নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রস্তুত

আমি আমার মতই বাঁচি, আমি বিহঙ্গ, নিঃসঙ্গ পাখি ।

কবিরাজ_কুশল

এইতো আছি আমার মত, অগোছালো চিন্তা যত, খুঁজতে গিয়ে নিখোঁজ আমি, নয়তো শুধুই পাগলামি ।

কবিরাজ_কুশল › বিস্তারিত পোস্টঃ

Bekas (2012) আর একটা অফটপিক

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৩





সমসাময়িক মুভিগুলো কেন জানি আর মুগ্ধ করতে পারে না । কারণ দুইটা হতে পারে, প্রথমত ভালো মানের মুভি আসছে না আর দ্বিতীয়ত একটু বেশি বোদ্ধা(!!!) হয়ে গেছি । অলস বিকেলে মুভি ফোল্ডার নাড়াচাড়া করতে গিয়েই " Bekas (2012) " মুভিটা দেখলাম ।



মুভিটা এক কথায় অসাধারণ । সুইডেনে মুক্তি পাওয়া কুর্দিশ ভাষার মুভিটার প্লট ছিলো যুদ্ধবিধ্বস্ত ইরাকের দুই পিচ্চির কিছু অদ্ভুত স্বপ্ন আর নিদারুন কিছু বাস্তবতা নিয়ে। না মুভিটাকে অ্যাডভেঞ্চার, থ্রিলার,হরর,অ্যাকশন বা ফ্যান্টাসি কোনোটতেই ফেলা যাবে না । তবে এত এত কঠিন সব জনরার মুভিকে টপকে, দুই এতিম শিশুর স্বপ্ন আর ইনোসেন্স এর এই মুভিটি যে কারো মনে একটি আলাদা জায়গা করে নিবে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে ।



মুভিটিতে ছোট দুই ভাই Dana আর Zana এর অসাধারন অভিনয় যে কাউকে মুগ্ধ করবে, এটা বলার অপেক্ষা রাখে না । বিশেষ করে Zana র অভিনয় মন কাড়বেই ।



যাদের দেখা হয়ে গেছে তাদের কিছু বলার নাই । কিন্তু যাদের দেখা হয় নি, তাদের জন্য Must see ঘরানার মুভি ।



লিঙ্ক,



http://www.youtube.com/watch?v=6HreGwpUB4w



** অফটপিক.....



আমি আর আমার ভাই একদম পিঠেপিঠি । দুইজনই ছোটোবেলায় রেসলিংএর খুব ভক্ত ছিলাম । যেখানেই রেসলারদের পোস্টার দেখতাম কেনার জন্য বায়না ধরতাম । আমাদের বাসা থেকে বেশ দূরে স্টেশনের পাশে আজাদ প্রোডাক্টসের একটা দোকান ছিলো, সেখানে রেসলারদের বেশ অনেক পোস্টার পাওয়া যেত । তো একবার বাসায় না জানিয়ে আমি আর ভাই এক বিকেলে বের হয়ে পরলাম আজাদ প্রোডাক্টসের দোকানের দিকে । তখন আমি ক্লাস টুতে পড়ি আর ভাই পড়ে কেজিতে । তো ভাইকে রাস্তার একপাশে দাঁড় করিয়ে রেখে আমি রাস্তা পার হয়ে গেলাম দোকানের ভেতরে । ভেতরে ঢুকে শয়ে শয়ে পোস্টার দেখে তো আমার মাথাই নষ্ট । কোনটা রেখে কোনটা কিনি । প্রায় ১৫-২০ মিনিট পর দোকান থেকে বের হয়ে দেখি ভাই দাদা দাদা করে ডেকে কান্নায় অস্থির । লোকজনের একটা ছোটোখাট জটলা হয়ে আছে তাকে ঘিরে । আমায় দেখে জড়িয়ে ধরে তাও কান্না থামে না । শেষমেশ পোস্টার দেখে জলভরা চোখেও হাসি । এই মুভিতে এইরকমের একটা দৃশ্য আছে । দৃশ্যটায় চোখে জল ধরে রাখা আমার জন্য একটু কঠিনই ছিলো ।









মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৫

নউমি বলেছেন: দেখেছি মুভিটা । আসলেই অসাধারণ। বিশেষ করে কোক নিয়ে ফেরার দৃশ্যটা আর মাইন এর অংশটা মনে দাগ কাটে ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


আসলেই মাস্ট সি একটা মুভি। ++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.