। আমার শারীরিক সমস্যা না হলে সবসময় ব্লগে থাকতাম। কিন্তু বার বার হার্টের সমস্যার কারণে অনেক দিন দূরে থাকতে হয়েছে। তবে পরিশ্রম করে এমন একটি পোষ্ট দেয়ার জন্য অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

করুণাধারা বলেছেন: আগে আপনি ব্লগে নিয়মিত ছিলেন, তারপর শারীরিক সমস্যার জন্য কিছুটা অনিয়মিত হয়ে গিয়েছিলেন। ইদানিং আপনাকে ব্লগে দেখতে পেয়ে ভালো লাগে। আপনি কেবল ব্লগের ভার্চুয়াল মানুষগুলোর সাথেই যে আন্তরিক তা নয় বরং ভার্চুয়াল মানুষগুলোর পিছনে সত্যিকারের মানুষগুলোকেও খুঁজে বের করেন। ভারতে ব্লগার পদাতিক চৌধুরীর সাথে আপনার যোগাযোগ, অসুস্থ ব্লগার আবু হেনা আশরাফুল ইসলামকে দেখতে যাওয়া এইসব থেকে বোঝা যায় আপনি ব্লগারদের প্রতি খুবই আন্তরিক।

তাই দোয়া করি সুস্থ হয়ে উঠুন, আগের মতোই ব্লগিং করুন আবার।

৫৯| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৬

শায়মা বলেছেন: আমি জানি শের শায়েরী ভাইয়ু কেনো আসে না।
কারণটা হলো সেই একই কারণ হঠাৎ অভিমান!

কি কারণে কি জন্য সবই জানি!

কিন্তু বলবো না!

কানে কানে বলতে পারি আপু! এইখানে বলাই যাবে না! :(

১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

করুণাধারা বলেছেন: তুমি যে সবার খবর রাখো তা তো জানিই! শের শায়রীর খবর তুমিই জানতে পারো!!

কিন্তু আমার আর কারো খবর জানতে ইচ্ছা করছে না। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে...

৬০| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: পদ্মপুকুর ২০২১ সালের পর থেকে উধাও হয়ে গেলেন কেন, তার কারণটা আমিও খুঁজে পাইনা। ব্লগারদের সাথে তার মিথষ্ক্রিয়া ভালো পর্যায়ে ছিল। সোহানী'র ব্লগিং স্পিরিট প্রশংসনীয়। তরূণদের প্রতি তার বেশ কিছু পরামর্শমূলক পোস্ট রয়েছে। এ ছাড়া তার অন্যান্য পোস্টগুলোও জীবনের লব্ধ অভিজ্ঞতা থেকে রচিত, সে কারণে সুপঠিত। বিদ্রোহী ভৃগু'র ব্লগিং পরিসংখ্যান এই বছর দুয়েক আগেও তুঙ্গে ছিল; এখন তাকে কালে ভদ্রে ব্লগে দেখা যায়। তবুও মন্দের ভালো, তিনি এখনও কোন বছর মিস করেন নাই। অপ্সরা ১৯, ২০ এবং ২১, পরপর এই তিন বছর ব্লগিং মিস করলেও তার আগের ও পরের বছরগুলোতে তার ব্লগিং রেকর্ড আপন মহিমায় উজ্জ্বল। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এবং এ.টি.এম. মোস্তফা কামাল গত পনের বছর ধরে একটানা অনেক পোস্ট লিখে চলেছেন। তারা উভয়েই প্রলিফিক রাইটার। প্রথোমোক্ত জন বছর কয়েক আগে দীর্ঘদিন অসুস্থ থাকা সত্ত্বেও কোন বছরে ব্লগিং মিস করেন নাই। তার লেখার বিষয়বস্তু চয়নে বৈচিত্রের সমাহার পাওয়া যায়। অধুনা তিনি সঙ্গীত এবং গীতিকবিতা নিয়ে বেশি ব্যস্ত আছেন। পরের জন রুবাই ও শের রচনা করে ব্লগে সুপরিচিত হয়েছেন। তাদের উভয়ের ব্লগিং পরিসংখ্যান ঈর্ষণীয় পর্যায়ের।

