নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্নিল

বর্নিল › বিস্তারিত পোস্টঃ

বাড়াবাড়ি

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯

অামার জন্মের পর থেকেই যে কয়েকটি দেশকে সবসময় শৃঙ্কলিত এবং শান্তিকামী হিসেবে দেখেছি তাদের মধ্যে জাপান অন্যতম।ওরা সাহায্যদান কারী হিসেবেও অন্য অনেক ধনী দেশের চেয়ে এগিয়ে অাছে।।

পক্ষান্তরে ছাগলের তিন নম্বর বাচ্চার মত লাফাতে দেখেছি চীনকে।।ওরা বিড়ালের মত অনেকটা নরম মাটিতে পায়খানা করে।।ওদের প্রত্যেকটা বানীই জাপানের মত অহিংস দেশটাকে খোচা দিয়ে।মনে হয় যেন না জানি কী ক্ষতিটাই না জাপান ওদের করেছে।।মানছি জাপান দ্বিতীয় যুদ্ধে অনেক কিছুই করেছে।তাই বলে এখন কী তোদের পায়ে পড়ে থাকতে হবে??

জাপানের সংবিধান সংশোধন করে বাহিরের দেশে সেনাবাহিনীদের যুদ্ধ করার অনুমতি দেওয়ার বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছি।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

খায়রুল আহসান বলেছেন: চীন, ব্রহ্মদেশ আর কোরিয়াতে জাপানীরা যে অত্যাচার চালিয়েছিলো, তা এক কথায় মানবতা বিরোধী। নানকিং ম্যাসাকার একটা প্রতীকি দৃৃষ্টান্ত।
ব্লগে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। আপনার প্রথম লেখাটি পড়ে গেলাম।
আমার আজকের কবিতা, "তোমাকে বলছি সুদূরিয়া" আপনি লাইক করেছেন, এজন্য ধন্যবাদটাও আপনার প্রথম লেখা পড়ে এখানে জানিয়ে গেলাম।

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

বর্নিল বলেছেন: আপনাকেও সম ধন্যবাদ জানালাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.