![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইতো আছি আমার মত, অগোছালো চিন্তা যত, খুঁজতে গিয়ে নিখোঁজ আমি, নয়তো শুধুই পাগলামি ।
বেকারত্বের দিগুলোতে প্রেম ১
প্রেমগুলো অনেক হিসেবি বেকারত্বের দিনগুলোতে,
আকাশ ছোঁয়া স্বপ্ন আর বুকভরা হতাশা দিনগুলোর সঙ্গী ।
বিশেষ বিশেষ দিনগুলো আরো বেশি হতাশায় পোড়ায় ।
গিফট শপ গুলো সাধ আর সাধ্যের পার্থক্যগুলো মনে করিয়ে দেয় বারবার ।
হলমার্কের দোকানটা দীর্ঘশ্বাসকে আরো দীর্ঘায়িত করে ।
ভাবনা আসে, খালি একটা চাকরী হোক, কার্ডের বন্যা বইয়ে দেবো ।
চারটা গোলাপ কিংবা একটা জারবারা হয়ে ওঠে ভালোবাসার শেষ প্রকাশ ।
কিন্তু তোমার কেনো যেন সেই কার্ডগুলো চাওয়া নেই ।
প্যাডের ছেঁড়া পাতায়, “ভালোবাসি তোমায়” লেখাটাও তোমার চোখে জল এনে দেয়।
সস্তা গোলাপে খুঁজে নাও পৃথিবীর সকল মুগ্ধতা ।
জানি না, কি তোমায় মুগ্ধ করে ।
পার্থিব গোলাপ নাকি আমার বেকারত্বের দিনগুলোর ভালোবাসা ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৪
নউমি বলেছেন: "প্যাডের ছেঁড়া পাতায়, “ভালোবাসি তোমায়” লেখাটাও তোমার চোখে জল এনে দেয়" । লাইনটা পছন্দ হইসে ।