পোস্টের শিরোনামের ছবিগুলো খুব সুন্দর! এ কথাটি আমিও বলতে চেয়েছিলাম, কিন্তু পরে ভুলে গিয়েছি। ইতোমধ্যে অবশ্য মিরোরডডল বলে দিয়েছেন। এখন আমি তার কথাটাকে সমর্থন করলাম।

১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

করুণাধারা বলেছেন: আপনি চতুর্থবারের মতো মন্তব্যে এলেন! এই পোস্টে আমি যাদের নাম উল্লেখ করেছি, তাদের কারো কারো সম্বন্ধে লিখেছেন, যে তথ্যগুলো আমি দিতে পারিনি! অনেক ধন্যবাদ পোস্টটি এমন মনোযোগ দিয়ে পড়ার জন্য।

শিরোনামের ছবিটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। যে কোনো মনোরম দৃশ্যই বস্তুত চিরকালীন আনন্দের উৎস হয়ে থাকে।

মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৬১| ১০ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২০

নতুন বলেছেন: সবাই মিলে নতুন প্রজন্মকে ব্লগিং এর আগ্রহী করে তোলার জন্য কাজ করা উচিত।

স্কুল কলেজের ছেলেমেয়েদের ব্লগিং এ পরিচিত করানো উচিত।

@জাদিদ ভাই একটা পরিকল্পনা করুন। সবাই মিলে আমরা কিছু ফান্ডিং সংগ্রহ করবো নতুন যারা আসবে তাদের জন্য করা প্রতিযোগিতার পুরুস্কার দেবার জন্য।

১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১১

করুণাধারা বলেছেন: সবাই মিলে নতুন প্রজন্মকে ব্লগিং এর আগ্রহী করে তোলার জন্য কাজ করা উচিত।

সেজন্য ব্লগ আরেকটু user friendly হওয়া দরকার। সেটা কিভাবে করা যায় তা ব্লগাররা মিলে আলোচনা করে ঠিক করা যায়।

এই পোস্ট দেবার কিছুক্ষণের মধ্যেই ব্লগার পদ্মপুকুরের মন্তব্য পেয়েছি। দীর্ঘদিন তাকে ব্লগে দেখা যায়নি। তাই আমার মনে হয় পুরোনো ব্লগাররা অফলাইনে থেকে নিয়মিত ব্লগে আসেন। এদের কিভাবে অনলাইনে আনা যায়, সেটা ভেবে বের করতে হবে আমাদের সবাই মিলে।

৬২| ১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

মনিরা সুলতানা বলেছেন: কী দারুণ পোস্ট আপু !
সময় নিয়ে ফিরবো, ভালোলাগা ।

২৮ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ মনিরা।

শুভকামনা রইল।

৬৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: প্লিজ আমার নামটাও যুক্ত করুন। ব্লগে এই পর্যন্ত ব্লগার দের স্মরণ করে যত পোস্ট আসছে আমার নাম নাই। আপনি অন্তত দিন।

২৮ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

করুণাধারা বলেছেন: ব্লগে এই পর্যন্ত ব্লগার দের স্মরণ করে যত পোস্ট আসছে আমার নাম নাই। আপনি অন্তত দিন।

কিন্তু আমিও যে এই পোস্টে আপনার নাম দিতে পারছি না! :( আমিতো পোস্টে বলে দিয়েছি, যারা একটানা বা বিরতিসহ অন্তত বারো বছর এই ব্লগে আছেন কেবল তাদের নিয়ে এই পোস্ট। আপনার তো মোটে সাতবছর, আমার মতোই!!

