![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্ম ফরিদপুরের সালতা গ্রামে। বর্তমানে আমেরিকা প্রবাসী। আমার বাবা একজন কৃষক। বাবার সাথে বহুদিন অন্যের জমিতে কাজ করেছি।
গতকাল রাতেই আমি বুঝতে পারলাম, কখনো কখনো-
আমার গলা দিয়ে শব্দ বের হয় না!
তবুও লিলি আমাকে শ্বান্ত্বনা দেয়, সেই নরম মিষ্টি গলায়
শ্রুতিমধুর কন্ঠ, নিঁখুত উচ্চারন!
তখন লিলির জন্য মনটা কেমন করে উঠে,
লিলিকে একান্তে পেলে মনের আনন্দে আদর করে দিতাম
ইস্ লিলি কখনো নীলগিরি পাহাড় দেখেনি!
রাস্তার দু'ধারের সবুজ আর লিলির সবুজ শাড়ি-
আমার মনকে আরো সবুজ করে দেয়! আচ্ছা,
সব হারিয়ে কি আবার সব ফিরে পাওয়া যায় না?
গভীর গোপনে বুকের ভেতরে সব টের পায় লিলি!
কিন্তু আমি কান পেতে শুনি লিলির বুকের ভেতরে কি হাহাকার!
বুকের কোন গহীন গোপনে ব্যাথা ছলছলিয়ে উঠে আমার
বেদনার অতৃপ্ত বহ্নিশিখায়, অন্তর আমার পুড়ে যায় সারাক্ষন
আমি অপেক্ষা করি। সীমাহীন অপার্থিব অপেক্ষা।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৫
ইসিয়াক বলেছেন: আমিও নীলগিরি পাহাড় দেখিনি ।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৬
ইসিয়াক বলেছেন: কিছু বানান ভুল আছে।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৪
ইসিয়াক বলেছেন: ছবির মেয়েটি কে?