![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইতো আছি আমার মত, অগোছালো চিন্তা যত, খুঁজতে গিয়ে নিখোঁজ আমি, নয়তো শুধুই পাগলামি ।
আজকের পূর্ণিমাটা ২০১৩ এর অন্যান্য পূর্ণিমার থেকে আলাদা । কারণ চাঁদটা ঘুরতে ঘুরতে চলে আসবে পৃথিবীর সবচেয়ে কাছে অন্তত এই বছরের মত । তার উপর আজকে আবার পূর্ণিমা, তাই আজকের চাঁদটা হবে অন্যান্য পূর্ণিমার চেয়ে ১৬% বড় আর মোটামুটি ৩০% বেশি উজ্জ্বল । তো উপভোগ করতে থাকুন এই সুপার মুন । জ্যোৎস্নার আলোতে পড়তেও পাবেন আপনার প্রিয় কবিতার বইটা কিংবা জ্যোৎস্নার প্রেমে পড়ে দুই-এক লাইন লিখেও ফেলতে পারেন ।
২| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৩১
কবিরাজ_কুশল বলেছেন: খুব ভালো একটা কমেন্ট দেখলাম ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৩ রাত ৮:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: আজ আকাশে শুধুই মেঘ
কোথায় মিল্বে রহস্যভরা মায়াবি চাঁদ
আজ শুধুই খুজ
সুপার মুন আসুক মনে ভিন্ন স্বাদ