তবে আমার মনে থাকলো, ভবিষ্যতে যদি ব্লগারদের নিয়ে পোস্ট দেই, অবশ্যই আপনার নাম দেবো। আপাতত আপনার এবং আপনার কন্যার জন্য শুভকামনা রইল। আশাকরি সে এখন সুস্থ আছে।

৬৪| ২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৫

পদ্মপুকুর বলেছেন: খায়রুল আহসান বলেছেন: পদ্মপুকুর ২০২১ সালের পর থেকে উধাও হয়ে গেলেন কেন, তার কারণটা আমিও খুঁজে পাইনা।

আমি কিন্তু যাইনি, এখনও আছি। প্রতিদিনই অন্তত একবার হলেও ব্লগে ঢুকি, পোস্ট দেখি, দুয়েকটা পড়ি। কিন্তু কোনও এক অদ্ভুত কারণে লেখার আগ্রহ পাইনা। লেখাও আসে না। তবে এই যে দুটো একটা মন্তব্য করছি, সেটা আমার ফিরে আসার আপ্রাণ চেষ্টার প্রমাণ কিন্তু!

তবে প্রায় দু’বছর না দেখার পরও মনে রেখেছেন দেখে কৃতজ্ঞতা বোধ হচ্ছে।

০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

করুণাধারা বলেছেন: গতি জড়তা আর স্থিতি জড়তার মতো লেখালেখিতেও জড়তা আছে। এই জড়তা একবার শুরু হলে কাটানো মুশকিল। কিন্তু যদি অল্প অল্প করে মন্তব্য বা পোস্ট দিয়ে নিয়মিত হন, তাহলে দেখবেন একদম ফিট হয়ে গেছেন। এই তো শুরু করেছেন, এখন মাঝে মাঝে আসতে থাকুন পোস্টে।

তবে প্রায় দু’বছর না দেখার পরও মনে রেখেছেন দেখে কৃতজ্ঞতা বোধ হচ্ছে। আপনি হয়তো লক্ষ্য করেননি, আপনার কথা উল্লেখ হয়েছে কিন্তু মাঝে মাঝে, ব্লগারদের কথা প্রসঙ্গে। আপনি এতো পুরানো ব্লগার, নিয়মিত ছিলেন, আপনাকে কেন ভুলে যাবে সবাই!!

আমিও কিন্তু ২০২১ মাঝামাঝি থেকে ২০২২ মাঝামাঝি পর্যন্ত একেবারে অনুপস্থিত ছিলাম। তারপর প্রথমে মন্তব্য দিয়ে, পরে দু'বছর পর পোস্ট দিয়ে এখন নিয়মিত হয়েছি।

অতএব আপনিও যোগদান করুন সামহোয়্যারইনব্লগে, অবিলম্বে।

৬৫| ৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২

অপু দ্যা গ্রেট বলেছেন:

অনেক কষ্ট সাধ্য একটি কাজ করেছেন। যেসব ব্লগাররা ১৫ বা তার বেশি সময় রয়েছেন তাদের জন্য আমার অনেক অনেক শ্রদ্ধা ও ভালবাস। আসলে আমি নিজেও কেন জানি চাইলে আসতে পারি না।

এই যে এখন আছি আবার দেখা যাবে সপ্তাহখানে নাই। এসেছি তাও মাস খানেক হবে আগে। শত ব্যস্ততার মাঝেও বগ্লে আসার তাগিদ অনুভব করি। কিন্তু হয়ে ওঠে না।

সবার মন্তুব্যের উত্তর দিয়েছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন সব সময়।

০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৭

করুণাধারা বলেছেন: অপু দ্যা গ্রেট, আপনি তেমন নিয়মিত নন... আমার মতোই। আমি দুবছর পোস্ট দেইনি, আসলে নানা কারণে আসতেই পারিনি। তাই এইসব ব্লগার যারা একটানা ১২ বছর, ১৫ বছর ধরে ব্লগে আছেন তাদের দেখে আমার অবাক লাগে। কী করে জীবনের নানা পরিবর্তন সত্ত্বেও তারা ব্লগে নিয়মিত থাকতে পারেন জানিনা। এটা সত্যি উল্লেখ করার মতো ঘটনা। আমি এদের ব্লগবাড়ি ভ্রমণ করে দেখলাম, মনে হলো সবার সাথে শেয়ার করি। তাই এই পোস্ট।

