নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রস্তুত

আমি আমার মতই বাঁচি, আমি বিহঙ্গ, নিঃসঙ্গ পাখি ।

কবিরাজ_কুশল

এইতো আছি আমার মত, অগোছালো চিন্তা যত, খুঁজতে গিয়ে নিখোঁজ আমি, নয়তো শুধুই পাগলামি ।

কবিরাজ_কুশল › বিস্তারিত পোস্টঃ

ছোটোবেলায় লোডশেডিং :) :) :)

২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৯

ছোটোবেলায় লোডশেডিং মানে ছিলো হটাত পাওয়া এক টুকরা আনন্দের মত । কারেন্ট চলে গেলে আর এক মুহুর্ত পড়ার টেবিলে বসে থাকা নয় । হৈ হৈ করতে করতে বাসা থেকে বের হয়ে আসতাম, আরো সাথে সাথে বের হয়ে আসতো আশে পাশের বাসার সব পোলাপান । শুরু হতো লুকোচুরি খেলা । বাসার মা-ঠাকুরমারা বের হয়ে বসতো উঠোনে, হাটে তাল পাখা নিয়ে । গপ্পোবাজ দুই একজন কাকীও হাজির হতো । শুরু হতো ইনাদের গপ্পের আসর । বাবা সব দিন বাসায় থাকতো না । যেদিন থাকতো, বারান্দার এক কোণায় বসে গুণ গুণ করতে সুর ধরতো, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা । মাঝে মাঝে কাকা হারমোনিয়াম আর তবলা নিয়ে শুরু করতো গান, ধিতাং ধিতাং বোলে, কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় । এই আনন্দের মধ্যেও মাঝে মাঝে চলতো আম, পেয়ারা, করমচা, কাগজী লেবু চুরির মিশন । যখন গান, গপ্পো, খেলা চলছে পুরোদমে তখন হটাত করেই চলে আসতো ইলেক্ট্রিসিটি । মা শুরু করে দিত ডাকাডাকি । কি আর করা, মান খারাপ করে ফিরতাম বাসায় । বাসায় ঢুকেই দুই ভাই দৌড়ে যেতাম মোমবাতির কাছে ফুঁ দিয়ে নিভানোর জন্য । কারণ যে মোমবাতি নেভাবে তার হ্যাপি বার্থ ডে, অন্য জনের না । আর তারপর আপেক্ষায় থাকতাম আবার কবে লোডশেডিং হবে । চাওয়ার মত চাইলে নাকি কোনো ইচ্ছেই অপুর্ণ থাকে না । সেটা এখন বুঝতে পারছি । ছোটো বেলার এই চাওয়া এখন ঘণ্টায় ঘন্টায় পূরণ হচ্ছে । :( :( :(

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:০২

জর্জিস বলেছেন: ছেলেবেলায় ফিরে গেলাম....
+++++

২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৪

কবিরাজ_কুশল বলেছেন: আমি ঘন্টায় ঘন্টায় যাচ্ছি :P :P :P

২| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৮

নউমি বলেছেন: মিলে গেলো অনেক কিছুই আমার ছোটোবেলার সাথে ।

২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৯

কবিরাজ_কুশল বলেছেন: মিলে যাবে অনেকের সাথেই ।

৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

ছোটবেলায় মাঝে মাঝে বিদ্যুৎ চলে যাওয়ার জন্য প্রার্থনা করতাম যেন আর পড়তে না হয়। উফ !!! মনে করিয়ে দিলেন সেই স্মৃতিগুলো।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:৪২

কবিরাজ_কুশল বলেছেন: :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.