নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয়বক্তা।

অন্তর্জাল পরিব্রাজক

অসাধারণ নই, সাধারণ এক মানুষ।

অন্তর্জাল পরিব্রাজক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ক্রিকেট দলকে বাঘ বলা বন্ধ করুন!! (রিপোস্ট)

০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:০৬


দয়া করে বাংলাদেশ ক্রিকেট দলকে বাঘ বলা বন্ধ করুন!! এরা ছাগলের দল ছিল, ছাগলের দল আছে আর ছাগলের দলই থাকবে!! এরা যেমন ধারার খেলা খেলে বেড়াচ্ছে তাতে করে আর যাই হোক, বাঘের ইমেজ মোটেও এদের সাথে যায়না!! বাঘ বলতে হয় তো ঐ আফগান ক্রিকেট দলকে বলুন। সেটা মানাবে। এতো কম সুযোগ সুবিধা পেয়েও নিজের দেশ থেকে দূরে শত শত মাইল দূরে থেকে পরের মাঠে প্র্যাকটিস করে কিকরে বিশ্বের তাবড় তাবড় দলকে ঘোল খাইয়ে বুক চিতিয়ে লড়ে মাথা উঁচু করে জিতে দেশকে একটু আনন্দ দিতে হয়, খুশি রাখতে হয়, সেটা রীতিমতো অনুকরণীয়। আজ বড় বড় ক্রিকেট খেলুড়ে শক্তিগুলোও তাদের কুর্নিশ করছে। আর এদিকে বিশ্বের অন্যতম “ধনী” ক্রিকেট বোর্ড এতো সুযোগ সুবিধা নিয়ে এতো এতো টাকা ঢেলে, ক্রিকেটারদের লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে, জিতলেই দামী ফ্ল্যাট-বাড়ি-গাড়ি উপহার দিয়ে বাঘের ইমেজ নিয়ে খেলতে নেমে ছাগলের মতো খেলে বেড়াচ্ছে বছরের পর বছর!! কোনোমতে কিছু কিছু ম্যাচ জিতা জিতলেও শেষমেশ ছাগলদের মতোই হেরে “আস্তে আস্তে মাথা নিচু করে প্যাভিলিয়নের পথ” ধরে!! এতো এতো টাকা নিয়ে এতো এতো সুযোগ সুবিধা নিয়েও শেষ পর্যন্ত এদের এইরকম ছাগলমার্কা পারফর্মেন্স!! এটা আর যাই হোক কোনও অবস্থাতেই বাঘের মতো কাজকারবার নয়!! ছাগল দিয়ে ভরা এই দলকে ছাগলের দল বলা শিখুন!!

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: আর্ন্তজাতিক পরিমণ্ডলের কোন খেলায় বাঙালী জাতি কখনোই তেমন কোন সফলতা অর্জন করতে পারে নি। আমাদের সেই ফিজিক্যাল ফিটনেসও নেই, নেই পেশাদারিত্বও। জনগণের টাকায় এদের মাসে মাসে বেতন দেয়া মানে আর্থিক অপচয় ছাড়া আর কিছুই নয়। সবার জন্য যেমন সবকিছু নয়, বাঙালীর জন্যও খেলাধুলা নয়। পাড়ার বা মহল্লার মাঠ পর্যন্ত যেতে পারলেই ঠিক আছে।

২| ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:২৭

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের গত ১০/১১ বছরে তেমন ভালো প্লেয়ার উঠে আসছে না।

৩| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১৭

শিশির খান ১৪ বলেছেন: বান্দর কে আল্লাদ দিলে মাথায় উঠে এদের ক্ষেত্রে তাই হইছে এদের তো খেলাধুলায় মন নাই এদের এখন একটাই স্বপ্ন সাংসদ সদস্য হয়ে টেক্স ফ্রি ল্যান্ড ক্রুসার জিপ গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো । বাংলাদেশ জাতীয় টিমের কেপ্টেন বেশি সম্মান জনক না অজপাড়াগাঁয়ের সংসদ সদস্য বেশি সম্মানজনক এই সহজ হিসাবটাই তো এরা বুঝে না। বিজ্ঞাপন মডেল আর শো রুম উদ্বোধনে ব্যাস্ত প্রেক্টিস এর তো টাইম নাই এদের। তেলাপোকার পাখা গজাইলে যা হয়। এদের খেলা দেখার চে ওই ফুটবল টিমের মে দের খেলা দেখা ভালো। বেচারা মে গুলা দুই মাস ধরে বেতন পায় না অথচ নিঃস্বার্থ ভাবে একের পর এক ট্রফি জিতে আনছে আমাদের জন্য। বিজ্ঞাপন কোম্পানি গুলার উচিত ওদের কে দিয়ে বিজ্ঞাপন তৈরী করানো। বুঝেন না মন্ত্রী হওয়ার পর ও এরা বি সি সি বি ছাড়তে চায় না কি মধু আছে বুঝেন।

৪| ০৭ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:০৪

প্রহররাজা বলেছেন: সাধারণ জনগণ এদেরকে টাইগার বলে ডাকে না, এই টাইগার শব্দ টা সাংবাদিকদের আবিষ্কার।

৫| ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৫

মুনতাসির বলেছেন: আমাদের বেশিরভাগ খেলোয়াড় বিকেএসপি থেকে আসে। ধরে নেয়া হল তা সব থেকে ভাল স্কুল । কিন্তু এখানে তো হাতে গনা কয়েক জন ভরতি হতে পারে। তাই এর মধ্যে থেকে ভাল রা জাতীয় দলে খেলে। তার মানে দ্বারায় আমাদের কে ভাল খেলে বা খেলতে পারে তাকে বেছে নিচ্ছি খুব কম সংখ্যক মানুষের মধ্যে থেকে। দেশ জুড়ে খেলা আর সেখান থেকে কয়জন উঠে আসে বা আসতে পারে সেটাও দেখার বিষয়। সারা দেশে যদি খেলা না হয় তা হলে খেলোয়াড় বের হবে না কিন্তু টাইগার বের হতে পারে।

৬| ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছাগল বলাটা যুক্তিযুক্ত হবে।

৭| ০৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৯

ইমরান৯২ বলেছেন: ভাল খেলোয়াড় হবে কিভাবে সবাই তো কোটায় খেলে ।
মামা চাচার জোরে দলে জায়গা পায়, কেউ খেলা দিয়ে জায়গা পায় না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.