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, অপু দ্যা গ্রেট।


৬৬| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৩:২৪

ডঃ এম এ আলী বলেছেন:




খুবই পরিশ্রমি একটি পোষ্ট । হাজার হাজার ব্লগারদের মধ্য হতে ব্লগার প্রোফাইল
খুলে সেখানকার পরিসংখান ধরে লিংক সহ আমাদের সিনিয়রমোষ্ট ব্লগারদের
তালিকা তৈরী করে লিংক সহ পোষ্ট করা সে এক বিশাল ব্যপার। এই তথ্য সমৃদ্ধ
পোষ্টের সুত্র ধরে আমরা নবীন ব্লগারগন আমাতের অনেক গুণী প্রবীন ব্লগারদের
ব্লগবাড়ীতে গিয়ে তাঁদের বৈচিত্রময় মুল্যবান পোষ্টগুলি দেখা ও পাঠের সুযোগ
পেয়েছি ।
আজকে এই পোষ্টে উল্লেখিত ১৭ বছরের বেশী প্রবীন সকল গুণী ব্লগারদেরকে
দেখে এলাম পরিচিত হলাম নতুন করে অনেকের সাথে ।
১.দেখলাম গত ১৬ মে ২০২৩ তারিখে করা ব্লগার নতুন এর পোষ্ট
বিয়ে পাগল বর্তমান প্রজন্ম
https://www.somewhereinblog.net/blog/neoblog/30349281
২. গত ২৪ শে আগষ্ট ২০২৩ তারিখে করা ব্লগার শ।মসীর এর পোষ্ট
স্পারসো - আমাদের মহাকাশ গবেষনা
https://www.somewhereinblog.net/blog/shamseerblog/30352461
৩. গত ৩ ডিসেম্বর ২০২৩ তারিখে করা ব্লগার ইফতেকার ভুইয়ার পোষ্ট
ডিসকর্ড - আধুনিক যোগাযোগের মাধ্যম
https://www.somewhereinblog.net/blog/prokashoniblog/30355996
৪. গত ১৭ অক্টোবর ২০২৩ তারিখে করা ব্লগার সুমেরুর পোষ্ট
চেনাজানার পরিধি
https://www.somewhereinblog.net/blog/karubasonablog/30354332

উল্লেখ্য এ পোষ্টে উল্লেখিত অনেকের লেখার সাথেই পরিচিত হয়েছি অনেক আগেই ।
তারপরেও যাদের লেখার সাথে এখনো পরিচিতি ঘটেনি তাঁদের লেখাগুলিউ দেখে
আসব সময় করে এ পোষ্টের লিংক ধরে ধরে ।

এ বিশেষ লক্ষ্য সামনে রেখে পোষ্টটিকে প্রিয়তে তুলে রাখলাম ।

শুভেচ্ছা রইল

০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৬

করুণাধারা বলেছেন: আমি নিজে ব্লগে নিয়মিত হতে পারি না নানা কারণে। সেজন্য যারা নিয়মিত ব্লগে থাকেন তাদের আমি সমীহ করি। তাদের খুঁজে দেখার ইচ্ছা হলো। সেই ইচ্ছা পূরণ করতে গিয়ে এই পোস্ট। দেখতে পেলাম যে, বারো বছর বা তার চাইতে বেশি সময় ধরে ব্লগিং করছেন এমন ব্লগারের সংখ্যা খুব কম নয়।

হাজার হাজার ব্লগারদের মধ্য হতে ব্লগার প্রোফাইল
খুলে সেখানকার পরিসংখান ধরে লিংক সহ আমাদের সিনিয়রমোষ্ট ব্লগারদের
তালিকা তৈরী করে লিংক সহ পোষ্ট করা সে এক বিশাল ব্যপার


