নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্নিল

বর্নিল › বিস্তারিত পোস্টঃ

অস্বাভাবিক

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

সবকিছুতেই কেমন যেন একটা গুমোট ভাব এসে গেছে।।চিরায়ত দাম্ভিকতা ভেংগে দিয়ে প্রাণভভিক্ষার আবেদন করেছে মুজাহিদ।। সাথে সাকাও।।ফেসবুক বন্ধ।নিজের অবসর কাটানোর জায়গাটা তে এখন যুদ্ধ পরবর্তী অবস্থা।।

সাথে অস্বাভাবিক একের পর এক ঘটনা।কেমন যেন জিম্মি হয়ে আছি।।মুক্তি চাই।।ভাল লাগা চাই।।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

রাজাকারের কন্ঠস্বর বলেছেন: কই পাইছেন যে তারা প্রানভিক্ষার আবেদন করেছেন? যত্তসব ফালতু।আসলে এ মতবাদটা সত্যিই সিদ্ধ যে"একটি মিথ্যাকে যদি ১০০ বার বলা হয় তবে তা সত্যে পরিনত হয়"
.
তবে মনে রাখবেন তা সমকালীন সময়ে সত্য মনে হলেও ইতিহাসের পাতায় ডাহা মিথ্যা হিসেবেই জায়গা পায়।

২| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

(মিফতাহুর রহমান চৌধুরী) বলেছেন: জিম্মি হয়ে আছি্।।
সহমত!

৩| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

বর্নিল বলেছেন: রাজাকারের কণ্ঠস্বর : আমরা কি মিডিয়া বাদ দিয়ে আপনাকে নিয়ে চলব?ফালতু আলাপ বাদ দেন আপনি।

৪| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

বর্নিল বলেছেন: ধন্যবাদ সহমতের জন্য।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯

দেবজ্যোতিকাজল বলেছেন: অদ্ভূত ঘটণা ঘটল । বগুড়া ও হরিপুরের ঘটণা প্রমাণ করল ফেসবুক বন্ধ করাটা আই ওয়াশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.