ধন্যবাদ। আসলে আমি সকল ব্লগারের ব্লগ লিঙ্ক দিতে পারিনি। যতটুকু সম্ভব দেবার চেষ্টা করেছি। আপনার এই মন্তব্যে তাই অনুপ্রাণিত হলাম। এই তালিকা করতে গিয়ে আপনার কথা মনে পড়ে যাচ্ছিল। আপনার পোস্টগুলো এতটাই সমৃদ্ধ যে, আপনার পোস্ট পড়ে মনে হয় আপনি দীর্ঘদিন ধরে ব্লগিং করছেন।

আপনি আমার উল্লেখিত চারজন ব্লগারের পোস্ট দেখেছেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

আশাকরি সুস্থ আছেন এখন। সবসময় সুস্থ থাকুন। শুভকামনা রইল।

৬৭| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৫

বিজন রয় বলেছেন: বাহ! দারুন পোস্ট তো!! আমার চোখ এই পোস্ট কিভাবে যেন এড়িয়ে গেল!!
বেশ কষ্ট হয়েছে আপনার!

১৮ বৎসর বয়সের ব্লগটাকে নিয়ে ইতিহাস লেখার সময় হয়েছে এখন।
হয়তো কেউ আপনার মতো লিখে ফেলবে একদিন।

শুভকামনা।

১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৭

করুণাধারা বলেছেন: ব্লগে আপনাকে নিয়মিত হতে দেখে, আর আমার পোস্টে নিয়মিত আপনাকে পেয়ে আমি খুবই আনন্দিত বিজন রয়।

১৮ বৎসর বয়সের ব্লগটাকে নিয়ে ইতিহাস লেখার সময় হয়েছে এখন।
হয়তো কেউ আপনার মতো লিখে ফেলবে একদিন।


কয়েকজন ব্লগার আছেন যারা ব্লগের প্রায় শুরু থেকে এ পর্যন্ত নিয়মিত ব্লগিং করছেন। আশাকরি তাদের কেউ ব্লগের দেয় দশক পূর্তি উপলক্ষে এর ইতিহাস লিখবেন।

আপনার জন্যও শুভকামনা।

৬৮| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৭

রানার ব্লগ বলেছেন: ২০১৫ সালে আমি দেশের বাহিরে ছিলাম । এতটাই ব্যস্ত ছিলাম যে ব্লগে ঢুকে ফু দেয়ার সময় টাও ছিলো না ।

১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০২

করুণাধারা বলেছেন: ২০১৫ সালে আমি দেশের বাহিরে ছিলাম । এতটাই ব্যস্ত ছিলাম যে ব্লগে ঢুকে ফু দেয়ার সময় টাও ছিলো না ।

সেরকম বিরতি অনেকেই নিয়েছেন। তবে এখন থেকে নিয়মিত হয়ে যাবেন আশাকরি। আপনার গল্প কবিতা সবই সুলিখিত হয়।

৬৯| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর পোস্ট।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩০

করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা রইলো আপনার জন্য। শুভ হোক ২০২৪ সাল।

৭০| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: শের শায়েরীর বিষয় শায়মা আমার চেয়ে বেশি জানার কথা নয়। আমি কিন্তু তার অত্যন্ত স্নেহভাজন মানুষ । #:-S

৭১| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২১

শায়মা বলেছেন: আপুনিমনি সোনার খনি!!

অনেক অনেক শুভকামনা নতুন বছরে! :)

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৯

করুণাধারা বলেছেন: আহা! আহা! এত আনন্দ কেন!

ভালো লাগছে দেখে যে ঘর ছেড়ে গিয়ে আনন্দে আছো। নতুন বছর কাটুক আনন্দে আর নব নব আবিষ্কারে...

কিন্তু আমি একটু সমস্যায় পড়ে গেছি। শের শায়েরীর বিষয় শায়মা আমার চেয়ে বেশি জানার কথা নয়। আমি কিন্তু তার অত্যন্ত স্নেহভাজন মানুষ । এই মন্তব্যের কী উত্তর দেয়া যায় বুঝতে পারছি না। B-)

৭২| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৮

শায়মা বলেছেন: হা হা সেলিম্মা ভাইয়ুজানকে আবার উত্তর দিতে চিন্তা লাগে!!! হা হা হা

ভাইয়া কাঁচকলা জানে। বলার দরকার বলে দিলো একটা আর কি?

আস্ক হিম কি জানে কিছুই বলতে পারবে না আমি নিশ্চিৎ! হা হা

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৮

করুণাধারা বলেছেন: কিয়ের সাথে কি/ পান্তা ভাতে ঘি!

তোমার সেলিম্মা ভাইয়ুজানকে যেমন উত্তর দিতে পারলাম না, তোমার মন্তব্যের কোনো যুৎসই উত্তর ভেবে পাচ্ছি না। তাড়াতাড়ি নতুন পোস্ট নিয়ে ফিরে এসো আমাদের বাড়িতে! :D

৭৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: পোষ্টটি আমি মিস করে গেছিলাম।নিজের এক যুগ উপলক্ষে একটি পোষ্ট দেব ভেবেছিলাম কিন্তু সময়ের অভাবে আর হয়নি।
আমিও অনেককে মিস করি ব্লগে।
মানবী আপু তাদের মধ্যে একজন।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০২

করুণাধারা বলেছেন: আমি কী করে আপনার নাম মিস করলাম ভেবে পাচ্ছি না!! যাহোক, পোস্ট এডিট করে আপনাকে তালিকায় জুড়ে দিয়েছি।

মানবীর মতো সাহসী ব্লগার খুব কমই দেখেছি। আমি খুব মিস করি তাকে।

অনেক দিন পর আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগছে। ভালো থাকুন, শুভকামনা।

৭৪| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৩

এম ডি মুসা বলেছেন: আমি আঁটে আছি! আঁট বছর, সামুতে

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৫

করুণাধারা বলেছেন: আপনাকে সম্ভবত প্রথম বার আমার ব্লগে পেলাম, এম ডি মুসা। ভালো লাগছে আপনার মন্তব্য পেয়ে। অসংখ্য ধন্যবাদ।

আট বছরের তালিকা তো করা হয়নি!! যদি ভবিষ্যতে করি, আপনার নাম অবশ্যই থাকবে।

ব্লগে নিয়মিত থাকুন। শুভকামনা রইল।

৭৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫১

এম ডি মুসা বলেছেন: না আমি আরো আপনার কমেন্ট করছি বা মন্তব্য করছেন আমারও রো পাঁচ বছর আগেও আমার কমেন্ট করছেন, তবে আমার মেমরি আপনাকে ভুলে নাই, আমি নিয়মিত তবে বছরে দুই তিন মাস একটিভ ছিলাম, আবার এই বছর একটু বেশি আছি। তবে আমি আরো আট বছর আগেও চেষ্টা করছি নিবন্ধন করতে তখন সমস্যা হতো সর্ভার দিয়ে তখন মোবইল দিয়ে । আমি শুধু মুক্ত মনায় ছাড় পত্র পাইনি না হলে বাকি সব গুলো ব্লগে আছিলাম প্রথম প্রথম কিন্তুু বেশিরভাগ পাসওয়ার্স ভুলে গেছি। তাই যাওয় হয়না

৭৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২৩

সামিয়া বলেছেন: সুন্দর পোস্ট

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ সামিয়া, এবং শুভকামনা।

৭৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৩৩

মিরোরডডল বলেছেন:





আমি কখনোই আমার পোস্টে ক্যাচাল চাই না, তবু দ্বিতীয়বারের মতো ক্যাচালের দায় আমার উপরই পড়লো।


এগুলো ব্যাপার না ধারাপু।
just ignore.

নতুন লেখা চাই, ভালো থাকবে।


২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

করুণাধারা বলেছেন: এই মন্তব্য পড়েছিলাম, ভেবেছিলাম উত্তর দিয়েছি কারণ এর পরপরই আমি পোস্ট দিয়েছি।

আচ্ছা, নতুন লেখা তো দিয়েই দিলাম। B-)

৭৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১২

শ।মসীর বলেছেন: একটা সময় ছিল প্রতিদিন ব্লগে লগ ইন করা ছিল নিত্য রুটিন । । আর এখন :(

কত স্ম্বতি , কত ভাল লাগা এই ব্লগ নিয়ে............

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

করুণাধারা বলেছেন: একটা সময় ছিল প্রতিদিন ব্লগে লগ ইন করা ছিল নিত্য রুটিন ।

রুটিনটা আবার চালু করুন, প্রতিদিন না হোক, তিরিশ দিনে একদিন। আপনি সবচাইতে জ্যেষ্ঠ ব্লগার, আপনি মাঝে মাঝে আসলে কনিষ্ঠরা উৎসাহ পাবে নিয়মিত হবার...

৭৯| ২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৭

মেহবুবা বলেছেন: আঠার বছর তো বিশাল ব্যাপার! আমি তো ১৬ বছর পার করতেই হাটু ব্যাথা, কোমর ব্যাথা! শুভকামনা।
আচ্ছা আমার নাম নেই কেন? একেবার পর হয়ে গেলাম ব্লগে

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫০

করুণাধারা বলেছেন: দুঃখিত মেহবুবা, উত্তর দিতে অনেক দেরি করে ফেললাম।

আচ্ছা আমার নাম নেই কেন? একেবার পর হয়ে গেলাম ব্লগে

ব্যাপারটা মোটেও এমন নয়। আমি দেখতে চাইছিলাম কারা অনেকদিন ধরে সামুতে ব্লগিং করছেন, কারণ দেখা গেছে প্রাচীন ব্লগারদের অনেকেই জীবনে ব্যস্ততায় অথবা তিক্ততায় অথবা অভিমানে সামু ছেড়ে চলে গেছেন। অবাক হয়ে দেখলাম, দুয়েকজন আছেন যারা সামুর শুরু থেকে আজ পর্যন্ত ব্লগিং করে যাচ্ছেন প্রতিবছর অন্তত একটি পোস্ট দিয়ে! তারপর দেখলাম অনেক ব্লগার অনেকদিন ধরে একটানাভাবে সামুর সাথে আছেন। সংখ্যাটা এত বড়ো যে, সবার সম্পর্কে লেখা এবং লিংক দেয়া কষ্টসাধ্য হয়ে যায় আমার জন্য। ‌ আমি সেজন্য অন্তত ১২ বছর ধরে সামুতে প্রতিবছর পোস্ট দিয়েছেন, শুধু এমন ব্লগারদের তালিকা করেছি এখানে। অবশ্য আমারও ভুল হয়েছে, তাই মাঝে মাঝে কেউ কেউ এসে বলার পরে তাদের নাম যোগ করে দিয়েছি, তারা অন্তত ১২ বছর ব্লগিং করেছেন সেটা নিশ্চিত হয়ে।

আপনার ব্লগিং ইতিহাস চেক করে দেখলাম, ১২ বছর ধরে আপনার ব্লগ পোস্ট নেই। তাই নামটা দেওয়া গেল না মেহবুবা! :|


৮০| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১২

শায়মা বলেছেন: সাম্প্রতিক মন্তব্য দেখে এইখানে এসে মনে পরে গেলো কথ কথা...... হা হা হা ব্লগিং এ যুদ্ধাং যুদ্ধাং ও কম মজার বিষয় নহে। :P

সোহানী আপুর মন্তব্য পড়ে হাসছিলাম।

আর চাঁদগাজী ভাইয়া শেষ রক্ষা করতে পারলো না তারও অনেক পরেও। যাইহোক তবে শেষ হইয়াও হইলোনা শেষ হয়ে ফিরে এসেছেন। এভাবেই আসা যাওয়ার পথে ধারে কেটে যাক দিন কেটে যাক রাত!!! :) আমরা তো সবাইকেই ভালোবাসি। আসলেও কিন্তু এটা সত্যি কথা! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.